সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের বাজারে ইউপিআই আসার পর ডিজিটাল পেমেন্টের চিত্র যেন বদলে গিয়েছে। হ্যাঁ, এখন ছোট-বড় সব ধরনের পেমেন্টই মোবাইলের মাধ্যমে হয়। ফোনপে, গুগল পে, পেটিএম এখন সবার জলভাত। তবে এনপিসিআই এবার আনছে বড়সড় পরিবর্তন (UPI Rules)। হ্যাঁ, আগামী 1 অক্টোবর থেকে বন্ধ হয়ে যাবে একটি বিশেষ ফিচার। জানতে হলে প্রতিবেদনটি পড়ুন।
কোন ফিচার বন্ধ হচ্ছে?
জানা যাচ্ছে, আগামী 1 অক্টোবর থেকে পিয়ার-টু-পিয়ার (P2P) কালেক্ট রিকুয়েস্ট ফিচার বন্ধ করতে চলেছে এনপিসিআই। হ্যাঁ, এই ফিচারের মাধ্যমে একজন ইউপিআই ব্যবহারকারী আরেকজন ব্যবহারকারীর কাছ থেকে সরাসরি পেমেন্টের অনুরোধ করতে পারত। অনুরোধ গ্রহণ করলে প্রাপক ইউপিআই পিন দিয়ে টাকা পাঠিয়ে দিতে পারত। পদ্ধতি সহজ মনে হলেও সাম্প্রতিক সময়ে এই ফিচারকে কেন্দ্র করেই প্রতারণার ঘটনা দিনের পর দিন বেড়ে চলেছিল। আর সে কারণেই বন্ধ হচ্ছে এই ফিচার।
Request Money feature discontinuing ❌
NPCI will remove the Collect Money feature on UPI from 1st October! ✅
This is to curb fraud as scammers often misuse it to trick users into approving payments… pic.twitter.com/yNmli563FK
— DealBee Deals (@DealBeeOfficial) August 14, 2025
কীভাবে চলছিল প্রতারণা?
আসলে প্রতারকরা ভুয়ো পরিচয় বা জরুরি পরিস্থিতির কথা বলে ব্যবহারকারীর কাছ থেকে পেমেন্টের রিকুয়েস্ট পাঠাত। অনেকেই অসাবধানতার বসে পড়ে সেই অনুরোধ মেনে টাকা পাঠিয়ে দিত। যদিও এই ফিচারে 2000 টাকা সীমা বাঁধা ছিল, তবুও এতে প্রচুর মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, তা বলার অপেক্ষা রাখে না।
এরপর কী হবে?
বলে দিই, আগামী 1 অক্টোবরের পর থেকে UPI অ্যাপে আর এই অপশন দেখতে পাবে না গ্রাহকরা। পেমেন্ট করতে চাইলে অবশ্যই কিউআর কোড স্ক্যান করতে হবে কিংবা সরাসরি কন্টাক্ট নম্বর সিলেক্ট করেই টাকা পাঠাতে হবে। এর বাইরে অন্য কোনো রিকুয়েস্ট ভিত্তিক পদ্ধতি আর ইউপিআই অ্যাপে থাকবে না। বিশেষজ্ঞরা মনে করছে, এতে ইউপিআই প্রতারণার হার অনেকটাই কমবে।
আরও পড়ুনঃ পুরুলিয়ার রেললাইনে পরপর তিন দেহ! অবশেষে হত্যাকাণ্ডের রহস্যভেদ, গ্রেফতার দুই
তবে আপনি যদি ভেবে থাকেন যে, অনলাইন শপিং কিংবা ফুড ডেলিভারির সময় এই নিয়ম প্রযোজ্য হবে, তা কিন্তু একেবারে নয়। কারণ ফ্লিপকার্ট, অ্যামাজন, সুইগি, আইআরসিটিসি’র মতো মার্চেন্ট সার্ভিসের পেমেন্ট রিকুয়েস্ট আগের মতোই থাকবে। শুধুমাত্র ব্যক্তিগত ব্যবহারকারীদের জন্যই এই নিয়ম বন্ধ হচ্ছে।