ভোটার আইডি তৈরির জন্য আর দরকার পড়বে না আধার, PAN কার্ডের

প্রীতি পোদ্দার, কলকাতা: প্যান কার্ড তৈরির ক্ষেত্রে আধার কার্ড এখন আবশ্যিক। এমনকি এই সময়ে দাঁড়িয়ে প্যান কার্ড এবং আধার কার্ডের গুরুত্ব অনেক। কিন্তু এবার সেই গুরুত্ব মানতে নারাজ জাতীয় নির্বাচন কমিশন। জানা গিয়েছে আধার এবং প্যান কার্ড দিয়ে নাকি আর বানানো যাবে না ভোটার কার্ড।

আধার এবং প্যান কার্ড প্রামাণ্য নথি নয়!

সামনের বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। আর তার আগেই শাসক থেকে বিরোধী সবাই যখন ভোটার তালিকায় ভুতুড়ে ভোটার খোঁজার সন্ধান করতে মাঠে নেমে পড়েছেন। সেখানেই একের পর এক গুরুতর অভিযোগ উঠে আসছে।

কখনও দেখা যাচ্ছে কারোর আধার কার্ড জাল তো কখনো আবার দেখা যাচ্ছে জন্মের শংসাপত্র এবং প্যানকার্ডও জাল। যার দরুন এই পরিস্থিতিতে জেলায় জেলায় নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আধিকারিকেরা আধার কার্ড এবং প্যান কার্ডকে প্রামাণ্য নথি হিসেবে গ্রহণ করতে চাইছেন না।

কোন নথি খাটবে ভোটার কার্ডের জন্য?

প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে, এখন থেকে ভোটার কার্ডে বয়স সংশোধনের ক্ষেত্রে গ্রাহকের আধার কার্ডকে প্রামাণ্য নথি হিসেবে গ্রহণ করা হবে না। সে ক্ষেত্রে বড়জোর প্যান কার্ড গ্রহণযোগ্য হলেও আধার কার্ড একদমই গ্রহণযোগ্য নয়।

তবে নতুন ভোটার কার্ড পেতে গেলে সেক্ষেত্রে আধার বা প্যান কার্ড কোনোটাই প্রামাণ্য নথি হিসেবে গৃহীত হবে না। বদলে জন্মের শংসাপত্র, বোর্ডের অ্যাডমিট কার্ড, প্রাথমিক বিদ্যালয়ের থেকে দেওয়া শংসাপত্র প্রামাণ্য নথি হিসেবে জমা নেওয়া যাবে। l

আরও পড়ুন: দিলীপ ঘোষের দলবদলের জল্পনা নিয়ে মুখ খুললেন শমীক ভট্টাচার্য

ইতিমধ্যেই জাতীয় নির্বাচনের এই নির্দেশ জেলায় জেলায় বুথ লেভেল অফিসার, ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (এইআরও)-দের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বার্তাও দেওয়া হয়েছে। আশা করা যাচ্ছে এই উপায়ে দেশে ভুয়ো ভোটার কার্ডের বাড়বাড়ন্ত কমবে।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক আধিকারিক জানিয়েছেন, “ ইদানিং ভুয়ো আধার কার্ড এতটাই বেড়েছে যে সেটাকে পরিচয়ের প্রমাণ হিসেবে মান্যতা দেওয়া খুব ঝুঁকিপূর্ণ। সেই কারণেই কমিশনের তরফেও নথি নিয়ে বেশ কড়াকড়ি হচ্ছে।”

Leave a Comment