বিক্রম ব্যানার্জী, কলকাতা: অভিযোগ ছিল, তাঁর নির্দেশেই পহেলগাঁওয়ে হামলা চালিয়েছিল পাক জঙ্গিরা। এবার সেই পাকিস্তানি সেনাপ্রধান আসিম মুনিরকে কার্যত দেশের সর্বোচ্চ পদে বসাতে সংবিধানই বদলে ফেলছে পাকিস্তান! শুধুমাত্র আসিম মুনিরের জন্যই সংবিধান সংশোধন করে চিফ অফ ডিফেন্স ফোর্স পদ তৈরি হয়ে গেল পশ্চিমের দেশে। জানা গিয়েছে, পাকিস্তানের তিন বাহিনীর সেনাদের মধ্যে সমন্বয় সাধনের উদ্দেশ্যেই বিশেষ সাংবিধানিক পদে বসানো হচ্ছে মুনিরকে (Asim Munir New Post)।
সংবিধান সংশোধনী বিল পাস হচ্ছে পাকিস্তানে!
পাক সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদন অনুযায়ী, গত 8 নভেম্বর, শনিবার পাকিস্তানের সংসদে পেশ করা হয় 27 তম সংবিধান সংশোধনী বিল। মূলত 243 ধারায় পাকিস্তানের সংবিধান সংশোধনের প্রস্তাব দেওয়া হয়। বর্তমানে সেই প্রস্তাবই বিবেচনা করা হচ্ছে। ওই সংশোধনী বিলে বলা হয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রীর পরামর্শ নিয়েই প্রেসিডেন্ট সেনাপ্রধান এবং চিফ অফ ডিফেন্স ফোর্সকে নিয়োগ করতে পারবেন।
এছাড়াও ওই বিল এও বলে, যেই ব্যক্তি চিফ অফ আর্মির স্টাফ পদ পাচ্ছেন তিনিই চিফ অফ ডিফেন্স ফোর্স হবেন। পরবর্তীতে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে কথা বলে তাঁর পরামর্শ নিয়েই ন্যাশনাল স্ট্র্যাটেজিক কমান্ডের প্রধানকে নিয়োগ করতে পারবেন। নতুন সংশোধনী বিল অনুযায়ী, পাকিস্তানের সরকার এবার থেকে পাক সেনাবাহিনীর সদস্যদের ফিল্ড মার্শাল, এয়ার মার্শাল এবং অ্যাডমিরাল পদে প্রমোশন দিতে পারবে। পরবর্তীতে আজীবন ফিল্ড মার্শালরা এই পদের সুযোগ সুবিধা পাবেন।
বলে রাখি, এই মুহূর্তে পাকিস্তানের প্রেসিডেন্টের পদটি শুধুমাত্র সাংবিধানিক। অন্যদিকে সেনাপ্রধানের পদ নির্বাহী এবং প্রশাসনিক। তবে পাকিস্তান সরকার চাইছে 27 তম সংশোধনী বিল পাস করিয়ে সেনাপ্রধানকে সাংবিধানিক পদে উন্নীত করতে। অনেকেই বলছেন, এই বিল পাস হয়ে গেলে পাকিস্তানে প্রেসিডেন্ট এবং আসিম মুনিরের ক্ষমতা এক প্রকার সমানই হবে।
সর্বোচ্চ পদেই বসবেন আসিম মুনির
পাকিস্তানের সংসদে সংবিধান সংশোধনের জন্য যে বিল পেশ করা হয়েছে তা পাস হয়ে গেলে আগামী 27 নভেম্বর থেকে সেটি কার্যকর হয়ে যাবে। এ প্রসঙ্গে পাকিস্তানের আইন মন্ত্রী তার জানিয়েছেন, “নতুন করে আর কোনও নিয়োগ হবে না।” এক কথায় পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনিরই সর্বোচ্চ পদ পেয়ে যাবেন। এদিন তার এও বলেন, “এই মুহূর্তে সিজেসিএসসি আমাদের হিরো। তাঁর ক্ষমতা শেষ হয়ে গেলেই এই পদ অবলুপ্ত হয়ে যাবে। তবে তিনি মেয়াদের যতদিন থাকবেন ততদিন তাঁকে এই পদ থেকে বঞ্চিত করে রাখা যাবে না।”
অবশ্যই পড়ুন: কবে IPL 2026 এর রিটেনশন তালিকা প্রকাশ করবে দলগুলি? জানা গেল দিনক্ষণ
আসিম মুনির কি প্রেসিডেন্টের চেয়েও বেশি ক্ষমতাশালী হয়ে উঠবেন?
প্রথমত, মুনিরের পদটি পাক প্রেসিডেন্টের মতোই সাংবিধানিক হতে চলেছে। দ্বিতীয়ত, নতুন প্রস্তাবে আওতায় শুধুমাত্র সসংদই সেনাপ্রধানকে অপসারণ করতে পারবে। এর জন্য অবশ্য উভয় কক্ষেই দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা দরকার হবে। সেনাপ্রধান শুধুমাত্র তিন বাহিনীতেই নিয়োগ করাতে পারবেন। পাকিস্তান সেনাবাহিনীর প্রধানের পারমাণবিক নকশা নেওয়ারও অধিকার রয়েছে। এছাড়াও মুনির আমৃত্যু ফিল্ড মার্শালের পদের যাবতীয় সুযোগ-সুবিধা ভোগ করবেন। তবে মুনিরের পদ পাকিস্তানের প্রেসিডেন্ট এর থেকেও বেশি ক্ষমতাশালী হবে কিনা সে বিষয়ে কোনও স্পষ্ট তথ্য মেলেনি।