বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে নৃশংস অত্যাচার! অন্ধ্রপ্রদেশে খুন মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক

Murshidabad

সৌভিক মুখার্জী, কলকাতা: পরিবারটির স্বপ্ন ছিল 5 লক্ষ টাকা ফেরত পেয়ে ছোটখাটো একটি ব্যবসা শুরু করবে। তবে বকেয়া মজুরি চাওয়াতেই সব শেষ হয়ে গেল। হ্যাঁ, অন্ধ্রপ্রদেশে কাজ করতে গিয়ে চরম নৃশংসতার শিকার হয়ে প্রাণ হারিয়েছে মুর্শিদাবাদের (Murshidabad) ফারাক্কার পরিযায়ী শ্রমিক কাদের শেখ, যার বয়স 30।

উঠছে হত্যার অভিযোগ

রিপোর্ট অনুযায়ী, ইমামনগর নয়নসুখ গ্রামের বাসিন্দা কাদের শেখ পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। দীর্ঘ কয়েক বছর যাবত অন্ধ্রপ্রদেশের বিভিন্ন জায়গায় তিনি কাজ করতেন। অভিযোগ উঠছে যে, ঠিকাদারের কাছে তার প্রাপ্য ছিল মোটামুটি 5 লক্ষ টাকা মতো। সম্প্রতি সেই টাকা ফেরত চাইতে গিয়েই তার প্রাণ দিতে হল। 

হ্যাঁ, তাঁর পরিবার দাবি করছে, কয়েকজন ঠিকাদারের লোক বাড়ি থেকে কাদেরকে ডেকে নিয়ে গিয়েছিল। তারপর তাকে বেঁধে অমানবিক নির্যাতন চালানো হয়েছিল। এতে তাঁর মর্মান্তিক মৃত্যু হওয়ার পর ঘটনাটিকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়। রেললাইনের পাশে রক্তাক্ত অবস্থায় ফেলিয়ে রাখা হয়েছিল তাঁর বডি, এমনটাই অভিযোগ করছে মৃতের পরিবার। 

এদিকে কাদেরের দিদি গোলতারা বিবি জানিয়েছেন যে, 14 আগস্ট পরিবারের সঙ্গে কাদেরের শেষ কথা হয়েছিল। আর সে সময় কাদের জানিয়েছিল, ঠিকাদারদের সঙ্গে টাকা ফেরত দেওয়া নিয়ে আলোচনা চলছে। এরপর থেকে পরিবারের সঙ্গে তাঁর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আর হঠাৎ করেই খবর আসে যে, রেললাইনের ধারে কাদেরের মৃতদেহ পাওয়া গিয়েছে। 

শোকস্তব্ধ গোটা পরিবার

কাদেরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই তাঁর গোটা পরিবার শোকস্তব্ধ হয়ে পড়েছে। হ্যাঁ, স্ত্রী তাজলেমা বিবি, তিন ছেলে এবং দুই মেয়ে এমনকি সবথেকে বড় মেয়ের বয়স মাত্র 13 বছর। আর ছোট ছেলের বয়স তিন বছর। সংসারের একমাত্র অর্থ উপার্জনকারী ব্যক্তি ছিলেন কাদের। সেক তারই অকাল প্রয়াণে পারিবারিক জীবনে নেমে এসেছে শোকের ছায়া।

এ বিষয়ে ফারাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম জানিয়েছেন যে। আমি, মৃতের পরিবারের সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ করেছি। দেহ বাড়ি ফিরিয়ে আনার ব্যবস্থা চলছে। বিষয়টিকে আমরা তদারকি করছি। 

আরও পড়ুনঃ শুরুতেই বেতন ৮৮,৬৩৫! LIC-তে হাজারের কাছাকাছি শূন্যপদে নিয়োগ, চাকরির খবর

এদিকে চাকরি বা রুজির টানে ভিন রাজ্যে পাড়ি দেওয়া অস্বাভাবিক কোনো ঘটনা নয়। হ্যাঁ, মাত্র কয়েকদিন আগেই চেন্নাইতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছেন মমিন শেখ নামের এক ব্যক্তি। আরো কয়েকজন শ্রমিক গুরুতর জখম হয়ে এখনো পর্যন্ত হাসপাতালে ভর্তি। তিন মাস আগে চেন্নাইতে আশিক শেখ নামের এক ব্যক্তিও মারা গিয়েছিল। আর এবার সেই তালিকায় যুক্ত হল নতুন নাম কাদের শেখ।

Leave a Comment