সৌভিক মুখার্জী, কলকাতা: বিশ্বের সবথেকে জনবহুল শহরের (Most Populated Cities) তালিকায় এবার বিরাট পরিবর্তন। হ্যাঁ, রাষ্ট্রসঙ্ঘ সম্প্রতি এক প্রতিবেদন প্রকাশ্যে এনেছে। আর সেখানে দেখা যাচ্ছে, দীর্ঘদিন শীর্ষে থাকা টোকিও আর এক নম্বরে নেই। সেই জায়গা দখল করেছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। তবে দ্বিতীয় স্থানে উঠে আসলো বাংলাদেশের ঢাকা। কিন্তু কলকাতার স্থান কোথায়?
কী বলছে রিপোর্ট?
রাষ্ট্রসঙ্ঘের ডিপার্টমেন্ট অফ ইকনোমিক অ্যান্ড সোশ্যাল অ্যাফেয়ার্সের তরফ থেকে যে রিপোর্ট প্রকাশ করা হয়েছে সেই অনুযায়ী এবার তালিকাটা নিম্নরূপ
- জাকার্তায় প্রায় এখন ৪.২ কোটি জনসংখ্যা। আর এটিই বিশ্বের সবথেকে বড় শহর।
- ঢাকার জনসংখ্যা ৩.৭ কোটি। সেই সূত্রে দ্বিতীয় স্থানে বাংলাদেশের রাজধানী।
- জাপানের রাজধানী টোকিও রয়েছে তৃতীয় স্থানে। সেখানে জনসংখ্যা ৩.৩ কোটি।
- ভারতের রাজধানী দিল্লি চতুর্থ স্থানে রয়েছে। সেখানে জনসংখ্যা ৩ কোটি।
- চিনের সাংহাই শহরে এখন জনসংখ্যা ৩ কোটি।
- চিনের গুয়াংজাওতে জনসংখ্যা ২.৮ কোটি।
- মিশরের কায়রোতে জনসংখ্যা ২.৬ কোটি।
- ফিলিপিন্থের ম্যানিলাতে জনসংখ্যা ২.৫ কোটি।
- কলকাতায় জনসংখ্যা ২.৩ কোটি এবং কলকাতার স্থান ৯ নম্বরে।
- দক্ষিণ কোরিয়ার সোলে জনসংখ্যা ২.২ কোটি।
বলাবাহুল্য, বিশ্বের বৃহত্তম মহানগরের তালিকায় শীর্ষ দশের মধ্যে নয়টি এশিয়ার শহর। ব্যতিক্রম শুধুমাত্র মিশরের রাজধানী কায়রো।
বিরাট উত্থান ঢাকার
২০০০ সালে যে রিপোর্ট প্রকাশ করা হয়েছিল সেখানে টোকিও ছিল বিশ্বের সবথেকে জনবহুল শহর। তবে গত ২৫ বছর ধরে জাপানের দ্রুত বয়স্ক হয়ে যাওয়া, জন্মহার কমা ও মৃত্যুহার বাড়ার কারণে শহরের জনসংখ্যা অনেকটাই হ্রাস পেয়েছে। অন্যফিকে ঢাকায় অনেকটাই জনসংখ্যা বেড়েছে। মূলত গ্রামীণ মানুষের শহরমুখী প্রভাব, পোশাক শিল্প বা নির্ভর অর্থনীতির কারণে ঢাকার জনসংখ্যা দিনের পর দিন চাপ বাড়াচ্ছে। রাষ্ট্রসঙ্ঘের পূর্বাভাস অনুযায়ী, ২০৫০ সালের মধ্যে বিশ্বের সবথেকে বড় শহর হয়ে উঠতে পারে ঢাকা।
এদিকে জাকার্তার জনসংখ্যার অস্বাভাবিক বৃদ্ধি বহুদিন ধরেই বিশেষজ্ঞদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। সেই সূত্রে, এবার তারা তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসলো। এক শহর বিশেষজ্ঞের বক্তব্য অনুযায়ী, বৃহত্তর জাকার্তার জনসংখ্যা বছর কয়েক আগেই টোকিওকে ছাড়িয়ে গিয়েছে। আর সেই রিপোর্ট এই বাস্তবতাকেই তুলে ধরছে।
আরও পড়ুনঃ ট্রেনে পরিবেশন করা হচ্ছে ‘হালাল মাংস!’ রেলকে নোটিশ পাঠাল মানবাধিকার কমিশন
বলাবাহুল্য, রাষ্ট্রসঙ্ঘের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বিশ্বের ৮.২ বিলিয়ন মানুষের ৪৫ শতাংশই শহরে বসবাস করে। আর ১৯৫০ সালে তা ছিল মাত্র ৫ জনের মধ্যে ১ জন। আর মেগাসিটি অর্থাৎ ১ কোটি জনসংখ্যা যুক্ত শহরের সংখ্যা ১৯৭৫ সালে ছিল ৮টি। এখন তা দাঁড়িয়েছে ৩৩টিতে। এর মধ্যে এশিয়াতে রয়েছে ১৯টি। উল্লেখ্য, মালয়েশিয়ার কুয়ালালামপুর, ইথিওপিয়ার আদ্দিস আবাবা এবং ভারতের হাজিপুর ২০৫০ সালের মধ্যে নতুন মেগাসিটির তালিকায় যোগ দিতে পারে বলে রিপোর্ট।