সৌভিক মুখার্জী, কলকাতা: ঝুঁকিমুক্ত বিনিয়োগের ক্ষেত্রে LIC অনন্য নাম! আর সেই আস্থাকে আবারও পরিসংখ্যানে প্রমাণ করল তারা। 2025 সালের Brand Finance India 100 রিপোর্টে ভারতের চতুর্থ মূল্যবান ব্র্যান্ড হিসেবে উঠে এসেছে দেশের সবথেকে বড় সরকারি মালিকাধীন সংস্থা LIC!
রিপোর্ট বলছে, 2025 সালে LIC-র ব্র্যান্ড ভ্যালু দাঁড়িয়েছে প্রায় 13.6 বিলিয়ন ডলার, যা কিনা 2024 সালের 10.07 বিলিয়ন মার্কিন ডলারের তুলনায় প্রায় 35.1% বেশি। আর এই বৃদ্ধির পিছনে মূল চাবিকাঠি LIC-র উপর গ্রাহকদের দীর্ঘমেয়াদি আস্থা এবং ব্র্যান্ডের বিশ্বাসযোগ্যতা।
বিশ্বস্ততার নিরিখে বিশ্বের মধ্যে তৃতীয় স্থানে LIC
জানলে চমকে উঠবেন, ব্র্যান্ড ফাইন্যান্সের 2025 সালের রিপোর্ট বলছে, বিশ্বের তৃতীয় শক্তিশালী ইনস্যুরেন্স ব্র্যান্ড LIC! হ্যাঁ, এই সংস্থাটি 100-এর মধ্যে 87.9 BSI স্কোর করেছে এবং একটানা AAA রেটিংও ধরে রেখেছে। আসলে ভারতে এই বীমা সংস্থার জনপ্রিয়তা এবং বিশ্বাসযোগ্যতার জেরেই বিশ্বমঞ্চে নিজেদের দাপট দেখিয়ে বেড়াচ্ছে তারা।
শেয়ার বাজারেও পাকাপোক্ত ভিত
শুধু ব্র্যান্ড ভ্যালুর দিক থেকে নয়, বরং বাজার মূলধনের দিক থেকেও LIC একেবারে সেরাদের সেরা কাতারে স্থান পেয়েছে। হ্যাঁ, ভারতের সেরা 10 কোম্পানির মধ্যে LIC রয়েছে অষ্টম স্থানে। সংস্থাটির বর্তমান মার্কেট ক্যাপ বেড়ে দাঁড়িয়েছে 5.98 লক্ষ কোটি টাকা।
2024-25 অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে LIC-র নিট মুনাফা বৃদ্ধি পেয়েছে প্রায় 38%, যা রুপির অংকে দাঁড়াচ্ছে 19,339 কোটি টাকা। এদিকে গত বছর একই সময়ে এই অংক ছিল 13,782 কোটি টাকা। এমনকি সংস্থাটি এবার 12 টাকা চূড়ান্ত লভ্যাংশও ঠিক করেছে প্রতিটি শেয়ারে।
আরও পড়ুনঃ বিশ্বের বসবাস যোগ্য শীর্ষ ৫০ শহরের তালিকায় নেই ভারত! পাকিস্তান, বাংলাদেশ কততে?
বিমা খাতেও দাপট দেখাচ্ছে LIC
ভারতের বিমা খাতেও LIC-র দাপটে কোনও কমতি নেই। 2025-26 অর্থবর্ষের প্রথম দুই মাসে এই সংস্থার গ্রুপ প্রিমিয়াম বেড়েছে প্রায় 13.66%। আর শুধু মে মাসেই 14,374.87 কোটি টাকা গ্রুপ প্রিমিয়াম সংগ্রহ করেছে LIC, যেখানে 2024 সালের মে মাসে ছিল 12,632.26 কোটি টাকা।
এদিকে এই সময়ের মধ্যে সংস্থাটির নতুন ব্যবসার প্রিমিয়াম 10.27% বৃদ্ধি পেয়ে এখন দাঁড়িয়েছে প্রায় 18,405.04 কোটি টাকায়। পাশাপাশি গোটা দেশের জীবন বিমা খাতে 2025 সালের মে মাসে 30,463.20 কোটি টাকার প্রিমিয়াম সংগ্রহ করেছে LIC, যা বিগত বছরের তুলনায় প্রায় 12.68% বেশি।