সৌভিক মুখার্জী, কলকাতা: চলতি বছরেই বিধানসভা নির্বাচন। তবে তার আগে সংগঠনকে আরও শক্তিশালী করার জন্য এবার বিরাট পদক্ষেপ নিলে ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি (BJP State Committee)। হ্যাঁ, আজ রাজ্য সভাপতি শ্রী শ্রমিক ভট্টাচার্য দলের সোশ্যাল মিডিয়া, আইটি এবং মিডিয়া বিভাগের একাধিক গুরুত্বপূর্ণ পদে নতুন দায়িত্ব প্রাপ্তদের নাম ঘোষণা করেছেন। ফলে রাজনৈতিক লড়াইয়ে এবার জোরকদমে এগোতেই প্রস্তুত পদ্ম শিবির, এমনটাই মত বিশেষজ্ঞদের। কাকে কোন পদ দেওয়া হল?
রাজ্য সোশ্যাল মিডিয়া বিভাগে নতুন দায়িত্ব
ডিজিটাল প্ল্যাটফর্মে দলের উপস্থিতি এবার আরও শক্তিশালী করার জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সোশ্যাল মিডিয়া বিভাগে বিজেপির তরফ থেকে যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তাঁরা হলেন—
- ইনচার্জ পদে শ্রী সপ্তর্ষি চৌধুরী।
- কো-ইনচার্জ পদে প্রীতম ভট্টাচার্য, বিজয় ঘোষাল, উপমুন্য ভট্টাচার্য এবং রাকেশ বোস।
বিশেষ করে এই টিমের উপরেই সোশ্যাল মিডিয়ায় দলের বার্তা দ্রুত এবং কার্যকরভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব থাকবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন: শিক্ষকদের পেনশন, গ্র্যাচুইটির নিয়মে বদল আনছে রাজ্য সরকার!
আইটি বিভাগে কাদের নিয়োগ করা হল?
তথ্য প্রযুক্তি এবং ডিজিটাল ব্যবস্থাপনাকে আরও মজবুত করার জন্য এবার আইটি বিভাগেও নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। আইটি বিভাগের এই টিম ডিজিটাল ক্যাম্পেইন থেকে শুরু করে ডেটা ম্যানেজমেন্ট বা প্রযুক্তিগত সহায়তায় গুরুত্বপূর্ণ তদারকি করবে। তালিকায় রয়েছেন—
- ইনচার্জ পদে শ্রী জয় মল্লিক।
- কো-ইনচার্জ পদে শ্রী রামোজ্যোতি সরকার, রত্নেশ সিং, শুভজিৎ কর্মকার এবং সব্যসাচী রায়।

আরও পড়ুন: ভোটার তালিকায় নাম তুলতে এবার গ্রাহ্য হবে CAA শংসাপত্র, বড় ঘোষণা কমিশনের
মিডিয়া বিভাগে কাদের নিয়োগ করা হল?
এদিকে দলের মুখপাত্র এবং মিডিয়া সমন্বয়ের ক্ষেত্রেও বেশকিছু রদবদল করা হয়েছে। জানা গিয়েছে, এবার প্রধান মুখপাত্র হিসেবে নিযুক্ত করা হচ্ছে শ্রী দেবজিৎ সরকারকে, মিডিয়া আহ্বায়ক পদে নিযুক্ত করা হচ্ছে বিমল শংকর নন্দকে এবং মিডিয়া সহ-আহ্বায়ক পদে নিযুক্ত করা হচ্ছে চন্দ্রশেখর বাসুতিয়াকে। মিডিয়ার মাধ্যমে দলের অবস্থান এবং ধারণাগুলোকে আরও স্পষ্টভাবে তুলে ধরাই তাঁদের মূল লক্ষ্য হবে। আর বিধানসভা নির্বাচনের আগে দলের অন্দরে এই পরিবর্তন রাজনৈতিক মহলেও যে চাপানউতোর সৃষ্টি করবে তা বলার অপেক্ষা রাখে না।
Hey everyone, betappcassino is giving it its all. Easy to browse and get to what you’re looking for. Have a look at betappcassino