‘বিগ বিলিয়ন ডে’র দিনক্ষণ কনফার্ম করল Flipkart! এবার ডিসকাউন্টের তালিকায় কী কী?

Flipkart Big Billion Days

সৌভিক মুখার্জী, কলকাতা: পুজোর আগেই শুরু হচ্ছে অনলাইন শপিংয়ের সবথেকে বড় উৎসব। ফ্লিপকার্ট আনুষ্ঠানিকভাবে বিগ বিলিয়ন সেল 2025-এর (Flipkart Big Billion Days) টিজার পোস্টার দেখিয়েছে। যদিও এখনো পর্যন্ত সঠিক তারিখ ঘোষণা করা হয়নি। তবে গত বছর এই সেল শুরু হয়েছিল 27 সেপ্টেম্বর থেকে এবং ফ্লিপকার্টের প্লাস সদস্যদের জন্য একদিন আগেই মিলেছিল আক্সেস।

কী কী থাকছে এবার অফারে?

প্রতিবারের মতো এবারও থাকবে বিরাট ছাড় এবং দুর্দান্ত সব অফার। ফ্লিপকার্ট দাবি করছে, গ্রাহকরা এবার স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাবলেটের উপর বড়সড় ডিসকাউন্ট পাবে। পাশাপাশি টেলিভিশন, ফ্রিজ, ওয়াশিং মেশিনের মতো হোম এপ্লায়েন্সে প্রচুর ছাড় মিলবে। এমনকি Festive Rush Hour Deals এবং Double Discount অফারও পাওয়া যাবে।

কোন কোন প্রোডাক্ট হাইলাইট করা হয়েছে?

ফ্লিপকার্টের টিজার অনুযায়ী, ইতিমধ্যেই আলোচনা শিরোনামের Apple iPhone 16, Samsung Galaxy S24 সিরিজ, OnePlus Buds 3 এবং Motorola Edge 60 Pro। এর পাশাপাশি ইন্টেল প্রসেসর যুক্ত পিসি, 55 ইঞ্চির স্মার্ট টিভি এবং ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন এই তালিকায় রয়েছে। কারণ এগুলোতেও মিলবে আকর্ষণীয় সব ডিসকাউন্ট।

ব্যাঙ্ক অফার এবং অন্যান্য সুবিধা

উল্লেখ্য, প্রতিবারের মতো এবারও গ্রাহকদের জন্য থাকছে বিশেষ ব্যাঙ্ক অফার। অ্যাক্সিস ব্যাঙ্ক এবং আইসিআইসিআই ব্যাঙ্কের গ্রাহকরা পাবে ক্রেডিট কার্ড ও এমআই লেনদেনে 10% ডিসকাউন্ট। সঙ্গে থাকবে নো-কস্ট ইএমআই-এর সুবিধা। এমনকি ইউপিআই প্রমোশন, এক্সচেঞ্জ অফার ও পে লেটার সার্ভিস থাকবে। শুধু তাই নয়, ফ্লিপকার্ট প্লাস মেম্বাররা সুপার কয়েন প্রোগ্রামের মাধ্যমে অতিরিক্ত সুবিধা পাবে।

আরও পড়ুনঃ দেশে নিষিদ্ধ ফেসবুক, ইউটিউব, এক্স-সহ একাধিক প্ল্যাটফর্ম! বড় সিদ্ধান্ত নেপাল সরকারের

প্রতিদ্বন্দ্বিতায় Amazon

এদিকে ফ্লিপকার্টের ঘোষণা আসতেই চাপে পড়েছে Amazon। কারণ, এই একই সময়ে শুরু হতে চলেছে Amazon-এর গ্রেট ইন্ডিয়া ফেস্টিভাল সেল 2025। যদিও Amazon-এর তরফ থেকে এখনো পর্যন্ত দিনক্ষণ ঘোষণা করা হয়নি। তবে প্রতিবছরের মতো এ বছরও এই দুই ই-কমার্স প্ল্যাটফর্মের সেল যে জাঁকজমকপূর্ণ হয়ে উঠবে, তা বলার অপেক্ষায় রাখে না।

Leave a Comment