বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাকিস্তানের একের পর এক কুকর্ম সত্ত্বেও এশিয়া কাপে শত্রুর বিরুদ্ধে মাঠে নামবে ভারত! জানা যাচ্ছে, পহেলগাঁও হামলার পরও এশিয়া কাপে (Asia Cup 2025) খেলতে দেখা যাবে দুই দলকে। হ্যাঁ! দুপক্ষের মধ্যে দীর্ঘ দ্বন্দ্ব থাকলেও নাকি এশিয়া কাপে মুখোমুখি হবে দুই দল! তাছাড়াও শোনা যাচ্ছে, এশিয়া কাপের সম্ভাব্য সময়সূচীও নাকি ঠিক করে ফেলেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। সেক্ষেত্রে ওই সম্ভাব্য সময়ে টুর্নামেন্ট আয়োজন করা যায় কিনা তা নিয়েও চলছে বিস্তর আলোচনা।
পহেলাগাঁও হামলার পরও এশিয়া কাপে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান?
আসলে 26 জন নিরীহ ভারতীয়কে হত্যার পর নিজের কর্মফল ভোগ করেছে পাকিস্তান। কেন্দ্রের তরফে একের পর এক কূটনৈতিক পদক্ষেপের পাশাপাশি পাকিস্তানের একাধিক ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় বায়ু সেনা। নিকেশ করা হয়েছে শতাধিক জঙ্গিকে। আর এর পরই পাকিস্তানের সাথে জোরালো সংঘাতের প্রভাব গিয়ে পড়েছে ক্রিকেটীয় সম্পর্কেও।
অনেকেই বলছেন, পাকিস্তানের জন্য সমস্ত দরজা বন্ধ করে দেওয়া উচিত ভারতের। কেউ কেউ আবার দাবি করছেন, এই মুহূর্তেই দ্বিপাক্ষিক সিরিজ তো বটেই, পাশাপাশি ICC ইভেন্ট গুলিতেও পাকিস্তানকে বর্জন করা উচিত ভারতীয় দলের। চারিদিকে ভারত বনাম পাকিস্তান ক্রিকেটীয় সম্পর্ক নিয়ে যখন এত দড়ি টানাটানি ঠিক সেই আবহে শোনা যাচ্ছে, দুই চির প্রতিদ্বন্দ্বিই নাকি দ্বন্দ্ব সত্ত্বেও এশিয়া কাপে মুখোমুখি হবে।
বেশ কয়েকটি সূত্রের দাবি, ভারত কিংবা পাকিস্তান কোনও দলই এখনও পর্যন্ত এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করেনি। কাজেই স্বাভাবিকভাবে এশিয়ান ক্রিকেট কাউন্সিল আশা করছে, দুই পক্ষই আসন্ন এশিয়া কাপে অংশগ্রহণ করবে এবং একে অপরের বিরুদ্ধে খেলবে! যদিও কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদন বলছে, ইতিমধ্যেই এশিয়া কাপ নিয়ে দু দেশের বোর্ড কর্তাদের কথাবার্তা চলেছে।
মনে করা হচ্ছে এশিয়া কাপে যদি ভারত শেষ পর্যন্ত খেলেও, সেক্ষেত্রে পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে থাকতে চাইবে না টিম ইন্ডিয়া। তবে সে ক্ষেত্রে নক আউট পর্বে পাকিস্তানের মুখ দেখতে হতে পারে ভারতীয় দলকে। বলে রাখি, ভারত বনাম পাকিস্তান ম্যাচ নিয়ে ACC আশাবাদী হলেও আদৌ বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে দুই দল 22 গজে লড়বে কিনা তা নিয়ে গভীর সংশয়ে ভক্তরা।
অবশ্যই পড়ুন: ‘ভারত এবার হামলা করলে ভয়ঙ্কর জবাব দেব!’ ফের হুঙ্কার ছাড়লেন আসিম মুনির
প্রসঙ্গত, আসন্ন সেপ্টেম্বর থেকেই অনুষ্ঠিত হওয়ার কথা পুরুষদের এশিয়া কাপ। এ বছর এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পড়েছে ভারতের কাঁধে। কাজেই সুষ্ঠুভাবে কীভাবে টি-টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপ উত্তরে দেওয়া যায় সেদিকেই নজর রয়েছে দেশীয় ক্রিকেট বোর্ডের।
এদিকে আবার অনেকেই বলছেন, পাকিস্তান ভারতে খেলতে আসতে চাইবে না, সেক্ষেত্রে বিকল্প ভেন্যু হিসেবে বেছে নেওয়া হতে পারে সংযুক্ত আরব আমিশাহীকে। বলে দিই, ভারত, পাকিস্তান ছাড়াও আসন্ন এশিয়া কাপে অংশ নিচ্ছে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরশাহী।