বছরে মিলবে ৫ লক্ষ টাকা চিকিৎসার সুবিধা, এভাবে বাড়ি বসেই বানিয়ে নিন আয়ুষ্মান কার্ড

Ayushman Card

সৌভিক মুখার্জী, কলকাতা: স্বাস্থ্য পরিষেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য কেন্দ্র সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প হল আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। এই প্রকল্পের আওতায় পরিবারগুলোকে বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা সুবিধা দেওয়া হয় সম্পূর্ণ বিনামূল্যে। তবে এখন এই কার্ড (Ayushman Card) বানানোর জন্য অনলাইনে দাঁড়ানোর বা অফিসে যাওয়ার কোনও ঝামেলা নেই। আয়ুষ্মান অ্যাপ থেকেই সহজে তা বানিয়ে নেওয়া যাচ্ছে। কীভাবে? জানুন এই প্রতিবেদনে।

আয়ুষ্মান অ্যাপ কী?

বলে রাখা ভালো, আয়ুষ্মান অ্যাপ ন্যাশনাল হেলথ অথরিটি পরিচালিত একটি সরকারি মোবাইল অ্যাপ। এর মাধ্যমে আয়ুষ্মান যোজনায় নিজের নাম আছে কিনা তা যাচাই করা যায়, পরিবারের সদস্যদের তালিকা দেখা যায় এবং e-KYC সম্পন্ন করা যায়। সবথেকে বড় ব্যাপার, এই অ্যাপের মাধ্যমে আয়ুষ্মান কার্ড সরাসরি ডাউনলোড করা যায়। আর অ্যাপটি প্লে স্টোর এবং অ্যাপ স্টোরে উপলব্ধ।

আয়ুষ্মান কার্ডের যোগ্যতা কীভাবে যাচাই করবেন?

আয়ুষ্মান কার্ডের যোগ্যতা যাচাই করার জন্য আপনাকে নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করতে হবে—

  • প্রথমে আপনার ফোন থেকে আয়ুষ্মান অ্যাপটি ডাউনলোড করুন।
  • তারপর অ্যাপ খুলে লগইন বাটনে ক্লিক করুন।
  • এরপর Login As অপশনে গিয়ে Beneficiary অপশনটিতে ক্লিক করুন।
  • এরপর নিজের মোবাইল নম্বর এবং ক্যাপচা কোড লিখে ওটিপি-তে ক্লিক করুন।
  • এরপর ওটিপি দিয়ে লগইন করুন।
  • তারপর আপনার সামনে একটি ফর্ম খুলবে। সেখানে PMJAY স্কিম সিলেক্ট করতে হবে।
  • তারপর নিজের রাজ্য সিলেক্ট করতে হবে।
  • এরপর সাবস্কিম হিসেবে PMJAY সিলেক্ট করতে হবে।
  • এরপর আধার নম্বর, রেশন কার্ড নম্বর বা PMJAY নম্বর দিয়ে সার্চ করতে হবে।

যদি আপনি যোগ্য হন, তাহলে পরবর্তী ধাপে যেতে পারবেন। আর যদি যোগ্য না হন, তাহলে স্ক্রিনে “No beneficiary found” মেসেজ লেখা দেখাবে।

আরও পড়ুন: ৩১ ডিসেম্বর বন্ধ হবে রাজ্য সরকারের এই প্রকল্প, মহিলাদের ১০,০০০ টাকা পাওয়ার শেষ সুযোগ

কীভাবে কার্ড ডাউনলোড করবেন?

যোগ্যতা যাচাই করার পর আপনার এবং আপনার পরিবারের সদস্যদের নাম দেখা যাবে। যাদের আগে থেকেই কার্ড তৈরি করা আছে, তাদের নামের পাশে সবুজ রংয়ের “Download Card” লেখা অপশন দেখা যাবে। আর যাদের e-KYC সম্পন্ন করা হয়নি, তাদের নামের পাশে “Do e-KYC” লেখা থাকবে। কার্ড ডাউনলোড করতে গেলে আগে e-KYC করা বাধ্যতামূলক।

কীভাবে e-KYC করবেন?

e-KYC করার জন্য আপনাকে নিজের নামের পাশে থাকা “Do e-KYC” অপশনে ক্লিক করে অথেন্টিকেট অপশনে গিয়ে আধার ওটিপি যাচাই করতে হবে। তারপর আপনার আধারের সঙ্গে যুক্ত মোবাইলে ওটিপি আসবে। সেটিকে ইনপুট করতে হবে। তারপর মোবাইল ওটিপি যাচাই করে নিতে হবে। তারপর আপনাকে নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করতে হবে—

  • নিজের আধার নম্বরটি লিখতে হবে।
  • Consent ফর্ম অপশনটিতে ক্লিক করতে হবে।
  • এবার মোবাইল ওটিপি এবং আধার ওটিপি দিতে হবে।
  • এরপর নিজের একটি লাইভ ছবি তুলে আপলোড করতে হবে।
  • এরপর প্রয়োজনীয় তথ্য পূরণ করে সাবমিট অপশনে ক্লিক করলে আপনার e-KYC সম্পন্ন হয়ে যাবে।

আরও পড়ুন: পৌষমেলায় হাওড়া থেকে চলবে স্পেশাল ট্রেন! জানুন সময়সূচি ও স্টপেজ

e-KYC সফল হয়ে গেলে আবার অ্যাপে নিজের নামের পাশে থাকা “Download Card” অপশনটিতে ক্লিক করে পিডিএফ ফরম্যাটে আপনার আয়ুষ্মান কার্ড ডাউনলোড করে নিতে হবে। তবে ভবিষ্যতের জন্য মোবাইলে বা প্রিন্ট আউট করে রাখতে পারেন। এর মাধ্যমে বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সুবিধা পাবেন, যেটি সরকারি বা বেসরকারি উভয় হাসপাতালের জন্যই অন্তর্ভুক্ত।

Leave a Comment