বিয়ের আগেই মাঠে নেমে ধান চাষ করছেন রিঙ্কু সিংয়ের হবু স্ত্রী! কারণ কী?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: যে রাঁধে সে চুলও বাঁধে, বাংলার এই প্রচলিত প্রবাদ আরও একবার সত্যি করে দেখালেন ভারতীয় ক্রিকেটার রিঙ্কু সিংয়ের হবু স্ত্রী তথা উত্তরপ্রদেশের মছলিশহরের সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজ।

আজ অর্থাৎ সোমবার, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে রিঙ্কু সিংয়ের হবু স্ত্রীকে একেবারে জলা জমিতে নেমে ধান রোপন করতে দেখা গিয়েছে। যা দেখেই প্রিয়ার প্রশংসায় সরব হয়েছেন নেট মহলের একটা বড় অংশ।

ভাইরাল ভিডিও ও নেট নাগরিকদের প্রতিক্রিয়া

গত জুনে, ভারতীয় তারকা রিঙ্কু সিংয়ের সাথে বাগদান পর্বের পর থেকেই সোশ্যাল মিডিয়ার অন্যতম প্রধান আলোচ্য বিষয় প্রিয়া সরোজ। উত্তরপ্রদেশের এই সাংসদের জীবনযাপন থেকে শুরু করে কর্মক্ষেত্র প্রায় সব নিয়েই কৌতুহল তৈরি হয়েছে নেট নাগরিকদের মধ্যে।

এবার সেই কৌতুহলকেই আরও কিছুটা বাড়িয়ে দিল একটি ভাইরাল ভিডিও। শ্রাবনের দ্বিতীয় সোমবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন প্রিয়া সরোজ। যেখানে রিঙ্কুর হবু জীবন সঙ্গিনীকে একেবারে জলা জমিতে নেমে ধান রোপন করতে দেখা গিয়েছে।

ভিডিওটিতে স্পষ্ট দেখা যাচ্ছে, গ্রামের অন্যান্য মহিলাদের সাথে জমিতে নেমে হাতে হাতে ধান রোপন করছেন প্রিয়া সরোজ। মুখে এক গাল হাসি নিয়েই খোশ মেজাজ প্রিয়াকে গ্রামবাসীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে দেখে কার্যত অবাক নেট দুনিয়ার সকলেই।

ভিডিওটি চাক্ষুষ করার পরই, প্রিয়ার প্রশংসায় কমেন্ট বক্স ভরিয়ে দিয়েছেন নেট মহলের বাসিন্দারা। ভাইরাল ভিডিওটি দেখে কমেন্ট হিসেবে, কেউ লাল হৃদয় পাঠাচ্ছেন, কেউ আবার লিখছেন, আমরা সত্যিই তোমার জন্য গর্বিত দিদি! সব মিলিয়ে, রিঙ্কুর হবু পত্নীর নতুন গুণ দেখে একেবারে উচ্ছ্বসিত নেট মহল।

 

 

View this post on Instagram

 

A post shared by PRIYA SAROJ (@adv.priyasaroj.sp)

অবশ্যই পড়ুন: বড় ধাক্কা খেলো টিম ইন্ডিয়া! চোটের কারণে বাকি দুই টেস্ট থেকে বাদ নীতিশ কুমার

প্রসঙ্গত, গত জুনেই বাগদান পর্ব সেরেছেন রিঙ্কু এবং প্রিয়া। তবে ক্রিকেট ম্যাচের সময়সূচির কারণে দুজনের বিবাহের তারিখ পিছিয়ে গিয়েছে। জানা যায়, আসন্ন নভেম্বরের 18 তারিখ বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হওয়ার কথা ছিল রিঙ্কু এবং প্রিয়ার। সেই মতোই বুক করা হয়েছিল বারাণসীর তাজ হোটেল। তবে সূত্রের খবর, মাঝে রিঙ্কু ম্যাচ পড়ে যাওয়ায় ওই তারিখে বিয়ের অনুষ্ঠান হচ্ছে না! পরিবর্তে কোন শুভদিনে বৈবাহিক জীবনে পদার্পণ করবেন দুজন, তা এখনও জানা যায়নি।

উল্লেখ্য, অনেকেই জানতে চাইছেন হঠাৎ মাঠে নেমে ধান চাষ করার কারণ কী? আসলে নিজের ইচ্ছেতেই গ্রামবাসীদের সাথে ধান রোপণ করতে নেমেছিলেন প্রিয়া, এর নেপথ্যে বিশেষ কোনও কারণ খুঁজে পাওয়া যায়নি!

Leave a Comment