প্রিমিয়াম জমা না দিতে পারেননি? গ্রাহকদের স্বার্থে বিশেষ ক্যাম্পেইন LIC-র

LIC Campaign

সৌভিক মুখার্জী, কলকাতা: যাদের সময় মতো প্রিমিয়াম জমা দিতে না পারার কারণে এলআইসির পলিসি বন্ধ হয়ে গিয়েছে, তাদের জন্য এবার বিরাট সস্তির খবর। কারণ, দেশের বৃহত্তম বীমা সংস্থা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া সম্প্রতি একটি বিশেষ রিভাইভাল ক্যাম্পেইনের (LIC Campaign) আয়োজন করেছে। আর এই বিশেষ উদ্যোগটি চলবে ১ জানুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত, অর্থাৎ টানা দুই মাস ধরে। কিন্তু কী সুবিধা পাওয়া যাবে এই ক্যাম্পেইনে?

কেন আয়োজন করা হল এই ক্যাম্পেইন?

এলআইসির তরফ থেকে জানানো হয়েছে, বহু পলিসি ধারক আর্থিক সমস্যা বা অনিবার্য কোনও পরিস্থিতির কারণে সময় মতো প্রিমিয়াম জমা দিতে পারেনি। সেই কারণে তাদের পলিসি বন্ধ হয়ে গিয়েছে। সেই সমস্ত গ্রাহকদের কথা মাথায় রেখেই এই বিশেষ ক্যাম্পেইন চালু করা হয়েছে, যাতে সহজ শর্তে পুরনো পলিসিগুলিকে ফের চালু করা যায় এবং বীমার সুরক্ষা ফিরে আসে।

আরও পড়ুন: বন্দে ভারত স্লিপারের পর বাংলায় অমৃত ভারত এক্সপ্রেস দিতে চলেছে রেল, কোন রুটে চলবে?

কোন কোন পলিসিতে এই সুবিধা মিলবে?

যেমনটা জানা গিয়েছে, শুধুমাত্র নন লিঙ্কড ব্যক্তিগত জীবন বীমা পলিসি, প্রিমিয়াম দেওয়ার সময়কালে যেগুলি ল্যাপ্সড হয়েছে কিন্তু পলিশের মেয়াদ শেষ হয়নি, এবং প্রথম প্রিমিয়ামের তারিখ থেকে ৫ বছরের মধ্যে থাকা পলিসিগুলি এই ক্যাম্পেইনে সুবিধা পাবে। তবে হ্যাঁ, মেডিকেল বা স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে এখানে কোনওরকম ছাড় দেওয়া হবে না। আর এই ক্যাম্পেইনের সবথেকে বড় আকর্ষণ হল লেট ফিতে ছাড়।

জানা গিয়েছে, নন-লিঙ্কড পলিসির ক্ষেত্রে সর্বোচ্চ ৩০% পর্যন্ত লেট ফিতে ছাড় দেওয়া হবে। আর সেই ছাড়ের অঙ্ক সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত পৌঁছবে। এদিকে মোট ১ লক্ষ টাকা প্রিমিয়াম পর্যন্ত ৩০০০ টাকা ছাড় দেওয়া হবে, আর ১,০০,০০১ টাকা থেকে ৩ লক্ষ টাকা প্রিমিয়ামের ক্ষেত্রে সর্বোচ্চ ৪০০০ টাকা ছাড় দেওয়া হবে। পাশাপাশি ৩ লক্ষ টাকার বেশি প্রিমিয়ামের ক্ষেত্রে সর্বোচ্চ ৫০০০ টাকা ছাড় দেওয়া হবে। তবে মাইক্রো ইন্স্যুরেন্স পলিসির ক্ষেত্রে লেট ফিতে ১০০% ছাড় দেওয়া হবে। অর্থাৎ, কোনও অতিরিক্ত জরিমানা দিতে হবে না।

আরও পড়ুন: এক একটি বন্দে ভারত স্লিপার কোচের দাম কত? কিছুদিন পরেই চলবে হাওড়া থেকে

এলআইসি স্পষ্ট জানিয়েছে, পুরনো পলিসি রিভাইভ করে বীমা সুরক্ষা ফেরানো সবসময় দরকার। আর আমরা চাই, আমাদের পলিসিধারক এবং তাদের পরিবার আর্থিকভাবে সুরক্ষিত থাকুক। বিশেষ করে অল্প টাকার জন্য যাদের পলিসি বন্ধ হয়ে গিয়েছে এবং যারা আবার নতুন পলিসি করতে চান না, পাশাপাশি পরিবারের ভবিষ্যৎ ও আর্থিক সুরক্ষা করতে চান, তাদের জন্য সেরা সুযোগ এই ক্যাম্পেইন।

Leave a Comment