বিশ্বমঞ্চে ধনীদের তালিকায় বড় রদবদল

Billionaire List in World

সৌভিক মুখার্জী, কলকাতা: আমেরিকার শেয়ারবাজারের উত্থান বিশ্বজুড়ে বিলিয়নেয়ারদের সম্পত্তি এক মুহূর্তেই বদলে দিল। মাত্র একদিনেই বিপুল পরিমাণে সম্পদ বৃদ্ধি হল বেশ কিছু বিলিয়নেয়ারদের। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্সে এবার বড়সড় রদবদল (Billionaire List in World)। গুগলের শেয়ারের দামে উল্লম্ফনের জেরেই কোম্পানির সহ প্রতিষ্ঠাতা ল্যারি পেজ এবার বিশ্বের দ্বিতীয় সর্বাধিক ধনী ব্যক্তির আসনে উঠে আসলেন। জানা গিয়েছে, গুগলের শেয়ার ৬% এর বেশি বেড়েছে, এবং তা রেকর্ড ৩১৮.৫৭ ডলারে পৌঁছেছে। এর ফলে পেজের মোট সম্পত্তিতেও পড়েছে প্রভাব। বিস্তারিত জানতে প্রতিবেদনটি পড়ুন।

একদিনে ৬৫ বিলিয়ন ডলার সম্পত্তি বৃদ্ধি

জানা যাচ্ছে, সোমবার বিশ্বের শীর্ষ ১০ ধনীর মধ্যে ৯ জনের সম্পত্তি অনেকটাই বেড়েছে। আর মোট বৃদ্ধি পেয়েছে প্রায় ৬৫ বিলিয়ন ডলার। এদের মধ্যে সবাই মার্কিন যুক্তরাষ্ট্রের এবং প্রযুক্তি খাতের সঙ্গে যুক্ত। সেই সূত্রে টেসলার শেয়ার এদিন ৬% এরও বেশি বেড়েছে। আর এল মাস্ক একদিনেই ১৯.১ বিলিয়ন ডলার সম্পদ বাড়িয়েছে যা ছিল তার দিনের সর্বোচ্চ বৃদ্ধি। বর্তমানে তাঁর মোট সম্পত্তি দাঁড়িয়েছে ৪৪১ বিলিয়ন মার্কিন ডলার।

এদিকে সোমবার ল্যারি পেজের সম্পদ বেড়েছে ১৪.৯ বিলিয়ন মার্কিন ডলার। আর তাঁর মোট সম্পদ দাঁড়িয়েছে এখন ২৭২ বিলিয়ন মার্কিন ডলার। তিনি ল্যারি এলিসনকে পিছনে ফেলে এবার দ্বিতীয় স্থানে উঠে আসলেন। অন্যদিকে এলিসন একদিনে ৩.২ বিলিয়ন মার্কিন ডলার সম্পদ বাড়িয়েছে। তবে তাঁর অবস্থান নেমেছে এক ধাপ। আবার অ্যামাজনের শেয়ার ২.৫৩% বাড়লেও জেফ বেজোস পঞ্চম স্থানে নেমে গিয়েছে বলে খবর।

আরও পড়ুনঃ বিনা ব্যয়ে ব্যাপক লাভ! আমতা খাল খননে নতুন প্রকল্প পরিকল্পনা পশ্চিমবঙ্গ সরকারের

অন্যান্য বিলিয়নেয়ারদের সম্পদ কতটা বাড়ল বা কমল?

রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে—

  • সের্গেই ব্রিন একদিনে ১৩.৮ বিলিয়ন মার্কিন ডলার সম্পদ বাড়িয়ে পৌঁছেছে ২৫৪ বিলিয়ন মার্কিন ডলারের মোট সম্পত্তিতে।
  • মার্ক জুকারবার্গের সম্পদ বেড়েছে ৬.৪৯ বিলিয়ন মার্কিন ডলার এবং তাঁর মোট সম্পদ এখন ২১৭ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।
  • জেনসুন হুয়াং এর সম্পদ বেড়েছে ৩.১৩ বিলিয়ন মার্কিন ডলার এবং তাঁর মোট সম্পদ এখন ১৬৯ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।
  • স্টিভ বালমারের সম্পদ বেড়েছে ৫৮৭ মিলিয়ন মার্কিন ডলার এবং তা এখন দাঁড়িয়েছে মোট ১৬৫ বিলিয়ন মার্কিন ডলারে।
  • মাইকেল ডেল ৯.৪২ বিলিয়ন মার্কিন ডলার সম্পদ হারিয়ে জায়গা পেয়েছে দশম স্থানে।

Leave a Comment