বিক্রম ব্যানার্জী, কলকাতা: বেআইনিভাবে জায়গা দখল করে রাখার অভিযোগে ভাঙা হয়েছিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এক শাখার সিঁড়ি। আর তারপরই মই দিয়ে ব্যাঙ্কের ভেতরে প্রবেশ করানো হল গ্রাহকদের। যেই দৃশ্য (SBI Viral Video) ইতিমধ্যেই চমকে দিয়েছে নেট নাগরিকদের। ঘটনাস্থল, ওড়িশার ভদ্রকের চরম্পা বাজার। সেখানকারই এক SBI শাখায় প্রাণের ঝুঁকি নিয়ে প্রবেশ করলেন গ্রাহকরা!
গাড়ির উপর মই তুলে তা দিয়েই গ্রাহকদের ঢোকানো হচ্ছে ব্যাঙ্কে!
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা গিয়েছে, ওড়িশার ভদ্রকের একটি SBI শাখার সামনে দাঁড়িয়ে রয়েছে বড় ট্রাক। তার উপরেই উঠেছেন কয়েকজন ব্যাঙ্ক কর্মী। শুধু তাই নয়, ট্রাকের উপরেই তোলা হয়েছে একটি মই। সেই কাঠের মই বেয়ে একে একে ব্যাঙ্কে ঢুকছেন তাঁরা। একই অবস্থা গ্রাহকদেরও। প্রাণের ঝুঁকি নিয়ে তাঁদেরও ওই সরু মই বেয়ে ঢুকতে হচ্ছে শাখায়। যেই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই একেবারে তাজ্জব হয়ে গিয়েছেন নেট দুনিয়ার মানুষজন। প্রশ্ন উঠছে, কেন এমন চূড়ান্ত অব্যবস্থা SBI র?
ওড়িশা টিভির এক রিপোর্ট অনুযায়ী, চরম্পা বাজার সংলগ্ন ভদ্রক রেলওয়ে স্টেশন পর্যন্ত বিভিন্ন অবৈধ নির্মাণ উচ্ছেদের কাজ চলছিল। সেই সময়েই স্টেশন সংলগ্ন একাধিক দোকান, এবং অস্থায়ী ঘর ভেঙে ফেলা হয়। স্থানীয় সূত্রে খবর, SBI এর ওই শাখার সামনের সিঁড়িটি অবৈধভাবে দখলকৃত জমির উপর তৈরি করা হয়েছে জানতে পেরে, সেটি ভেঙে দেন দায়িত্বরতকর্মীরা। আর তারপরই SBI ভবনটিতে প্রবেশের কোনও পথ না পেয়ে শেষ পর্যন্ত বিকল্প হিসেবে ট্রাকের উপর মই দিয়ে কোনও মতে ব্যাঙ্কে প্রবেশ করছেন কর্মী থেকে শুরু করে গ্রাহকরা।
অবশ্যই পড়ুন: তৃতীয় নারীর সাথে সম্পর্ক স্মৃতি মান্ধানার হবু স্বামী পলাশের? মুখ খুললেন ‘ননদ’ পলক
নোটিস সত্বেও পিছু হটেনি ব্যাঙ্ক কর্তৃপক্ষ
ইন্ডিয়া টুডের এক রিপোর্ট অনুযায়ী, বহু আগেই ব্যাঙ্ক কর্তৃপক্ষ এবং ওই ভবনের মালিককে বেআইনিভাবে জায়গা দখল করে সিঁড়ি তৈরির বিষয়ে বেশ কয়েকটি নোটিস দেওয়া হয়েছিল। কিন্তু তা সত্বেও নিজেদের অবস্থান থেকে সরেনি তারা। শেষ পর্যন্ত বারবার নোটিস জারি করা সত্ত্বেও কাজ না হওয়ায় শেষ পর্যন্ত সাব কালেক্টর, তহসিলদার, স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ থেকে শুরু করে অন্যান্য কর্মকর্তাদের তত্ত্বাবধানে ভাঙা হয় ওই ব্যাঙ্কের সামনের সিঁড়িটি।
জানা গিয়েছে, দখলবিরোধী অভিযান সম্পর্কে জনগণকে জানানোর জন্য টানা দুদিন ধরে মাইকিং চালানো হয়। তাতেও কাজ না হওয়ায় শেষ পর্যন্ত SBI এর ওই শাখার সিঁড়িটি ভেঙে ফেলা হয়। তাতেই দুর্ভোগ একেবারে চরম এ উঠেছে গ্রাহকদের। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, আপাতত কাজ চালানোর জন্য ট্রাকের উপর কাঠের মই দিয়ে যেভাবে গ্রাহক থেকে কর্মীদের ভবনে প্রবেশ করানো হচ্ছে তাতে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা যেমন বেড়েছে তেমনই বেড়েছে গ্রাহকদের উদ্বেগ।