সৌভিক মুখার্জী, কলকাতা: পশ্চিমবঙ্গ সরকারের চালু করা সবথেকে জনপ্রিয় স্কলারশিপের মধ্যে একটি হল ওয়েসিস স্কলারশিপ (Oasis Scholarship)। তবে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে যে সমস্ত ছাত্রছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদন করছে তাদের জন্য একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য সরকার। কী বলা হয়েছে সেই আপডেটে? জানতে হলে চোখ রাখুন এই প্রতিবেদনটির উপর।
ওয়েসিস স্কলারশিপের বড়সড় আপডেট
প্রথমেই বলে রাখি, রাজ্য সরকারের এই ওয়েসিস স্কলারশিপ মূলত ওবিসি ছাত্র-ছাত্রীদের জন্যই দেওয়া হয়। তবে যারা আগের কাস্ট সার্টিফিকেট অর্থাৎ ওবিসি সার্টিফিকেট দিয়ে এই নতুন ওয়েসিস স্কলারশিপে আবেদন করবেন বলে ভাবছেন তাদের জন্যই নতুন আপডেট নিয়ে আসা হয়েছে। আগের কাস্ট সার্টিফিকেট এবার পুনঃবৈধকরণ বা রিভ্যালিডেশন করতে হবে। একমাত্র নতুন কাস্ট সার্টিফিকেট দিয়েই এই স্কলারশিপে আবেদন করা যাবে।
বলাবাহুল্য, যে সমস্ত ওবিসি প্রার্থীদের ওবিসি-এ থেকে ওবিসি-বি সম্প্রদায়ে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং ওবিসি-বি থেকে ওবিসি-এ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করা হয়েছে, তাদেরকে এবার নতুন সার্টিফিকেট দিয়ে আবেদন করতে হবে। আর পুরনো সার্টিফিকেট দিলে আবেদন বাতিল হবে। এমনকি নতুন ওবিসি লিস্ট অনুযায়ী স্কলারশিপে আবেদন করার জন্য ওবিসি-এ নাকি ওবিসি-বি তাও সিলেক্ট করতে হবে। পাশাপাশি যে সমস্ত জেনারেল শ্রেণীর প্রার্থীদের ওবিসি লিস্টে অন্তর্ভুক্ত করা হয়েছে, তাদেরকেও সার্টিফিকেট দেখাতে হবে।
বলে রাখি, যে সমস্ত ওবিসি ছাত্র-ছাত্রীদের ১ আগস্ট, ২০২৫ এর আগে কাস্ট সার্টিফিকেট ইস্যু করা হয়েছে তাদেরকে কাস্ট সার্টিফিকেটের অফিসিয়াল পোর্টালে গিয়ে আবার নতুন করে জাতিগত সংসপত্র বা কাস্ট সার্টিফিকেট যাচাই করতে হবে। সার্টিফিকেট পুনঃবৈধকরণ করার পরেই কিউআর কোড এবং ডিজিটাল সাইনযুক্ত একটি নতুন সার্টিফিকেট দেওয়া হবে। সেই সার্টিফিকেট দিয়ে আবেদন করতে হবে।
আরও পড়ুনঃ মাসে মিলবে ১৫,০০০! ইন্টার্নশিপের দারুণ সুযোগ দিচ্ছে Zomato
কীভাবে করবেন পুনঃবৈধকরণ বা রিভ্যালিডেশন?
ওবিসি সার্টিফিকেট রিভ্যালিডেশন করতে গেলে প্রথমে কাস্ট সার্টিফিকেটের পোর্টালে যেতে হবে। সেখানে গিয়ে অনলাইনের মাধ্যমে সরাসরি আবেদন করতে পারবেন। তবে সঙ্গে নিজের ও বাবার ভোটার আইডি কার্ড, বসবাসের প্রমাণপত্র, গত তিন বছরের পরিবারের আয়ের সার্টিফিকেট এবং দুইজন সাক্ষী ভোটার কার্ড ও আসল সার্টিফিকেট জমা দিতে হবে। কিন্তু হ্যাঁ, ২০১০ সালের আগে তালিকাভুক্ত জাতির জন্য এসডিও অফিসে গিয়ে সরাসরি আবেদন করতে হবে আর ২০১০ সালের পরে যাদের ইস্যু হয়েছে, তাদেরকে আবেদনপত্র নিয়ে গিয়ে বিডিও অফিসে জমা দিতে হবে। কিন্তু যাদের আগে থেকে কোনও কাস্ট সার্টিফিকেট নেই তারা সরাসরি অনলাইনে আবেদন করে নিতে পারবে।