বদলে গেল ফ্লাইটে লাগেজের নিয়ম! না জানলেই হবে মোটা অঙ্কের ফাইন

সৌভিক মুখার্জী, কলকাতা: বিমানে চড়ার আগে সাবধান! হ্যাঁ, এবার বদলে গেল ফ্লাইট লাগেজের নিয়ম (Flight Baggage Rules)। অনেকেই হয়তো জানেই না যে, ভারতের অসামরিক বিমান চলাচল নিরাপত্তা সমস্ত এবার ব্যাগ নিয়ে কিছু নতুন নিয়ম জারি করেছে। সবথেকে বড় কথা, এবার যাত্রীদের কেবলমাত্র একটি হ্যান্ডব্যাগ বা কেবিন ব্যাগ নিয়ে বিমানের ওঠার অনুমতি দেওয়া হবে। তাও আবার সর্বোচ্চ 7 কেজি ওজনের। চলুন বিস্তারিত জেনে নিই এই সম্পর্কে।

কেন আনা হল এরকম নিয়ম?

সম্প্রতি BCAS-র তরফ থেকে জানানো হয়েছে, দিনের পর দিন যাত্রী সংখ্যা বাড়ছে। সেই সঙ্গে নিরাপত্তা এবং বিমানবন্দরের কার্যপ্রণালীকে আরো স্বচ্ছ করার জন্যই এই উদ্যোগ। এখন থেকে ব্যাগ চেকিং করা হবে আরও কঠোরভাবে। বিশেষ করে CISF জওয়ান এবং অন্যান্য নিরাপত্তা সংস্থা নজরদারি চালাবে।

নতুন নিয়মে কী কী থাকছে?

যেমনটা জানা গিয়েছে, প্রতিটি যাত্রী কেবলমাত্র এবার একটি কেবিন ব্যাগ নিতে পারবে। আর ব্যাগটির ওজন হতে হবে সর্বোচ্চ 7 কেজি পর্যন্ত। পাশাপাশি ব্যাগের দৈর্ঘ্য হতে হবে 40 সেমি, প্রস্থ 20 সেমি এবং উচ্চতা হতে হবে 55 সেমি। কিন্তু হ্যাঁ, ব্যক্তিগত ব্যাগ যেমন ল্যাপটপ ব্যাগ, হাতব্যাগ বা ছোট পাউচ ব্যাগ নেওয়া যাবে, যার সর্বোচ্চ ওজন হবে 3 কেজি। আর নিয়ম ভাঙলেই অতিরিক্ত চার্জের সাথে জরিমানা গুনতে হবে।

আরও পড়ুনঃ ইন্দোনেশিয়ায় মর্মান্তিক দুর্ঘটনা! ২৮০ জন যাত্রী থাকা ফেরিতে ভয়াবহ আগুন, মৃত একাধিক

এদিকে এয়ার ইন্ডিয়া’র তরফ থেকে জানানো হয়েছে, ইকোনমি ও প্রিমিয়াম ইকনোমি ক্লাসে 7 কেজি হ্যান্ড ব্যাগ নেওয়া যাবে। কিন্তু বিজনেস ক্লাস বা ফার্স্ট ক্লাস ফ্লাইটে 10 কেজি পর্যন্ত ব্যাগ নেওয়ার অনুমতি থাকবে। পাশাপাশি ইন্ডিগো’র তরফ থেকে বলা হয়েছে, একজন যাত্রী শুধুমাত্র একটি কেবিন ব্যাগ এবং একটি পার্সোনাল ব্যাগ নিয়ে যেতে পারবে, যার মোট মাপ 115 সেন্টিমিটারের বেশি হবে না। তবে সবথেকে বড় ব্যাপার, দুটি ব্যাগ মিলিয়ে 10 কেজি ওজন হতে হবে।

তাই যদি ফ্লাইট ভ্রমণের পরিকল্পনা করে থাকেন, তাহলে অবশ্যই বাড়ি থেকে পা বাড়ানোর আগে ব্যাগের ওজন এবং মাপ ভালোভাবে মেপে নিন। আর 7 কেজির বেশি হলেই মালপত্র চেক-ইন ব্যাগে রেখে দিন। পাশাপাশি এয়ারলাইন্সের নির্দিষ্ট নির্দেশিকা আগে থেকেই জেনে নিন, আর পাসপোর্ট, টিকিট, ওষুধ বা গুরুত্বপূর্ণ জিনিসপত্রগুলি হ্যান্ড ব্যাগে রাখতে ভুলবেন না।

Leave a Comment