পুলিশে বড় রদবদল, নির্দেশিকা জারি নবান্নের

West Bengal Police Transfer

প্রীতি পোদ্দার, কলকাতা: আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শাসকদল থেকে শুরু করে বিরোধীদল সকলেই এখন থেকে ভোট প্রচারের প্রস্তুতিতে ময়দানে নেমে পড়েছে। এমতাবস্থায় রাজ্যের পুলিশ প্রশাসনে বড়সড় রদবদলের প্রক্রিয়া (West Bengal Police Transfer) শুরু করে দিল জাতীয় নির্বাচন কমিশন। আর সেই অনুযায়ী এবার রাজ্যের পুলিশকর্মীদের বদলি নিয়ে বিশেষ নির্দেশিকা জারি করল নবান্ন। নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে রাজ্য পুলিশের বিভিন্ন স্তরের আধিকারিকদের দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে সেই নির্দেশিকায়।

নিরপেক্ষতা বজায় রাখতে পুলিশে রদবদল!

বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের পুলিশকর্মীদের বদলি নিয়ে নির্দেশিকা জারি করেছিল নির্বাচন কমিশন। আর সেই নির্দেশ কার্যকর করতে গত সোমবার, রাজ্য সরকারের স্বরাষ্ট্র দফতরের কাছে চিঠি পাঠিয়েছিল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সেখানে কমিশনের পুরনো নির্দেশিকা মেনেই দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ করার কথা বলা হয়েছে। মূলত নির্বাচনের নিরপেক্ষতা বজায় রাখতে পুলিশ সাব-ইন্সপেক্টর থেকে শুরু করে ঊর্ধ্বতন আধিকারিকদের বদলি নিয়ে কড়া অবস্থান নিয়েছে কমিশন।

আরও পড়ুনঃ জয়রামবাটি থেকে এক ট্রেনে বাঁকুড়া, উদ্বোধন হবে নয়া রেললাইনের, সময়সূচি দিল রেল

কী জানানো হয়েছে নবান্নের তরফে?

নবান্নের পাঠানো নির্দেশিকায় জানানো হয়েছে, নির্বাচন কমিশনের ২০২৩ সালের ২১ ডিসেম্বর এবং ২০০৮ সালের ২৩ ডিসেম্বরের নির্দেশিকা অনুসারে, নির্দিষ্ট মানদণ্ডে পড়া সাব-ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ আধিকারিকদের বদলি করতে হবে। সংশ্লিষ্ট জেলাগুলি ও পুলিশ কমিশনারেট থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে, কমিশনারদের সঙ্গে আলোচনা করেই বদলির নির্দেশ জারি করতে হবে বলে স্পষ্ট করা হয়েছে। উল্লেখ্য, জাতীয় নির্বাচন কমিশনের নিয়ম বলছে, যেসব পুলিশ আধিকারিক গত চার বছরের মধ্যে কোনও জেলায় তিন বছর পূর্ণ করেছেন তাঁদের সেই জেলা থেকে সরিয়ে দিতে হবে। এবার সেই পথেই এগোচ্ছে নবান্ন।

আরও পড়ুন: ৫০% অংশীদারিত্ব রয়েছে ভারতের! এই দেশে মিলল কাঁচা তেলের বিরাট ভান্ডারের হদিশ

নবান্নের তরফে যে নির্দেশিকা পাঠানো হয়েছে সেখানে ইতিমধ্যেই জেলা পুলিশ আধিকারিকদের দায়িত্ব বণ্টন করে দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল ও আইজিপিকে বিধাননগর, ব্যারাকপুর ও হাওড়া পুলিশ কমিশনারেটের ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। পশ্চিম জোনের এডিজি ও আইজিপির দায়িত্বে থাকছে আসানসোল-দুর্গাপুর এবং চন্দননগর পুলিশ কমিশনারেট। এবং উত্তরবঙ্গ অঞ্চলের আইজিপিকে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের দায়িত্ব দেওয়া হয়েছে। বদলির নির্দেশ জারি হওয়ার পর সংশ্লিষ্ট এডিজি ও আইজিপিদের আগামী ২৪ জানুয়ারি ২০২৬-এর মধ্যে গৃহীত পদক্ষেপের বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Comment