বাইক-স্কুটিতে চালু হচ্ছে FASTag, টোল ট্যাক্স? স্পষ্ট জানিয়ে দিলেন কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রী

সৌভিক মুখার্জী, কলকাতা: এবার নাকি মোটরসাইকেল বা স্কুটিতেও টোল ট্যাক্স (Toll Tax) দিতে হবে! হ্যাঁ, সম্প্রতি এমনই খবর ছড়িয়ে পড়েছিল। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন মিডিয়া হাউসও দাবি করছিল যে, সরকার এরকমই পরিকল্পনা করছে। তবে আদৌ কি সত্যি? কী বলছে কেন্দ্র?

সম্প্রতি ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া এবং কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নিতিন গড়কড়ি নিজেই জানিয়ে দিলেন যে, এই খবর সম্পূর্ণ ভুয়ো এবং ভিত্তিহীন। সাধারণ মানুষকে বিপাকে ফেলার জন্যই এসব খবর ছড়ানো হয়। এরকম কোনও চিন্তাভাবনা সরকার নেয়নি। 

ঠিক কী বললেন পরিবহন মন্ত্রী?

সম্প্রতি এক্স হ্যান্ডেলের অফিসিয়াল পোস্টে NHAI জানিয়েছিল, কিছু মিডিয়া রিপোর্ট দাবি করছে যে, সরকার দুই চাকার যানবাহনের উপর টোল ধার্য করতে চলেছে। তবে আমরা সাফ জানিয়ে দিচ্ছি, এরকম কোনও প্রস্তাব সরকার নেয়নি। এমনকি সরকারের বিবেচনাতেও নেই। টোল ট্যাক্স চালুর কোনও পরিকল্পনা নেওয়া হয়নি, এটি সম্পূর্ণ ভুয়ো খবর। 

আর এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন পরিবহন মন্ত্রী নিতিন গড়কড়ি। তিনি লিখেছেন, কিছু মিডিয়া হাউস ভুল তথ্য ছড়াচ্ছে যে, দুই চাকার গাড়িতে নাকি টোল বসানো হবে। এই ধরনের খবর সম্পূর্ণ ভিত্তিহীন এবং গুজব। মোটরবাইক বা স্কুটিতে টোল ছাড় আগের মতই জারি থাকবে। যাচাই না করে ভুয়ো খবর প্রচার করা থেকে বিরত থাকুন। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি।

চালু হয়েছে FASTag বার্ষিক প্ল্যান

জানিয়ে রাখি, চলতি বছরের স্বাধীনতা দিবস থেকে চালু হচ্ছে FASTag বার্ষিক প্ল্যান, যা গাড়ি চালকদের সময় এবং খরচ দুটোই বাঁচাবে। জানা গেল, এই নতুন স্কিমে ব্যবহারকারীরা মাত্র 3000 টাকা দিয়েই 200টি টোল প্লাজা পার হতে পারবে। যেখানে আগে গড়ে 10,000 টাকা পর্যন্ত খরচ হতো, সেখানে মাত্র 3000 টাকাতেই মিটে যাচ্ছে। ফলে গড় টোল চার্জ দাঁড়াচ্ছে মাত্র 15 টাকা।

আরও পড়ুনঃ চাপে পড়ে পথে এল বাংলাদেশ! আদানির পকেটে ঢুকল ২৮,০৫,৬০,০০,০০০ টাকা

টোল দিতে থামতেও হবে না

বলে দিই, সরকার এবার বাধা বিহীন টোল সিস্টেমে আনছে। যেখানে গাড়ি না থামিয়েই টোল দেওয়া যাবে। আর এই সিস্টেমে মূলত ANPR ক্যামেরা এবং RFID-ভিত্তিক FASTag ব্যবহার করা হবে। এর ফলে গাড়ি চলতে চলতেই স্বয়ংক্রিয় ভাবে টোল কেটে নেওয়া যাবে। এমনকি টোল প্লাজায় গাড়ি থামারও কোনও দরকার পড়বে না। তবে হ্যাঁ, যারা পেমেন্ট করবে না, তাদের কাছে ই-নোটিশ চলে যাবে। এমনকি গাড়ির উপর জরিমানাও হতে পারে।

তাই আবারও বলে রাখি, অযথা সোশ্যাল মিডিয়ার গুজবে কান না দিয়ে সরকারি বিবৃতির উপর নজর রাখুন। কারণ দুই চাকার গাড়িতে এখনই কোনোরকম টোল ট্যাক্সের নিয়ম আসছে না। আগের মতোই মোটরসাইকেল বা স্কুটি নিয়ে রাস্তায় চলতে গেলে কোনও টোল দেওয়া লাগবে না।

Leave a Comment