বার্থ সার্টিফিকেটের সাথে সহজেই লিঙ্ক করুন আধার কার্ড, রইল পদ্ধতি

Aadhaar Link With Birth Certificate

সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমান সময়ে আধার কার্ড সবথেকে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। কারণ, এটি শুধুমাত্র পরিচয়পত্র নয়, বরং সরকারি সুবিধার মূল হাতিয়ারও বটে। স্কুলে ভর্তি থেকে শুরু করে পাসপোর্ট বা যেকোনও সরকারি প্রকল্পের সুবিধা পেতে সর্বত্র আধার কার্ড জরুরী। সেই কারণে অনেকেই বার্থ সার্টিফিকেটের সঙ্গে এখন আধার কার্ড জুড়ে ফেলতে চাইছে (Aadhaar Link With Birth Certificate)। তবে কীভাবে এই কাজ করবেন তা জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

বলে রাখি, আগে বাবা-মাকে তাদের সন্তানের জন্ম সার্টিফিকেটকে আধারের সঙ্গে যুক্ত করার জন্য আলাদাভাবে আবেদন করতে হতো। তবে এখন উভয় নথি অনলাইনের মাধ্যমে যুক্ত করা যাবে। আর ফর্ম পূরণের ঝামেলাও দূর হবে। এমনকি বাড়িতে বসেই সরাসরি তা করে নিতে পারবেন। এর ফলে শিশুর জন্মের মুহূর্ত থেকে সমস্ত রেকর্ড স্পষ্টভাবে এক জায়গায় থাকবে।

জন্মের সময় কীভাবে বাথ সার্টিফিকেটের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করবেন?

প্রথমেই বলে রাখি, হাসপাতালে শিশুর জন্মের পর তাদের জন্মের রেজিস্টার কেন্দ্রে এন্টার করানো হয়। আর সেই তথ্য সরাসরি অনলাইনে সিআরএস পোর্টালে পাঠানো হয়। এতে শিশুর নাম থেকে শুরু করে জন্ম তারিখ, জন্মের সময়, লিঙ্গ, বাবা-মায়ের বিবরণ সেই রেজিস্ট্রেশনে যুক্ত করা হয়। তবে এখন থেকে অনলাইনে আবেদন করার সময় আধার বিকল্পটির নির্বাচন করে শিশুর আধার নম্বর এন্টার করানো যাবে। অর্থাৎ, প্রথমে একটি অস্থায়ী আধার নম্বর বানানো হবে। পরে সেটিকে আপডেট করা হতে পারে। আর বাবা-মায়ের আধার নম্বর, ঠিকানা বা অন্যান্য তথ্য সেই একই পোর্টালে এন্টার করতে হবে। যদি সমস্ত তথ্য সঠিক থাকে, তাহলে জন্ম সার্টিফিকেট ও আধার স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হয়ে যাবে।

আগে থেকে তৈরি জন্ম সার্টিফিকেটের সঙ্গে কীভাবে আধার কার্ড লিঙ্ক করবেন?

ইতিমধ্যেই যদি শিশুর জন্ম সার্টিফিকেট তৈরি হয়ে থাকে এবং আধার কার্ড থাকে, তাহলে সেটিকে সিভিল রেজিস্ট্রেশন সিস্টেম ওয়েবসাইটে গিয়ে লিঙ্ক করতে হবে। এর জন্য জেনারেল পাবলিক সাইন আপ ব্যবহার করে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তারপর লগইন করে জন্ম রেজিস্টার বিভাগটি খুলতে হবে। এরপর আধার লিঙ্ক বিকল্প নির্বাচন করে জন্মের রেজিস্ট্রেশন নম্বর, আধার নম্বর এবং মোবাইলের ওটিপি লিখতে হবে।

আরও পড়ুনঃ 200MP ক্যামেরা, তুখোড় ডিজাইন! প্রকাশ্যে Samsung Galaxy S26 Ultra-র দাম, ফিচার্স

সেক্ষেত্রে যদি রেকর্ড মিলে যায়, তাহলে দুটি নথি অটোমেটিক লিঙ্ক হয়ে যাবে। আর যদি কোনও ত্রুটি থাকে, তাহলে জন্ম সার্টিফিকেট সংশোধন করতে হবে। এমনকি কিছু কিছু রাজ্যে এই সুবিধা UIDAI পরিষেবা কেন্দ্রগুলো থেকেই পাওয়া যাচ্ছে। তাই আজই জন্ম সার্টিফিকেটের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করে ফেলুন এবং সরকারি সুবিধা গ্রহণের ক্ষেত্রে একধাপ এগিয়ে যান।

Leave a Comment