পাওয়ার ব্যাঙ্ক নিয়ে নিষেধাজ্ঞা জারি DGCA-র, বিমানে ওঠার আগে জানুন

DGCA New Rules

সৌভিক মুখার্জী, কলকাতা: বিমানে সফর করতে চলেছেন? তাহলে আপনার জন্য রইল বড় খবর। কারণ, এবার পাওয়ার ব্যাঙ্ক নিয়ে বিমান সফরের ক্ষেত্রে একাধিক নতুন নিয়ম লাগু করেছে DGCA (DGCA New Rules)। লিথিয়াম ব্যাটারি অতিরিক্ত গরম হওয়ার কারণে এবার ভারতের বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন নতুন নিয়মের পথে হাঁটল। বিমানের সিটের পাওয়ার আউটলেট সহ ফ্লাইট চলাকালীন ফোন বা অন্যান্য গ্যাজেট চার্জ করার জন্য এবার সম্পূর্ণভাবে পাওয়ার ব্যাঙ্ক নিষিদ্ধ করে দিয়েছে DGCA।

কী বলল DGCA?

আসলে DGCA এর তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে, পাওয়ার ব্যাঙ্ক বা অতিরিক্ত ব্যাটারি শুধুমাত্র হাতের লাগেজে রাখার অনুমতি দেওয়া হবে। ওভারহেড কম্পার্টমেন্টে এগুলি কোনওভাবেই সংরক্ষণ করা যাবে না। কারণ, আগুন সনাক্ত করার ক্ষেত্রে বা নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে এই ধরনের স্থানে সৃষ্টি হয়। তারা স্পষ্ট বলেছে, বিভিন্ন রিচার্জেবল ডিভাইসে লিথিয়াম ব্যাটারি ব্যবহারের ফলে আকাশপথে ব্যাটারির পরিবহনের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। আর এগুলি আগুন ধরার উৎস হিসেবে কাজ করতে পারে। এমনকি বিমানে অগ্নিসংযোগও ঘটাতে পারে। তাই এর থেকে বিরত থাকার জন্যই পাওয়ার ব্যাঙ্ক থাকলে এই নির্দেশিকা মেনে চলতে হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: অনলাইনে কাটতে পারবেন না অগ্রিম টিকিট! বদলে গেল রেলের নিয়ম

এর পাশাপাশি DGCA-র তরফ থেকে বলা হয়েছে, এয়ারক্রাফটের ভিতরে যে সমস্ত লিথিয়াম ব্যাটারি রাখা হচ্ছে, সেগুলিও ঝুঁকির পরিমাণ বাড়াতে পারে। ওভারহেড স্টোরেজ বিন বা বহনযোগ্য ব্যাগের মধ্যে লিথিয়াম ব্যাটারিগুলি রাখা সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। এগুলো সবসময় যাত্রী বা ক্রু দস্যদের দ্বারা পর্যবেক্ষণ করা যায় না। এর ফলে ধোয়া বা আগুন সনাক্তকরণে সমস্যা সৃষ্টি হয়। আর লিথিয়াম ব্যাটারি নিয়ে সতর্ক করে DGCA স্পষ্ট বলেছে, লিথিয়াম ব্যাটারিতে আগুন লাগার কারণ অনিয়ন্ত্রিত গরম, অতিরিক্ত চার্জিং, আর নিম্নমানের উৎপাদন। পাশাপাশি পুরানো ব্যাটারি বা ভুল ব্যবস্থাপনার কারণে শর্ট সার্কিট হতে পারে এবং বড়সড় বিপদ দেখা দিতে পারে।

আরও পড়ুন: রেলপথে জুড়ে যাবে ডুয়ার্স ও বেঙ্গালুরু, চলছে নতুন ট্রেন রুট জোড়ার পরিকল্পনা

সেই কারণেই এবার বিমান সফরকালে যাত্রীদের লিথিয়াম ব্যাটারি সম্পর্কে ঝুঁকির দিকগুলিকে মূল্যায়ন করে পর্যালোচনা করার নির্দেশ দেওয়া হয়েছে DGCA এর তরফ থেকে। এমনকি লিথিয়াম ব্যাটারিচালিত পাওয়ার ব্যাঙ্ক হাত ব্যাগ ছাড়া অন্য কোনও জায়গায় রাখা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। আর বিমানের কেবিনে ব্যাটারি সম্পর্কিত আগুন প্রতিরোধে শক্তিশালী ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে সংস্থাগুলিকে।

Leave a Comment