ফিক্সড ডিপোজিটে ৭.২৫% পর্যন্ত রিটার্ন, বিনিয়োগের সেরা সুযোগ দিচ্ছে এই ব্যাঙ্ক

Fixed Deposit

সৌভিক মুখার্জী, কলকাতা: সেপ্টেম্বর মাসের প্রথম দিন থেকেই কিছু কিছু ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটের (Fixed Deposit) সুদের হারে বড়সড় পরিবর্তন এনেছে। সেই সূত্রে ইতিমধ্যেই Yes Bank তাদের ফিক্সড ডিপোজিট রেট পুনঃনির্ধারণ করেছে। আর এই নতুন সুদের হার কার্যকর হয়েছে ৩০ আগস্ট থেকেই। তবে নতুন রেট অনুযায়ী, গ্রাহকরা এবার ৩.২৫% থেকে ৭% পর্যন্ত সুদ পাবে। চলুন জেনে নিই বিস্তারিত।

ইয়েস ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে সুদের হার

এই ব্যাঙ্কটি মূলত বিভিন্ন মেয়াদের ক্ষেত্রে এবার বিভিন্ন রকম সুদের হার ধার্য করেছে। সেগুলি হল—

  • ৭ দিন থেকে ১৪ দিন মেয়াদে ৩.২৫%
  • ১৫ দিন থেকে ৪৫ দিন মেয়াদে ৩.৫০%
  • ৪৬ দিন থেকে ৯০ দিন মেয়াদে ৪.৫০%
  • ৯১ দিন থেকে ১২০ দিন মেয়াদে ৪.৭৫%
  • ১২১ দিন থেকে ১৮০ দিন মেয়াদে ৪.৭৫%
  • ১৮১ দিন থেকে ২৭১ দিন ৬%
  • ২৭২ দিন থেকে ১২ মাসের কম মেয়াদে ৬.৫%
  • ১২ মাস মেয়াদের জন্য ৬.৬৫%
  • ১২ মাস ১ দিন থেকে ১৮ মাসের কম মেয়াদের জন্য ৬.৭৫%
  • ১৮ মাস ১ দিন থেকে ২৪ মাসের কম মেয়াদের ক্ষেত্রে ৭%
  • ২৪ মাস থেকে ৩৬ মাসের কম মেয়াদের ক্ষেত্রে ৭%
  • ৩৬ মাস থেকে ৬০ মাসের কম মেয়াদের ক্ষেত্রে ৭%
  • ৬০ মাস মেয়াদের ক্ষেত্রে ৬.৭৫%
  • ৬০ মাস ১ দিন থেকে ১২০ মাস মেয়াদের ক্ষেত্রে ৬.৭৫%

এক্ষেত্রে উল্লেখ করার বিষয়, সিনিয়র সিটিজেন অর্থাৎ প্রবীণ নাগরিকরা সমস্ত মেয়াদে ০.৫০% অতিরিক্ত সুদ পাবে, আর ৩৬ মাস থেকে ৬০ মাস পর্যন্ত মেয়াদে অতিরিক্ত ০.৭৫% সুদ দেওয়া হবে।

অন্যান্য প্রাইভেট ব্যাঙ্কগুলির এফডি রেট

প্রসঙ্গত, HDFC ব্যাঙ্কের ক্ষেত্রে ৭ দিন থেকে ১০ বছরের এফডিতে ২.৭৫% থেকে ৬.৬০% পর্যন্ত সুদ দেওয়া হচ্ছে। আর সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে অতিরিক্ত ০.২৫% সুদ মিলছে।

ICICI ব্যাঙ্কের ক্ষেত্রে ৩০ আগস্ট থেকে নতুন রেট কার্যকর হয়েছে। বর্তমানে তারা ২.৭৫% থেকে ৬.৭% সুদ দিচ্ছে। আর পাঁচ বছরের ফিক্সড ডিপোজিটে কর ছাড়ও প্রযোজ্য। পাশাপাশি সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে ৭.১০% হারে সুদ দেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ প্রতিমাসে মিলবে ৩০০০ টাকা পেনশন! e-Shram কার্ডের SMS পেলেন?

কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের ক্ষেত্রে ২০ আগস্ট থেকে নতুন রেট কার্যকর করা হয়েছে। তারাও এখন ২.৫% থেকে ৬.৬০% পর্যন্ত সুদ দিচ্ছে।

অ্যাক্সিস ব্যাঙ্ক ৩০ আগস্ট থেকে নতুন রেট কার্যকর করেছে। তারা ৩% থেকে ৬.৬০% হারে সুদ দিচ্ছে। আর ৭ দিন থেকে ১০ বছরের মেয়াদে এই ব্যাঙ্কে বিনিয়োগ করা যাবে।

Leave a Comment