সৌভিক মুখার্জী, কলকাতা: ভারত এবং বাংলাদেশের মধ্যে টানাপোড়েন লেগেই রয়েছে। তবে তার মধ্যেই এবার কূটনৈতিক বার্তা দিল নয়াদিল্লি। ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর বুধবার বাংলাদেশ সফরে যাচ্ছেন (S. Jaishankar Bangladesh Visit)। ঢাকায় তিনি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শেষকৃত্যে অংশ নেবেন বলে খবর। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবেই জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। এমনকি সেখানে জানানো হয়েছে, খালেদা জিয়ার শেষকৃত্যের অনুষ্ঠানে জয়শঙ্কর ভারত সরকার এবং দেশের জনগণের হয়ে প্রতিনিধিত্ব করবেন।
কোনও কূটনৈতিক বার্তা?
বিশেষজ্ঞদের মতে, বর্তমান পরিস্থিতিতে জয়শঙ্করের এই সফর শুধুমাত্র শেষকৃত্যের জন্য নয়, বরং গুরুত্বপূর্ণ কোনও কূটনৈতিক পদক্ষেপে হতে পারে। দুই দেশের মধ্যে সাম্প্রতিক চলা ঘটনার প্রেক্ষিতে এই উপস্থিতি দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। এদিকে এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা জানিয়েছেন।
আরও পড়ুন: পুরুলিয়া কাণ্ডে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে দায়ের হল FIR
সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী লিখেছেন, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রয়াণের খবর পেয়ে আমি গভীরভাবে দুঃখিত। তাঁর পরিবার এবং বাংলাদেশের জনগণের প্রতি রইল আমার আন্তরিক সমবেদনা। এই কঠিন সময় যেন ঈশ্বর তাঁর পরিবারকে শক্তি দেয়। এমনকি ২০১৫ সালে বাংলাদেশে খালেদা জিয়ার সাথে সাক্ষাৎকারের কথাও তিনি তুলে ধরেন। উল্লেখ করেন, বাংলাদেশের উন্নয়ন এবং ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য।
আরও পড়ুন: ‘ও আমাকে মেসেজ করত!’ সূর্যকুমার যাদবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ বলিউড অভিনেত্রীর
বলে রাখি, বাংলাদেশের প্রভাবশালী রাজনৈতিক নেত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার সকালে ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। দীর্ঘদিন ধরেই তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। তবে শেষ রক্ষা হল না। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। বাংলাদেশ সরকারের তরফ থেকে জানানো হয়েছে, বুধবার ঢাকায় রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হবে। আর তাঁকে সমাধিস্ত করা হবে তাঁর স্বামী তথা বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশেই।