পাল্টা জবাব, ভারতীয় সংস্থার স্পনসরশিপ হারালেন বাংলাদেশের ক্রিকেটাররা!

Bangladeshi Cricketers Lost Sponsorship from Indian company SG

বিক্রম ব্যানার্জী, কলকাতা: মুস্তাফিজুর রহমান কাণ্ডে ক্রমাগত দূরে সরছে ভারত-বাংলাদেশ! দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কে এমন ভাঙন আগে দেখেনি বিশ্বক্রিকেট। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে ওপারের কাটার মাস্টার মোস্তাফিজুর বাদ পড়ায় ভারতে বিশ্বকাপ খেলতে দল পাঠাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শুধু তাই নয়, ওপার বাংলায় নিষিদ্ধ হয়ে গিয়েছে IPL সম্প্রচার। আর ঠিক সেই আবহে এবার ভারতের তরফেও গেল প্রতিক্রিয়া (Bangladeshi Cricketers Lost Sponsorship)। ভারতীয় সংস্থার স্পন্সারশিপ হারালেন বাংলাদেশের লিটন দাসরা। শোনা যাচ্ছে, দেশীয় ক্রীড়া সামগ্রি প্রস্তুতকারক সংস্থা SG ওপার বাংলার ক্রিকেটারদের সাথে নতুন করে চুক্তি বাড়ায়নি।

লিটনের সাথে সাথে স্পনসরশিপ হারালেন ওপারের একাধিক ক্রিকেটার

বাংলাদেশের বেশ কয়েকটি সংবাদমাধ্যম তাদের প্রতিবেদনে দাবি করছে, ভারতের ক্রিকেট ব্যাট সহ অন্যান্য ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা SG বাংলাদেশের ক্রিকেটার লিটন দাস থেকে শুরু করে ইয়াসির আলি রব্বি, মমিনুল হকেদের সাথে চুক্তি নবায়ন করেনি। এর অর্থ, এরপর থেকে আর ভারতীয় সংস্থার ব্যাট দিয়ে খেলার পাশাপাশি অর্থ রোজগার করতে পারবেন না পদ্মা পাড়ের প্লেয়াররা। যদিও এমন খবর কতটা সত্য তা যাচাই করে দেখিনি আমরা।

অবশ্যই পড়ুন: T20 বিশ্বকাপ জিততে মরিয়া নিউজিল্যান্ড, চোটগ্রস্ত প্লেয়ারদের নিয়েই দল ঘোষণা কিউয়িদের

বাংলাদেশের আবেদন খারিজ করেছে ICC!

মুস্তাফিজুর বিতর্কের মাঝে গত রবিবার ভারতে বিশ্বকাপের দল না পাঠানোর কথা জানিয়ে বিশ্বকাপের ম্যাচগুলি অন্য কোনও দেশে সরিয়ে নিয়ে যাওয়ার আবেদন নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে চিঠি দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে ESPN এর রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশের এমন আবেদন পুরোপুরি খারিজ করে দিয়ে বিশ্ব ক্রিকেট সংস্থা স্পষ্ট জানিয়ে দিয়েছে, বিশ্বকাপ খেলতে হলে ভারতেই আসতে হবে বাংলাদেশ দলকে। অন্যথায় তাদের পয়েন্ট কেটে প্রতিপক্ষ দলকে ওয়াকওভার দিয়ে দেওয়া হবে। যদিও এমন প্রতিক্রিয়ার পাল্টা কোনও ঘোষণা দেয়নি ওপারের ক্রিকেট বোর্ড।

অবশ্যই পড়ুন: মুস্তাফিজুরের বদলা নিল বাংলাদেশ, এবার এই ভারতীয়কে BPL থেকে বাদ দিল BCB

উল্লেখ্য, ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে আগেই জানানো হয়েছিল এত অল্প সময়ের মধ্যে বিশ্বকাপের ম্যাচগুলি অন্য দেশে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। যেখানে, বিশ্বকাপের জন্য প্লেয়ারদের ফ্লাইটের টিকিট বুকিং থেকে শুরু করে হোটেল বুকিং সহ সমস্ত কাজ একপ্রকার শেষের পর্যায়ে। যদিও পরবর্তীতে শোনা গিয়েছিল, বাংলাদেশের অনুরোধ রাখতে পারে ICC। তবে পদ্মা পাড়ের বোর্ডের সাথে ICC র ভার্চুয়াল বৈঠকে ধরা পড়লো একেবারে ভিন্ন চিত্র।

1 thought on “পাল্টা জবাব, ভারতীয় সংস্থার স্পনসরশিপ হারালেন বাংলাদেশের ক্রিকেটাররা!”

  1. Hey there! Spent a bit of time on vn88io lately. Gotta admit, I was a bit skeptical at first, but overall I found it to be a solid platform. The game selection’s pretty good, especially if you’re into slots. Withdrawal times could be a little faster, but not terrible. Check them out here vn88io.

    Reply

Leave a Reply to vn88io Cancel reply