বাড়িতে বসেই হবে PF অ্যাকাউন্ট ট্রান্সফার, রইল স্টেপ বাই স্টেপ প্রসেস

PF Account Transfer

সৌভিক মুখার্জী, কলকাতা: বেসরকারি চাকরিজীবীরা যখন কোনও নতুন কোম্পানিতে যোগ দেয়, তখন সবথেকে বড় ঝামেলার মুখে পড়ে পুরনো পিএফ অ্যাকাউন্ট নতুন কোম্পানিতে ট্রান্সফার (PF Account Transfer) করা নিয়ে। অনেক সময় কোম্পানি নিজেরাই কর্মীদের UAN দিয়ে এই কাজ করে দেয়। তবে বেশ কিছু কোম্পানি কর্মীদের বলে যে নতুন করে পিএফ অ্যাকাউন্ট খুলতে হবে, আর সেখানেই পুরনো টাকা ট্রান্সফার করতে হবে। তবে সমস্যা হল, অনেকেই জানে না যে কীভাবে পিএফ অ্যাকাউন্ট ট্রান্সফার করতে হবে।

কিন্তু না, চিন্তার কোনও কারণ নেই, এখন আর অফিসেও ঘোরাঘুরির দরকার পড়ে না। আপনি বাড়িতে বসে খুব সহজেই মোবাইলের মাধ্যমে অনলাইনে আপনার পিএফ অ্যাকাউন্ট ট্রান্সফার করতে পারবেন। ভাবেছেন কীভাবে? বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই প্রতিবেদন।

কেন পিএফ অ্যাকাউন্ট ট্রান্সফার করা জরুরি?

যদিও UAN নম্বর একই থাকে, তবুও প্রত্যেকটি নতুন চাকরির সঙ্গে নতুন করে একটি মেম্বার আইডি তৈরি হয়। ফলে আপনার রিটায়ারমেন্ট সেভিংস একাধিক অ্যাকাউন্টে ছড়িয়ে ছিটিয়ে যেতে পারে। আর এতে শুধুমাত্র ট্র্যাক রাখা কঠিন হবে না, বরং সুদের হিসাব করতেও সমস্যা হয়। আর যদি ট্রান্সফার করে নেন তাহলে সমস্ত মেম্বার আইডি এক জায়গায় চলে আসবে। এতে রিটায়ারমেন্টের টাকা গুছিয়ে রাতে কোনোরকম সমস্যা হয় না।

ট্রান্সফারের জন্য কী কী লাগবে?

পিএফ অ্যাকাউন্ট ট্রান্সফারের জন্য অবশ্যই UAN নম্বর লাগবে যা প্রতিটি কর্মীর জন্যই আলাদা আলাদা। পাশাপাশি আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য, প্যান কার্ড অবশ্যই UAN-র সঙ্গে লিঙ্ক করা থাকতে হবে এবং পুরনো ও নতুন কোম্পানির পিএফ নম্বর ও এস্টাবলিশমেন্ট নম্বর দরকার। শুধু তাই নয়, 13 নম্বর ফর্মও ফিলাপ করার দরকার পড়ে যা অনলাইনেই জমা দিতে হয়।

কোন শর্তগুলি পূরণ করতে হবে?

পিএফ অ্যাকাউন্ট ট্রান্সফার করতে গেলে অবশ্যই কিছু শর্ত পূরণ করতে হবে। প্রথমত, আপনার UAN নম্বর সক্রিয় থাকতে হবে এবং একটি অ্যাক্টিভ মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে। দ্বিতীয়ত, পুরনো চাকরি থেকে বেরিয়ে আসার দিন আপডেট থাকতে হবে। তৃতীয়ত, আধার, ব্যাঙ্ক ডিটেলস এবং ই-কেওয়াইসি কোম্পানি দ্বারা অনুমোদিত থাকতে হবে। তবে একটি মেম্বার আইডির জন্য একবারই ট্রান্সফার রিকোয়েস্ট করা যাবে।

কীভাবে অনলাইনে আবেদন করবেন?

অনলাইনে পিএফ অ্যাকাউন্ট ট্রান্সফার করার জন্য কিছু ধাপ অবলম্বন করতে হবে। সেগুলি হল—

  • প্রথমে EPFO-র অফিসিয়াল ওয়েবসাইটে যান এবং আপনার UAN ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে ফেলুন।
  • এরপর মেনু অপশনে গিয়ে Online Service অপশনে যান। তারপর One EPF Account (Transfer Request) অপশনে ক্লিক করুন।
  • এরপর নিজের ব্যক্তিগত তথ্য যাচাই করুন এবং পুরনো ও নতুন কোম্পানির ডিটেলস ইনপুট করুন।
  • এরপর Get Details অপশনটিতে ক্লিক করুন। এতে আপনার পুরনো পিএফ অ্যাকাউন্টের সমস্ত তথ্য সামনে আসবে।
  • এরপর যাচাইয়ের জন্য পুরনো ও নতুন কোম্পানির মধ্যে যাদের কাছে ডিজিটাল সিগনেচার রয়েছে, তাদেরকে সিলেক্ট করে দিন।
  • এরপর ওটিপি ইনপুট করুন। মনে রাখবেন UAN-র সঙ্গে যুক্ত মোবাইলেই ওটিপি আসবে।
  • এরপর সাবমিট করে দিলেই গোটা প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে।

আরও পড়ুনঃ রক্তক্ষয়ী সংঘর্ষে বাড়ছে আহত-নিহতের সংখ্যা, নেপালের পরিস্থিতি নিয়ে মুখ খুলল ভারত

তাই আগে যেখানে অফিসে দিনের পর দিন লাইনে দাঁড়াতে হত, দৌড়ঝাঁপ করতে হত, ফর্ম ফিলাপ ভরা, ঝামেলা পোহাতে হত, এখন তা মাত্র কয়েক মিনিটের মধ্যেই বাড়ি বসে করা যাচ্ছে, তাও অনলাইনে। তাই আপনি যদি পিএফ অ্যাকাউন্ট ট্রান্সফার করতে চান, তাহলে এখনি বাড়িতে বসে সেরে ফেলুন।

Leave a Comment