সহেলি মিত্র, কলকাতাঃ আর মাত্র কয়েকটা দিন, ব্যস তারপরেই চলে আসবে মহরম। এদিকে এই মহরম উৎসবকে কেন্দ্র করে নতুন অ্যাডভাইজারি জারি করল কলকাতা পুলিশ (Kolkata Road Block In Muharram)। অন্যান্য শহরের পাশাপাশি টানা ১০ দিন ধরে কলকাতা শহরেও পালিত হবে এই উৎসব। কিন্তু এই সময়কালে যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সর্বোপরি যান চলাচলে সমস্যা না হয় সেজন্য বিভিন্ন রাস্তায় প্রয়োজন অনুযায়ী ট্র্যাফিক নিয়ন্ত্রণ বিধি বলবৎ করার নির্দেশিকা জারি করলেন কমিশনার মনোজ কুমার ভার্মা।
মহরম নিয়ে শহরে যান চলাচল নিয়ন্ত্রণের নির্দেশ
জানা গিয়েছে, আগামী ২৭ জুন থেকে ৬ জুলাই অবধি পালিত হবে মহরম। এই সময়ে স্বাভাবিভকভাবে জায়গায় জায়গায় তাজিয়া বেরোবে। এহেন পরিস্থিতিতে যেখানে যেখানে তাজিয়া যাত্রা বেরোবে সেখানে এবং আশেপাশের এলাকায় কিছু রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হবে। ট্রাফিক পুলিশ আধিকারিকদের গোটা বিষয়টির ওপর নজর রাখার নির্দেশ দিয়েছেন নগরপাল। এই বিষয়ে ইতিমধ্যে জারি করা হয়েছে বিজ্ঞপ্তিও।
পুলিশের নজরে ৩৩টি রুট!
জানা গিয়েছে, আগামী ৫ জুলাই বিকেল ৪টে থেকে ৭ জুলাই ভোর ৫টা অবধি কলকাতা পুলিশ এলাকায় সমস্ত রকম পণ্যবাহী গাড়ি চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। যদিও এখানে জানিয়ে রাখি, জরুরি জিনিস যেমন সবজি, ওষুধ, দূধ, জ্বালানি সহ কিছু গাড়িকে বিকল্প পথ দিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেবে ট্র্যাফিক পুলিশ।
আরও পড়ুন: রাজ্য সামর্থ্য অনুযায়ী DA দেবে, কেন্দ্রীয় হারে নয়! ষষ্ঠ পে কমিশনের রিপোর্টে বিতর্ক
কলকাতার ওয়াটগঞ্জ, আলিপুর, ইকবালপুর, পশ্চিম বন্দর, উত্তর বন্দর, বেলেঘাটা সহ ৩৩ টি থানার কাছে কোন কোন দিন কোন কোন রুটে তাজিয়া যাত্রা হবে তার পূর্ণাঙ্গ তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছে। সেই অনুয়ায়ী শুরুর ঘন্টাখানেক আগে থেকে সংশ্লিষ্ট রাস্তাগুলোতে যান নিয়ন্ত্রণ শুরু হবে। তাজিয়া শেষ হওয়ার পর আবার রাস্তাগুলি ফের সাধারণ যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে। ফলে মহরমের তাজিয়ার দিন নিজের গাড়ি নিয়ে বেরনোর সময় চোখ কান খোলা রাখাই বুদ্ধিমানের কাজ হবে।