সৌভিক মুখার্জী, কলকাতা: সিবিএসই বোর্ডের জন্য বড় আপডেট। কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড এবার ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে দশম শ্রেণীর বোর্ড পরীক্ষার ক্ষেত্রে বড় পরিবর্তনের (CBSE Board New Rules) কথা ঘোষণা করল। জানা যাচ্ছে, এবার বোর্ড পরীক্ষা দু’বছরে দুবার অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের চাপ কমানোর জন্য ও একাডেমিক পারফরম্যান্স উন্নত করার জন্যই সিদ্ধান্ত।
উভয় বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক
নতুন নির্দেশিকা অনুযায়ী, ২০২৬ সাল থেকে দশম শ্রেণীর বোর্ড পরীক্ষা এবার থেকে দু’বার অনুষ্ঠিত হবে। এমনকি সিবিএসই বোর্ডের তরফ থেকে স্পষ্ট বলা হয়েছে, প্রতিটি শিক্ষার্থীকেই প্রথম বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। আর প্রথম পরীক্ষায় শিক্ষার্থীদের কমপক্ষে তিনটি বিষয়ে অংশ নিতেই হবে। নাহলে দ্বিতীয় পরীক্ষা দেওয়া যাবে না। কোনও শিক্ষার্থী প্রথম বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করতে ব্যর্থ হলে বা তিনটি বিষয়ে যদি পাস করতেও ব্যর্থ হয়, তাহলেও তাকে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে না।
এদিকে দ্বিতীয় সিবিএসই বোর্ড পরীক্ষাকে উন্নতির পরীক্ষা হিসেবেই বিবেচনা করা হচ্ছে। সেক্ষেত্রে শিক্ষার্থীদের সর্বোচ্চ তিনটি বিষয়ে অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে। আর এই নিয়মের লক্ষ্য হল শিক্ষার্থীদের শুধুমাত্র সেই বিষয়গুলির প্রতি মননিবেশ করানো, যাতে তাদের ক্রেডিট স্কোর আরও উন্নত হয়। পাশাপাশি বলে রাখি, উভয় পরীক্ষার সর্বোচ্চ নম্বরই বোর্ডের চূড়ান্ত মার্কশিটে গণনা করা হবে।
ডিজিটাল পরীক্ষা এবং ফি বৃদ্ধি
এদিকে পরীক্ষার প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নির্ভুলতা নিশ্চিত করার জন্য সিবিএসই ডিজিটাল মূল্যায়নের প্রস্তুতি নিচ্ছে। আর এই উদ্যোগের আওতায় উত্তরপত্রের প্রতিটি পৃষ্ঠায় একটি করে বার কোড দেওয়া থাকবে। এতে পরীক্ষার্থীদের সঠিক শনাক্তকরণ নিশ্চিত করা যাবে। পাশাপাশি ডিজিটাল মূল্যায়নের জন্য ইতিমধ্যে একটি পাইলট প্রকল্প চালু হয়েছে। এখন বছরে দু’টি বোর্ড পরীক্ষা আর দু’টি মূল্যায়নের সাথে সিবিএসসি উত্তরপত্র পরীক্ষার জন্য ফিও বাড়াতে হতে পারে। তবে এ বিষয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
আরও পড়ুনঃ শেষ মুহূর্তে ৮০% রিটার্ন, এমার্জেন্সিতে সম্পূর্ণ টাকা ফেরত! বিমানের টিকিটে আসছে নয়া নিয়ম
উল্লেখ্য, সিবিএসই বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ডঃ সান্যম ভরদ্বাজ জানিয়েছেন, বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য শিক্ষার্থীদের অবশ্যই ৭৫% উপস্থিতি বাধ্যতামূলক। আর সিবিএসই স্কুলগুলিকে নতুন নিয়ম এবং পরীক্ষা কাঠামো সম্পর্কে শিক্ষার্থী এবং অভিভাবকদের অবগত করতে হবে। কম উপস্থিতির কারণে শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণ করার ক্ষেত্রে বাধাও দেওয়া হতে পারে।