সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের বৈদ্যুতিক যানবাহন প্রযুক্তির ক্ষেত্রে এবার বিরাট মাইলফলক ছুঁল Ola Electric। সংস্থার ফ্লাগশিপ ইলেকট্রিক মোটরসাইকেল Roadster X+ সরাসরি সার্টিফিকেসন পেয়েছে। সবথেকে বড় ব্যাপার, এই বাইকটি সম্পূর্ণভাবে Ola-র নিজস্ব প্রযুক্তিতে তৈরি 4680 ‘Bharat Cell’ ব্যাটারি প্যাক দ্বারা চালিত। মঙ্গলবার সংস্থার তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে, Roadster X+ মডেলটি সেন্ট্রাল মোটর ভেহিকেল রুলস 1989 অনুযায়ী ছাড়পত্র পেয়েছে। আর এই অনুমোদন দিয়েছে কেন্দ্রের অধীনস্থ গাড়ি পরীক্ষণ সংস্থা ইন্টারন্যাশনাল সেন্টার ফর অটোমেটিক টেকনোলজি।
ভারতের প্রথম ইন হাউস 4680 সেল চালিত ইলেকট্রিক বাইক
জানিয়ে রাখি, এই সার্টিফিকেসনের সঙ্গে সঙ্গে Roadster X+ এর ডেলিভারি শুরু করবে ওলা ইলেকট্রিক। সংস্থার দাবি অনুযায়ী, এটি ভারতের প্রথম ইলেকট্রিক মোটরসাইকেল হতে চলেছে, যেখানে সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি 4680 ভারত সেল ব্যাটারি ব্যবহার করা হচ্ছে। এদিকে ওলা ইলেকট্রিক বলেছে, এই অনুমোদনের মাধ্যমে আমাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ব্যাটারি এখন স্কুটার ছাড়াও মোটরসাইকেল সেগমেন্টে বিস্তৃত হল।
আরও পড়ুন: ট্রেন লেট হলে মিলবে রকমারি খাবার, নতুন উদ্যোগ নিল রেল
এই সাফল্যকে নিয়ে ওলা ইলেকট্রিকের এক মুখপাত্র বলেছেন, সরাসরি ওলা ইলেকট্রিকের জন্য এটি বিরাট মাইলফলক। এ থেকে প্রমাণ মিলছে, আমরা ভারতে সম্পুর্ন এন্ড-টু-এন্ড ইভি প্রযুক্তি গড়ে তুলতে পেরেছি। এমনকি তিনি আরও জানিয়েছেন, এই বাইকের মাধ্যমে আমরা দীর্ঘ রেঞ্জ, শক্তিশালী পারফরম্যান্স, উন্নত নিরাপত্তা এবং নির্ভরযোগ্যতা দিতে পারছি। আর এটি সম্পূর্ণ আমাদের নিজস্ব সেল এবং ব্যাটারি প্রযুক্তির উপর ভিত্তি করেই তৈরি। ভারতের মোটরসাইকেল নির্ভর দুই চাকার বাজারে ইভি গ্রহণ বাড়ানোর ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
আরও পড়ুন: ১২ মাসে ৬৫টি ছুটি! দেখুন ২০২৬-এ পশ্চিমবঙ্গ সরকারের ছুটির ক্যালেন্ডার
ওলার তরফ থেকে এও জানানো হয়েছে, এই সার্টিফিকেশন দেওয়ার আগে গাড়ির উপর একাধিক পরীক্ষা চালানো হয়েছে। এর মধ্যে রয়েছে যানবাহনের গঠন এবং কার্যকরী নিরাপত্তা, শব্দের মাত্রা, ইলেকট্রোম্যাগনেটিক কম্পাবিলিটি, ব্রেকিং পারফরম্যান্স সহ আরও অনেক কিছু। আর এই সমস্ত পরীক্ষা কেন্দ্রীয় সড়ক পরিবহন এবং মহাসড়ক মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী করা হয়েছে, যা ব্যাটারি চালিত যানবাহনের জন্য বাধ্যতামূলক। এমনকি শুধু বাইক নয়, বরং 9.1 kWh হাই এনার্জি ডেনসিটি ব্যাটারি প্যাক সম্প্রতি ARAI সার্টিফিকেশন পেয়েছে। আর এটি অনুমোদিত হয়েছে AIS-156 Amendment 4 এর নীতিমালা অনুযায়ী।