প্রয়োজনে বিশ্বকাপ বয়কট! দাবি না মানলে ভয়ঙ্কর পদক্ষেপের হুমকি বাংলাদেশের

Bangladesh On 2026 Men’s T20 World Cup new update

বিক্রম ব্যানার্জী, কলকাতা: মুস্তাফিজুর রহমান কাণ্ডে কত কিনা দেখল বিশ্ব ক্রিকেট। টি-টোয়েন্টি বিশ্বকাপ (2026 Men’s T20 World Cup) খেলতে ভারতে দল পাঠানো হবে না বলেই জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশ দলের ম্যাচগুলি ভারত থেকে অন্য দেশে সরিয়ে নিয়ে যাওয়ার আবেদন জানানো হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে। তবে পদ্মা পাড়ের বোর্ডের আবেদন নাকচ করে দিয়েছে ICC। বিশ্ব ক্রিকেট সংস্থা খুব স্পষ্ট করে জানিয়েছে, বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে হলে ভারতেই আসতে হবে। অন্যথায় খোয়াতে হবে পয়েন্ট। এদিকে তাতেও সুর নরম করতে রাজি নয় ওপারের বোর্ড। এরই মাঝে, এবার কার্যত বিশ্বকাপ বয়কটের হুশিয়ারি দিলেন বাংলাদেশ বোর্ডের অন্যতম ডিরেক্টর আসিফ আকবর।

বিশ্বকাপ বয়কট করবে বাংলাদেশ?

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে ভারত থেকে ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়ার আর্জি জানিয়েও লাভ হয়নি। মাঝে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সাথে বিশ্বকাপ নিয়ে গঠনমূলক আলোচনার কথা জানিয়েছিল BCB। তবে বেশ কয়েকটি সূত্র দাবি করছে, এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে ভারতে এসে বিশ্বকাপ খেলা ছাড়া দ্বিতীয় কোনও বিকল্প পথ খোলা নেই। সেই পথে না হাঁটলে বিশ্বকাপ থেকে সরে যেতে হবে তাদের। তাতে লোকসানটাই বেশি হবে ওপার বাংলার টাইগারদের।

অবশ্যই পড়ুন: ‘জমি অধিগ্রহণ, NOC, টেন্ডার নেই!’ হবে না গঙ্গাসাগর সেতু? প্রকাশ্যে বিস্ফোরক তথ্য

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে মুস্তাফিজুর রহমানের বাদ পড়ার ঘটনায় প্রথম দিকে কড়া পদক্ষেপ নিতে চায়নি BCB। তবে মহম্মদ ইউনূস সরকারের তরফে ক্রমাগত চাপের পর শেষ পর্যন্ত ভারতে দল পাঠাতে অস্বীকার করেছে তারা। তাতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বেঁকে বসলেও মাথা নত করতে রাজি নয় ওপারের বোর্ড। ইতিমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অন্যতম ডিরেক্টর আসিফ একেবারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন, প্রয়োজন হলে বিশ্বকাপ বয়কট করবে বাংলাদেশ। তবুও ভারতে এসে খেলবে না।

অবশ্যই পড়ুন: IPL থেকে বাদ পড়তেই লুফে নিল পাকিস্তান, PSL খেলবেন মুস্তাফিজুর, কত টাকা পাবেন?

বাংলাদেশের এক সংবাদমাধ্যমকে আসিফ বলেছেন, “আমরা আগেই আমাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছি। আমাদের কাছে এখন দ্বিতীয় কোনও বিকল্প নেই। মুস্তাফিজুরের ঘটনার পর আমরা ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে সত্যিই উদ্বিগ্ন। সব মাথায় রেখে ভারতে না খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আমরা এই মুহূর্ত শ্রীলঙ্কায় খেলতে পুরোপুরি প্রস্তুত।” এদিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অন্যতম ডিরেক্টর আরও বলেন, “ICC কে আমরা সবটাই জানিয়েছি। তাদের থেকে উত্তর পেলে তবেই পদক্ষেপ নেব।” তবে কথায় কথায় আসিফ বুঝিয়ে দিয়েছেন, ভারতে খেলা এড়িয়ে যেতে যদি বিশ্বকাপ বয়কট করতে হয় তাও করতে রাজি বাংলাদেশ ক্রিকেট বোর্ড!

1 thought on “প্রয়োজনে বিশ্বকাপ বয়কট! দাবি না মানলে ভয়ঙ্কর পদক্ষেপের হুমকি বাংলাদেশের”

Leave a Reply to debettvn Cancel reply