পথ ২০৫০ কিমি, দুর্গাপুর থেকে দণ্ডি কেটে আদিযোগী যাচ্ছে মহাদেব! সংবর্ধনা গ্রামবাসীদের

সহেলি মিত্র, কলকাতাঃ বর্তমানে শ্রাবণ মাস চলছে। আর শ্রাবণ মাস মানেই হল মহাদেবের মাস। এই সময়টায় কেউ কেউ নিরামিষ খান তো আবার বহু শিবভক্ত এমন রয়েছেন যারা পায়ে হেঁটে মহাদেবের কাছে যান। রাজ্যের অগুনতি মানুষ পদব্রজে যাত্রা শুরু করেন তারকেশ্বরের উদ্দেশ্যে। আবার কেউ কেউ হাজার হাজার কিমি পায়ে হেঁটে রাজ্যের বাইরেও পাড়ি জমান মহাদেবের কোনও মন্দিরের উদ্দেশ্যে। তবে এবার বাংলার এক যুবক যা করলেন সেটি সম্পর্কে শুনলে আপনারও চোখ কপালে উঠতে পারে। ওই যুবক দুর্গাপুর থেকে তামিলনাড়ুর উদ্দেশ্যে পাড়ি দেবে দণ্ডি কেটে। আর এই যাত্রাপথ হবে ২০৫০ কিমি-র! হ্যাঁ ঠিকই শুনেছেন।

দণ্ডি কেটে আদিযোগীর উদ্দেশ্যে রওনা দুর্গাপুরের যুবকের

সামাজিক মাধ্যমে এক যুবকের ভিডিও ও ছবি ব্যাপক গতিতে ভাইরাল হচ্ছে।। দাবি করা হচ্ছে, মহাদেব আঁকুড়ে নামের এক যুবক কিনা দুর্গাপুরের নওডিহা থেকে তামিলনাড়ুর আদিযোগী উদ্দেশ্যে দণ্ডি কেটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। প্রায় ২০৫০ কিমি পথ সে এভাবেই পাড়ি দেবে। যদিও এই ছবি ও ভিডিও-র সত্যতা যাচাই করেনি Indiahood.in.

আরও পড়ুনঃ জুড়ে যাবে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ, অবশেষে চালু হচ্ছে শিবপুর-জয়দেবের অজয় সেতু

শ্রাবণের প্রথম দিনে সে বেরিয়ে পড়েছে বাড়ি থেকে। মহাদেবের জন্য অগাধ শ্রদ্ধা ও মনে ভক্তি নিয়ে এবং অনেকটা শক্তি জোগাড় করে গুগল ম্যাপে সে রুট দেখে বেরিয়ে পড়েছে। কতদিন লাগবে সে জানে না। মহাদেব আঁকুড়ের মতে, আদিযোগী পৌঁছাতে হয়তো দুই তিন বছর লাগতে পারে! পথে যারাই তাঁকে দেখছে, তাঁর দণ্ডি কাটা সম্পর্কে জিজ্ঞাসা করছে সকলেই শুনে অভিভূত হয়ে যাচ্ছে। পথে চলতে চলতে সে অসুস্থও হয়ে পড়েছে, হাঁটু কেটে যাচ্ছে, তবুও থামার নাম নিচ্ছেন না মহাদেব।

মালা পরিয়ে যুবককে সংবর্ধনা মানুষের

ভাইরাল হওয়া বেশ কিছু ভিডিওতে এও দেখা যাচ্ছে, পথে চলতে চলতে কিছু মানুষ তাঁকে হাওয়া করছেন, জল দিচ্ছেন। কেউ কেউ তাঁকে মালা পরিয়ে সংবর্ধনা দিচ্ছেন। হয়তো শিবভক্তি একেই বলে। তাঁর এহেন কাজকে কুর্ণিশ জানাচ্ছেন সকলেই।

Leave a Comment