বছরের অর্ধেক দিনই বন্ধ! দেখুন ২০২৬-র ব্যাঙ্কের ছুটির তালিকা

2026 Bank Holidays

সৌভিক মুখার্জী, কলকাতা: ২০২৫ শেষ হয়ে শুরু হয়েছে ২০২৬। নতুন বছরের শুরুতেই সাধারণ মানুষের জন্য সবথেকে বড় বিষয় হল ব্যাঙ্ক কবে কবে বন্ধ থাকবে। কারণ, উৎসব, রাজ্যভিত্তিক ছুটি আর জাতীয় দিবসের জন্য প্রতি মাসে একাধিক দিন ব্যাঙ্ক বন্ধ থাকে। ইতিমধ্যেই ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ২০২৬ সালে রাজ্যভিত্তিক ছুটির তালিকা প্রকাশ করেছে (2026 Bank Holidays)। তাই ব্যঙ্কে যাওয়ার আগে অবশ্যই ছুটির তালিকা দেখে নেওয়া বুদ্ধিমানের কাজ। চলুন দেখে নেওয়া যাকম ২০২৬ সালে মাস ভিত্তিক কোন কোন রাজ্যে কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকছে।

জানুয়ারি মাস

জানুয়ারি মাসে ব্যাঙ্কের ছুটি রয়েছে নিম্নলিখিত দিনগুলিতে—

  • ১ জানুয়ারি সারা দেশে ব্যাঙ্ক বন্ধ
  • ২ জানুয়ারি কেরল এবং মিজোরামে নতুন বছর উদযাপন ও মন্নম জয়ন্তী উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ।
  • ৩ জানুয়ারি হযরত আলীর জন্মদিন উপলক্ষে উত্তরপ্রদেশে ব্যাঙ্ক বন্ধ।
  • ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ।
  • ১৪ জানুয়ারি অসম, উড়িষ্যা, অরুনাচল প্রদেশ, গুজরাটে মকর সংক্রান্তি উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ।
  • ১৫ জানুয়ারি তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা সংক্রান্তি বা মকর সংক্রান্তিতে ব্যাঙ্ক বন্ধ।
  • ১৬ এবং ১৭ জানুয়ারি তামিলনাড়ুতে যথাক্রমে থিরুভাল্লুভর দিবস ও উঝাভার তিরুণাম দিবস উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ।
  • ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন এবং সরস্বতী পূজা উপলক্ষে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং ত্রিপুরায় ব্যাঙ্ক বন্ধ।
  • ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবস উপলক্ষে গোটা দেশে ব্যাঙ্ক বন্ধ।

ফেব্রুয়ারি মাস

জানুয়ারি মাসে ব্যাঙ্কের ছুটি রয়েছে নিম্নলিখিত দিনগুলিতে—

  • ১৮ ফেব্রুয়ারি লোসার উপলক্ষে সিকিমে ব্যাঙ্ক বন্ধ।
  • ১৯ ফেব্রুয়ারি মহারাষ্ট্রে ছত্রপতি শিবাজীর জন্মদিন উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ।
  • ২০ তারিখ ছত্রপতি শিবাজীর জন্মদিন উপলক্ষে মিজোরাম ও অরুণাচল প্রদেশে ব্যাঙ্ক বন্ধ।

