সৌভিক মুখার্জী, কলকাতা: ভ্রমণ করার চিন্তা ভাবনা করছেন? তাহলে আপনার জন্য রইল দুর্দান্ত সংবাদ। 2025 সালে বিভিন্ন দেশ তাদের ভিসা নীতিতে (Visa Rules) বিরাট পরিবর্তন এনেছে। আর সেই পরিবর্তন ভারতীয় নাগরিকদের জন্য হয়ে উঠেছে সোনায় সোহাগা। কিন্তু কোন কোন দেশ কী কী সুবিধা দিচ্ছে? কোন দেশগুলিতে বিনা ভিসায় প্রবেশাধিকার রয়েছে? চলুন জেনে নেওয়া যাক আজকের প্রতিবেদনে। NDTV-র রিপোর্ট অনুযায়ী—
নিউজিল্যান্ড
চলতি বছরের 27 জানুয়ারি থেকে নিউজিল্যান্ড তাদের ভিজিটর ভিসার সাথে যুক্ত করেছে রিমোট ওয়ার্ক। হ্যাঁ, এখন থেকে আপনি যদি বিদেশের কোনো কোম্পানিতে কাজ করেন, তাহলে নিউজিল্যান্ডে ভ্রমণের পাশাপাশি আপনি বহুদিন পর্যন্ত রিমোট ওয়ার্ক করতে পারবেন। তবে শর্ত একটাই, মূল উদ্দেশ্য ঘোরাঘুরি হতে হবে। কাজ শুধুমাত্র সেকেন্ডারি অ্যাক্টিভিটি হিসেবে থাকবে।
দক্ষিণ আফ্রিকা
সম্প্রতি দক্ষিণ আফ্রিকা চালু করেছে ট্রাস্টেড ট্যুর অপারেটর স্কিম। এবার থেকে নির্দিষ্ট কোনো রেজিস্টার অপারেটরের মাধ্যমে গ্রুপ ভিসার জন্য আবেদন করা যাবে। এর ফলে ইন্ডিভিজুয়াল আবেদন করা লাগবে না এবং মাত্র 3 দিনেই আপনি হাতে পেয়ে যাবেন ভিসা। ভারত থেকে দক্ষিণ আফ্রিকায় ভ্রমণকারীর সংখ্যা দিনের পর দিন বাড়ার কারণেই এরকম পদক্ষেপ নেওয়া হয়েছে।
চিন
আজ অর্থাৎ, বুধবার চিনে অবস্থিত ভারতীয় দূতাবাস ঘোষণা করেছে যে, আগামী 24 জুলাই থেকে চিনা নাগরিকরা ভারতীয় পর্যটন ভিসার জন্য আবেদন করতে পারবে। গুয়াংডং প্রদেশের বাসিন্দারা বেইজিং, সাংহাই এবং গুয়াংজুর ভারতীয় ভিসা কেন্দ্রগুলিতে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। পাশাপাশি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে পাসপোর্ট ও প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে পারবে। প্রসঙ্গত, 2020 সালের করোনা মহামারীর কারণে ভারত এই পরিষেবা স্থগিত করেছিল। আর দীর্ঘ পাঁচ বছর পর তা ফের খুলতে চলেছে।
The Embassy of India in China announced via its Sina Weibo account on Wednesday that, starting from July 24, 2025, Chinese citizens can apply for a tourist visa to visit India after completing an online application, scheduling an appointment, and personally submitting their… pic.twitter.com/RlaGjdVsHe
— Global Times (@globaltimesnews) July 23, 2025
পালাউ
প্রশান্ত মহাসাগরের বুকে ছোট্ট এই দ্বীপ রাষ্ট্র পালাউ এখন ভারতীয় পাসপোর্টধারীদের জন্য 30 দিন ভিসা মুক্ত প্রবেশাধিকার দিচ্ছে। যদিও এই দেশের সঙ্গে ভারতের সঙ্গে কোনো সরাসরি বিমান সংযোগ নেই। কিন্তু ম্যানিলা, সিঙ্গাপুর অথবা তাইপেই হয়ে খুব সহজেই এখানে পৌঁছনো যায়।
ফিলিপিন্স
ফিলিপিন্সের মতো দেশ এবার ভারতীয়দের জন্য দুই রকমের ভিসা ফ্রি এন্ট্রি সুবিধা চালু করেছে। প্রথমত, সাধারণ পর্যটকদের জন্য 14 দিন ভিসা ফ্রি ভ্রমণের সুবিধা থাকছে। দ্বিতীয়ত, যদি আপনার আমেরিকা, জাপান বা শেনজেন ভিসা থাকে, তাহলে 30 দিন পর্যন্ত ভিসা ছাড়া ঘুরতে পারবেন।
আমেরিকা
ভিসার ক্ষেত্রে আমেরিকা নতুন কিছু নিয়ম চালু করেছে। 2025 সালের 1 অক্টোবর থেকে শিক্ষার্থী, ট্যুরিস্ট বা কর্মীদের জন্য সমস্ত নন-ইমিগ্রান্ট ভিসা আবেদনকারীকে 250 ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 21,600 টাকা অতিরিক্ত দিতে হবে। ফলে আমেরিকার ভিসার জন্য মোট খরচ দাঁড়াবে 41,000 টাকা।
কিন্তু ভবিষ্যতের শিক্ষার্থীদের এখন থেকে গত পাঁচ বছরের ব্যবহৃত সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ইউজার নেম জমা দিতে হবে। আর পুরনো পোস্ট মুছে ফেলা বা অ্যাকাউন্ট ডিলিট করলে তা ডেটা গোপন করারও চেষ্টা হিসেবে ধরা হবে।
আরও পড়ুনঃ সুরক্ষিত দেশের তালিকায় পাকিস্তানের পিছনে ভারত! হাল খারাপ আমেরিকা, ব্রিটেনের
স্লোভেনিয়া
যারা স্লোভেনিয়াতে ভ্রমণ করার স্বপ্ন দেখছেন, তাদের সেই স্বপ্ন বাস্তবে পরিণত হতে চলেছে। 21 নভেম্বর, 2025 থেকে চালু হচ্ছে ডিজিটাল নোমাড ভিসা। যারা বিদেশী সংস্থায় কাজ করে, তারা স্লোভেনিয়ায় এবার এক বছরের জন্য পরিবার নিয়ে থাকতে পারবে। তবে এটি নন-রিনিউয়েবল ভিসা। পুনরায় আবেদন করতে হলে ছয় মাস স্লোভেনিয়ার বাইরে থাকতে হবে।