নোয়াপাড়ায় এলাহি আয়োজন, যাত্রীদের আরামে ম্যাসাজ চেয়ার উদ্বোধন কলকাতা মেট্রোর

প্রীতি পোদ্দার, কলকাতা: মেট্রোয় যাত্রীদের আরও উন্নত পরিষেবা ও স্বাচ্ছন্দ্য দিতে নতুন পদক্ষেপ করল কলকাতা মেট্রো! এবার স্টেশনে বসেই করানো যাবে মাসাজ এবং বডি রিলাক্সেশন! গতকাল অর্থাৎ মঙ্গলবার, যাত্রীদের উদ্দেশে নোয়াপাড়া ক্রু লবিতে একটি ফুল বডি ম্যাসাজ চেয়ার উদ্বোধন করা হল। কলকাতা মেট্রো কর্তৃপক্ষের এই নয়া উদ্যোগে বেশ খুশি যাত্রীরা।

নয়া উদ্যোগ মেট্রো কর্তৃপক্ষের

চলতি বছর মে মাসে, হাওড়া (সবুজ লাইন) ও এসপ্ল্যানেড (নীল লাইন) মেট্রো স্টেশনে যাত্রীদের উদ্দেশে চালু করা হয়েছিল ডিজিটাল লকার, রিলাক্সেশন চেয়ার-সহ একাধিক আধুনিক সুযোগ-সুবিধা। আর এই পরিষেবাগুলির উদ্বোধন করেছিলেন মেট্রো রেলওয়ের জেনারেল ম্যানেজার পি. উদয়কুমার রেড্ডি। যদিও হাওড়া ও শিয়ালদহ স্টেশনেও যাত্রী স্বাচ্ছন্দ্যে একাধিক পরিষেবা চালু রয়েছে, যেমন-ফুট মাসাজিং, বডি মাসাজিং, ফুড কর্নার ইত্যাদি। আর এই আবহে গতকাল অর্থাৎ মঙ্গলবার, ৫ আগস্ট, যাত্রীদের উদ্দেশে আরও একধাপ এগিয়ে নোয়াপাড়া ক্রু লবিতে একটি ফুল বডি ম্যাসাজ চেয়ার উদ্বোধন করা হল।

ভাইরাল সেই পোস্ট

গতকাল,কলকাতা মেট্রোর এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করা হয়েছিল। যেখানে স্পষ্ট জানানো হয় যে, মেট্রো রেলওয়ের জেনারেল ম্যানেজার পি. উদয় কুমার রেড্ডি এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে, মোটরম্যান শ্রী সুবোধ রাম নোয়াপাড়া ক্রু লবিতে একটি ফুল বডি ম্যাসাজ চেয়ার উদ্বোধন করেছেন। আর এই উদ্বোধনী পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই দারুণ আপ্লুত সকলে। যাত্রী বান্ধব সুবিধার জন্য কলকাতা মেট্রোর একের পর এক উদ্যোগকে রীতিমত শ্রদ্ধা জানাচ্ছে মেট্রো যাত্রীরা।

আরও পড়ুন: রাজ্যের অফিসার আর নয়, নির্বাচনের আগেই ভোটার কার্ড নিয়ে বড় বদল নির্বাচন কমিশনের

প্রসঙ্গত, শুধু যাত্রী স্বাচ্ছন্দ্য নয়, একের পর এক প্রযুক্তি উন্নত হওয়ার সঙ্গে সঙ্গে আসছে মেট্রোর নতুন নতুন একাধিক চমক। চালক ছাড়াই এবার জোরকদমে চলবে মেট্রো। জানা গিয়েছে ইস্ট ওয়েস্ট মেট্রো রুটে যাত্রী পরিষেবা শেষ হওয়ার পরেই প্রতিদিন চালক ছাড়া মেট্রোর ট্রায়াল রান হবে। আগামী প্রায় দু সপ্তাহ পরীক্ষামূলক ভাবে চালানো হবে স্বয়ংক্রিয় মেট্রো। মেট্রোর দরজা খোলা বা বন্ধ হওয়া, গতি নিয়ন্ত্রণ, নির্দিষ্ট স্টেশনে মেট্রো থামা সবটাই হবে স্বয়ংক্রিয় পদ্ধতিতে, কম্পিউটার নিয়ন্ত্রিত। ইতিমধ্যেই দিল্লিতে চালু হয়ে গিয়েছে চালকহীন মেট্রো ব্যবস্থা।

Leave a Comment