মার্চ মাস

জানুয়ারি মাসে ব্যাঙ্কের ছুটি রয়েছে নিম্নলিখিত দিনগুলিতে—

  • ২ মার্চ হোলিকা দহন উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ।
  • ৩ মার্চ হোলি বা দোলযাত্রা উপলক্ষে মহারাষ্ট্র, সিকিম, অসম, তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ, রাজস্থান, গোয়া, বিহার, ছত্তিশগড় ও অন্ধ্রপ্রদেশের ব্যাঙ্ক বন্ধ।
  • ৪ মার্চ হোলি উপলক্ষে ত্রিপুরা, গুজরাট, মিজোরাম, উড়িষ্যা, মনিপুর, অরুণাচল প্রদেশ, জম্মু-কাশ্মীর, উত্তরপ্রদেশ, নয়াদিল্লি, ঝাড়খন্ড, বিহার, ছত্তিশগড়, মেঘালয়, হিমাচল প্রদেশে ব্যাঙ্ক বন্ধ।
  • ১৭ মার্চ শাব-ই-কদর উপলক্ষে জম্মুতে ব্যাঙ্ক বন্ধ।
  • ১৯ মার্চ মহারাষ্ট্র, কর্নাটক, তামিলনাড়ু, তেলেঙ্গানা, মণিপুর, গোয়া, জম্মু এবং অন্ধ্রপ্রদেশে ব্যাঙ্ক বন্ধ।
  • ২০ মার্চ ঈদুল ফিতর উপলক্ষে জম্মু, কেরল ও অন্ধ্রপ্রদেশের ব্যাঙ্ক বন্ধ।
  • ২১ মার্চ গোটা দেশে ঈদুল ফিতর উপলক্ষে ছুটি।
  • ২৬ মার্চ রামনবমী উপলক্ষে গুজরাট, মিজোরাম, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, উত্তর প্রদেশ, রাজস্থান, ঝাড়খন্ড, হিমাচল প্রদেশে ব্যাঙ্ক বন্ধ।
  • পাশাপাশি দ্বিতীয় দিন অর্থাৎ ২৭ মার্চ উড়িষ্যা, সিকিম, তেলেঙ্গানা, বিহার, অন্ধ্রপ্রদেশের ব্যাঙ্ক বন্ধ।
  • ৩১ মার্চ পশ্চিমবঙ্গ, উত্তর প্রদেশ, তামিলনাড়ু, রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র, কর্নাটক, দিল্লি, বিহার, ঝাড়খন্ড এবং ছত্তিশগড়ে ব্যাঙ্ক বন্ধ।

এপ্রিল মাস

জানুয়ারি মাসে ব্যাঙ্কের ছুটি রয়েছে নিম্নলিখিত দিনগুলিতে—

  • ১ এপ্রিল ব্যাঙ্কের ক্লোজিং অফ অ্যাকাউন্টস উপলক্ষে দেশ জুড়ে ব্যাঙ্ক বন্ধ।
  • ২ এপ্রিল কেরলে ব্যাঙ্ক বন্ধ।
  • ৩ এপ্রিল গুড ফ্রাইডে উপলক্ষে দেশজুড়ে ব্যাঙ্ক বন্ধ।
  • ১৪ এপ্রিল বাংলা নববর্ষ উপলক্ষে বাংলায় ব্যাঙ্ক বন্ধ।
  • ১৬ এপ্রিল বিহুর কারণে অসমে ব্যাঙ্ক বন্ধ।
  • ২০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার জন্য কর্নাটকে ব্যাঙ্ক বন্ধ।
  • ২১ এপ্রিল গড়িয়া পূজা উপলক্ষে ত্রিপুরায় ব্যাঙ্ক বন্ধ।

মে মাস

জানুয়ারি মাসে ব্যাঙ্কের ছুটি রয়েছে নিম্নলিখিত দিনগুলিতে—

  • ১ মেয়ে মে দিবস উপলক্ষে গোটা দেশে ব্যাঙ্ক বন্ধ।
  • ৯ মে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে বাংলায় ব্যাঙ্ক বন্ধ।
  • ১৬ মে সিকিমের রাজ্য দিবস উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ।
  • ২৬ মে কাজী নজরুল ইসলামের জন্ম দিবস উপলক্ষে ত্রিপুরায় ব্যাঙ্ক বন্ধ।
  • ২৭ এবং ২৮ মে বকরি ঈদ উপলক্ষে গোটা দেশে ব্যাঙ্ক বন্ধ।

জুন মাস

জানুয়ারি মাসে ব্যাঙ্কের ছুটি রয়েছে নিম্নলিখিত দিনগুলিতে—

  • ১৫ জন মিজোরাম এবং উড়িষ্যায় রাজা সংক্রান্তি উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ।
  • ২৫ জুন মহরম উপলক্ষে অন্ধ্রপ্রদেশে ব্যাঙ্ক বন্ধ।
  • ২৬ জুন মহরম উপলক্ষে ত্রিপুরা, মিজোরাম, মহারাষ্ট্র, জম্মু-কাশ্মীর, উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ, দিল্লি, কর্ণাটক, তামিলনাড়ু, বিহার, ঝাড়খন্ডে ব্যাঙ্ক বন্ধ।
  • ৩০ জুন মিজোরামে রেমনা নি উৎসব উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ।

জুলাই মাস

জানুয়ারি মাসে ব্যাঙ্কের ছুটি রয়েছে নিম্নলিখিত দিনগুলিতে—

  • ৬ জুলাই MHIP ডে উপলক্ষে মিজোরাম ব্যাঙ্ক বন্ধ।
  • ৯ জুলাই MHIP ডে উপলক্ষে ব্যাঙ্ক খোলা থাকবে না মেঘালয়ে।
  • ১৬ জুলাই রথযাত্রা উপলক্ষে উড়িষ্যা ও মনিপুরে ব্যাঙ্ক বন্ধ।
  • ১৭ জুলাই টিরট সিংয়ের প্রয়াণবার্ষিকী উপলক্ষে মেঘালয়ে ব্যাঙ্ক বন্ধ।
  • ১৮ জুলাই সিকিমে স্থানীয় উৎসব উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ।
  • ২২ জুলাই ত্রিপুরায় খরচি পূজা উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ।

আরও পড়ুন: সরকারের এক সিদ্ধান্তে ১১,০০০ কোটির ক্ষতি LIC-র!

