বাংলায় এলেও করছেন না কোনও জনসভা, দেখুন অমিত শাহের কর্মসূচি

Amit Shah

প্রীতি পোদ্দার, কলকাতা: বছর ঘুরলেই শীঘ্রই বাজতে চলেছে ২৬ এর বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট। তাই সময় নষ্ট না করে তড়িঘড়ি ভোট ময়দানে নেমে পড়েছে সকল রাজনীতিবিদ, বাদ যায়নি দিল্লির হেভিওয়েট নেতারা। তাইতো এবার তিনদিনের সফরে পশ্চিমবঙ্গে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। অসমের কর্মসূচি শেষ করে গতকাল অর্থাৎ সোমবার সন্ধ্যা নাগাদ দমদম বিমানবন্দরে পৌঁছোন তিনি। তবে এবার এই সফরে কোনও জনসভা বা সমাবেশ রাখছেন না তিনি। অর্থাৎ এই সফরে অমিত শাহ পুরোপুরি সাংগঠনিক বৈঠকের ওপর গুরুত্ব দিয়েছেন।

কলকাতার সফরে মোদী

রিপোর্ট মোতাবেক, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ দমদম বিমানবন্দর থেকে বেরোনোর সময় অমিত শাহর সঙ্গে ছিলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য এবং বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও শাহ পৌঁছোনোর আগে থেকেই দমদম বিমানবন্দরের বাইরে বিজেপির কর্মী-সমর্থকদের ভিড় জমেছিল। এরপর বিমানবন্দর থেকে বেরিয়ে গাড়ি থেকে নেমে বিজেপি কর্মীদের জমায়েতের দিকে হাত নাড়েন তিনি। গাড়ি থেকে নেমে বেশ কিছুটা হেঁটে এগিয়েও যান কর্মীদের দিকে। তার পরে ফের শমীক এবং শুভেন্দুকে নিয়ে নিজের গাড়িতে তুলেই সল্টলেকে বিজেপির দফতরের দিকে রওনা দেন শাহ।

আরও পড়ুনঃ ট্রেনের রিজার্ভেশনের সময় ও নিয়মে ফের পরিবর্তন করল IRCTC, জানুন নতুন টাইমিং

আজ কোথায় কোথায় বৈঠক?

বিজেপি সূত্রে জানানো হয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর তিন দিনের এই সফরসূচির পুরোটাই থাকছে কলকাতাকেন্দ্রিক। নেই কোনও প্রকাশ্য জনসভা বা সমাবেশ। একগুচ্ছ সাংগঠনিক বৈঠক রয়েছে তাঁর তিন দিন ধরে। এবং তা শুরু হয়েছে সোমবার রাত থেকেই। দমদম বিমানবন্দর থেকে অমিত শাহ সোজা পৌঁছন সল্টলেকে বিজেপির রাজ্য দফতরে। সেখানেই রাজ্য নেতৃত্বের সঙ্গে একটি সাংগঠনিক বৈঠক করেন তিনি। আজ, মঙ্গলবার শাহের একাধিক কর্মসূচি রয়েছে। দুপুর ২টো নাগাদ বিধাননগরে একটি দীর্ঘ সাংগঠনিক বৈঠক করার কথা রয়েছে তাঁর। সেই বৈঠক প্রায় দু’ঘণ্টা ধরে চলতে পারে বলে মনে করা হচ্ছে। এরপর বিকেল সাড়ে ৪টে থেকে আরও একটি বৈঠকে রয়েছে তাঁর। এরপর ফের নিউটাউনের হোটেলে ফিরে যাবেন শাহ।

আরও পড়ুন: দিল্লি থেকে তড়িঘড়ি রাষ্ট্রদূত ডেকে পাঠাল বাংলাদেশ

করতে পারেন সাংবাদিক বৈঠক

মঙ্গলবার জোড়া বৈঠকের পাশাপাশি শাহ একটি সাংবাদিক বৈঠকও করতে পারেন। দুপুর ১২টা নাগাদ সেটি হতে পারে। রাজ্য বিজেপির একটি সূত্রের দাবি, ওই সাংবাদিক বৈঠকে SIR নিয়ে কেন্দ্র তথা বিজেপির অবস্থান আরও এক বার স্পষ্ট করতে পারেন তিনি। একাধিক অনিয়ম এবং হেনস্থার অভিযোগ তুলে নির্বাচন কমিশনের পাশাপাশি দেশের শাসকদল বিজেপির বিরুদ্ধে সরব হয়েছে বিরোধী দলগুলি। এই আবহে কেন্দ্র বিরোধীদের অভিযোগ খারিজ করতে শাহ কোনও বার্তা দেবেন বলে মনে করা হচ্ছে।

এছাড়াও, আগামীকাল অর্থাৎ বুধবার সকালে অমিত শাহ যেতে পারেন কলকাতার ইসকন মন্দিরে। সেখান থেকে হোটেলে ফিরে দলীয় নেতাদের নিয়ে আবার একটি সাংগঠনিক বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠকের পর মধ্যাহ্নভোজ সেরে শাহ যাবেন সায়েন্স সিটিতে। দুপুরে সায়েন্স সিটির প্রেক্ষাগৃহে একটি সম্মেলনে থাকবেন শাহ। এরপর কর্মসূচি শেষে দমদম বিমানবন্দর হয়ে দিল্লি ফিরে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

Leave a Comment