সৌভিক মুখার্জী, কলকাতা: দেশে পথ দুর্ঘটনায় মৃত্যু কমাতে বিরাট উদ্যোগ নিতে চলেছে কেন্দ্র সরকার। পরিবহন ও মহাসড়ক মন্ত্রক এবার খুব শীঘ্রই বিশেষ ক্যাশলেস চিকিৎসা প্রকল্প (Cashless Treatment Scheme) চালু করতে চলেছে। যার আওতায় পথ দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হাসপাতালে পৌঁছনোর পর সঙ্গে সঙ্গে বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাবে। গতকাল এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নিতীন গড়কড়ি। তিনি জানিয়েছেন, খুব শীঘ্রই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের শুভ উদ্বোধন করবেন।
চিকিৎসা মিলবে সম্পূর্ণ বিনামূল্যে
এই প্রকল্পের সবথেকে বড় সুবিধা হলো দুর্ঘটনাগ্রস্থ ব্যক্তির নিজের বা গাড়ির কোনও রকম বিমা না থাকলেও তিনি চিকিৎসা থেকে বঞ্চিত হবে না। হ্যাঁ, দুর্ঘটনার পর প্রথম এক ঘন্টা যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় গোল্ডেন আওয়ার বলা হয়, এই সময়ের মধ্যেই চিকিৎসা করা এই প্রকল্পের মূল লক্ষ্য। এমনকি প্রতি দুর্ঘটনা পিছু সর্বোচ্চ ১ লক্ষ ৫০ হাজার টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা মিলবে। দুর্ঘটনার দিন থেকে টানা সাতদিন পর্যন্ত এই সুবিধা পাওয়া যাবে বলে জানানো হয়েছে। সবথেকে বড় ব্যাপার, আয়ুষ্মান ভারত প্রকল্পের তালিকাভুক্ত সমস্ত হাসপাতালে এই পরিষেবা কার্যকর করা হবে।
আরও পড়ুন: Blinkit থেকে ইঁদুরের বিষ অর্ডার মহিলার, যা করলেন ডেলিভারি বয়, বইছে প্রশংসার ঝড়
কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী এদিন স্পষ্ট জানিয়েছেন, থার্ড পার্টি গাড়ির বিমা প্রিমিয়ামের ১ শতাংশ একটি কেন্দ্রীয় তহবিলে জমা করা হবে। আর সেই তহবিল থেকেই মূলত এই ক্যাশলেস চিকিৎসার সমস্ত খরচ বহন করা হবে। এর ফলে সাধারণ মানুষের উপর আলাদা কোনও আর্থিক চাপ পড়বে না বলেই দাবি করেছে কেন্দ্র সরকার।
হাসপাতালে পৌঁছে দিলে মিলবে ২৫ হাজার টাকা
এদিকে শুধুমাত্র চিকিৎসার দিক থেকে নয়, বরং মানবিক উদ্যোগও নিয়েছে কেন্দ্র সরকার। যারা দুর্ঘটনাগ্রস্থ ব্যক্তিকে দ্রুত হাসপাতালে পৌঁছে দেবে, তাদেরকে এবার রাঘবীর পুরস্কারের অংক বাড়িয়ে ২৫ হাজার টাকা করা হয়েছে। সরকার আশা করছে, এতে সাধারণ মানুষ দুর্ঘটনার সময় এগিয়ে আসতে আরও উৎসাহিত হবে।
আরও পড়ুন: হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপারের টাইমটেবিল ও স্টপেজ প্রকাশ করল রেল
এদিকে দুর্ঘটনা কমানোর জন্য আরও এক বড় পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। এবার প্রতিটি চারচাকার গাড়িতে ধাপে ধাপে ভেহিকেল টু ভেহিকেল কমিউনিকেশন প্রযুক্তি বাধ্যমূলক করা হবে। আর এই প্রযুক্তির মাধ্যমে ইন্টারনেট বা মোবাইল নেটওয়ার্ক ছাড়াই গাড়িগুলি রেডিও সিগন্যালের সাহায্যে একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারবে। ফলত কুয়াশার মধ্যে সামনে থেকে গাড়ি থেমে গেলে বা যানজটের ক্ষেত্রে আগে থেকে চালক বুঝতে পারবে।