আগস্ট মাস

জানুয়ারি মাসে ব্যাঙ্কের ছুটি রয়েছে নিম্নলিখিত দিনগুলিতে—

  • ৪ আগস্ট কের পুজো উপলক্ষে ত্রিপুরায় ব্যাঙ্ক বন্ধ।
  • ৮ আগস্ট স্থানীয় উৎসব উপলক্ষে সিকিমে ব্যাঙ্ক বন্ধ।
  • ১৩ জানুয়ারি দেশ প্রেমিক দিবস উপলক্ষে মনিপুরে ব্যাঙ্ক বন্ধ।
  • ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে গোটা দেশে ব্যাঙ্ক বন্ধ।
  • ১৯ আগস্ট মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মতিথি উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ।
  • ২৫ আগস্ট নবী মহম্মদের জন্ম দিবস উপলক্ষে কেরল এবং অন্ধ্রপ্রদেশে ব্যাঙ্ক বন্ধ।
  • ২৬ আগস্ট বিহার, ঝাড়খন্ড, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, কেরালা, তামিলনাড়ু, তেলেঙ্গানা, মণিপুর, জম্মু-কাশ্মীরে একই কারণে ব্যাঙ্ক বন্ধ।
  • ২৮ আগস্ট রাখি পূর্ণিমা উপলক্ষে গুজরাট, সিকিম, রাজস্থান, উত্তর প্রদেশ, কেরালা, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীরে ব্যাঙ্ক বন্ধ।

সেপ্টেম্বর মাস

জানুয়ারি মাসে ব্যাঙ্কের ছুটি রয়েছে নিম্নলিখিত দিনগুলিতে—

  • ৪ সেপ্টেম্বর জন্মাষ্টমী উপলক্ষে গুজরাট, মিজোরাম, তামিলনাড়ু, সিকিম, তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ, বিহার, ছত্তিশগড়, ঝাড়খন্ড, মেঘালয়, হিমাচল প্রদেশে ব্যাঙ্ক বন্ধ।
  • ১২ সেপ্টেম্বর অসমে শ্রীমন্ত শংকরদেবার তিরুভাব তিথি উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ।
  • ১৪ সেপ্টেম্বর গণেশ চতুর্থী উপলক্ষে মহারাষ্ট্র, কর্নাটক, ওড়িশা, তামিলনাড়ু, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ এবং গোয়ায় ব্যাঙ্ক বন্ধ।
  • ১৫ সেপ্টেম্বর গণেশ চতুর্থীর দ্বিতীয় দিন উপলক্ষে গুজরাট, উড়িষ্যা, গোয়ায় ব্যাঙ্ক বন্ধ।
  • ২১ সেপ্টেম্বর শ্রীমন্ত শংকরদেবার জন্মোৎসব উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ।
  • ২৩ সেপ্টেম্বর জম্মুতে মহারাজা হরি সিংয়ের জন্মদিবস উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ।
  • ২৫ সেপ্টেম্বর ইন্দো যাত্রা উপলক্ষে সিকিমে ব্যাঙ্ক বন্ধ।

আরও পড়ুন: ভেনেজুয়েলায় হামলা আমেরিকার, ‘প্রেসিডেন্ট মাদুরোকে আটক করেছি’ দাবি ট্রাম্পের

অক্টোবর মাস

জানুয়ারি মাসে ব্যাঙ্কের ছুটি রয়েছে নিম্নলিখিত দিনগুলিতে—

  • ২ অক্টোবর গান্ধীজয়ন্তী উপলক্ষে সারা দেশে ব্যাঙ্ক বন্ধ। তবে মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড এবং জম্মু ও কাশ্মীরে ব্যাঙ্ক খোলা থাকবে।
  • মহালয়ের দিনে কর্ণাটক এবং বাংলায় ব্যাঙ্ক বন্ধ।
  • ১৭ অক্টোবর মহা সপ্তমী উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ ত্রিপুরায়।
  • ১৯, ২০ এবং ২১ অক্টোবর দুর্গাপূজা উপলক্ষে বাংলা সহ বিভিন্ন রাজ্যের ব্যাঙ্ক বন্ধ।
  • ২০ অক্টোবর মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম, মনিপুর, জম্মু কাশ্মীর, চন্ডিগড় বাদে সমস্ত রাজ্য ব্যাঙ্ক বন্ধ।
  • ২১ অক্টোবর ত্রিপুরা, কর্ণাটক, সিকিম, অসম, কেরালা, পশ্চিমবঙ্গে ব্যাঙ্ক বন্ধ।
  • ২২ অক্টোবর সিকিমে দসাইন উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ।
  • ২৬ অক্টোবর লক্ষ্মী পূজা উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ।
  • ২৯ অক্টোবর করবা চৌথ উপলক্ষে হিমাচল প্রদেশে ব্যাঙ্ক বন্ধ।
  • ৩১ অক্টোবর সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিবস উপলক্ষে গুজরাটে ব্যাঙ্ক বন্ধ।

নভেম্বর মাস

জানুয়ারি মাসে ব্যাঙ্কের ছুটি রয়েছে নিম্নলিখিত দিনগুলিতে—

  • ৯ নভেম্বর দিওয়ালি উপলক্ষে ত্রিপুরা, সিকিম, মনিপুর, রাজস্থান, উত্তরপ্রদেশে ব্যাঙ্ক বন্ধ।
  • ১০ নভেম্বর দিওয়ালি উপলক্ষে গোটা দেশের ব্যাঙ্ক বন্ধ।
  • ১১ নভেম্বর লক্ষ্মীপূজো উপলক্ষে সিকিম, পশ্চিমবঙ্গ, মনিপুর, উত্তর প্রদেশ, হিমাচল প্রদেশের ব্যাঙ্ক বন্ধ।
  • ১৩ নভেম্বর মেঘালয়ে ওয়াঙ্গালা উৎসব উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ।
  • ১৬ নভেম্বর ছট পুজো উপলক্ষে বিহার, ঝাড়খন্ডে ব্যাঙ্ক বন্ধ।
  • ২৩ নভেম্বর স্থানীয় উৎসব উপলক্ষে মেঘালয় ব্যাঙ্ক বন্ধ।
  • ২৪ নভেম্বর গুরু নানকের জন্মদিন উপলক্ষে মিজোরাম, মহারাষ্ট্র, উড়িষ্যা, তেলেঙ্গানা, অরুণাচল প্রদেশ, পশ্চিমবঙ্গ, রাজস্থান, জম্মু-কাশ্মীর, ছত্তিশগড়, ঝারখণ্ড, হিমাচল প্রদেশের ব্যাঙ্ক বন্ধ।
  • ২৭ নভেম্বর কণকদশা জাতীয় জয়ন্তী উপলক্ষে কর্নাটকে ব্যাঙ্ক বন্ধ।

আরও পড়ুন: মহারাষ্ট্রে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৬৮ আসন দখল বিজেপি-শিবসেনা জোটের

ডিসেম্বর মাস

জানুয়ারি মাসে ব্যাঙ্কের ছুটি রয়েছে নিম্নলিখিত দিনগুলিতে—

  • ১ ডিসেম্বর অন্ধ্রপ্রদেশ এবং নাগাল্যান্ডের রাজ্য দিবস উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ।
  • ৩ ডিসেম্বর সেন্ট ফ্রান্সিস জেভিয়ার ফিস্ট উপলক্ষে গোয়ায় ব্যাঙ্ক বন্ধ।
  • ৯, ১০ এবং ১১ ডিসেম্বর সিকিমে লুসুং উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ।
  • ১২ এবং ১৮ ডিসেম্বর মেঘালয়ে ব্যাঙ্ক বন্ধ।
  • ১৯ ডিসেম্বর গোয়ায় সমস্ত ব্যাঙ্ক বন্ধ।
  • ২৪ ডিসেম্বর ক্রিসমাস ইভ উপলক্ষে মিজোরাম, নাগাল্যান্ড এবং মেঘালয়ে ব্যাঙ্ক বন্ধ।
  • ২৫ ও ২৬ ডিসেম্বর ক্রিসমাস উপলক্ষে গোটা দেশে ব্যাঙ্ক বন্ধ।
  • ৩০ ডিসেম্বর মেঘালয়ে ব্যাঙ্ক বন্ধ।
  • ৩১ ডিসেম্বর নিউ ইয়ার্স ইভ উপলক্ষে মিজোরামে ব্যাঙ্ক বন্ধ।

Leave a Comment