মাদুরোর পর ভেনেজুয়েলার অন্তর্বর্তী রাষ্ট্রপতি হলেন ডেলসি রদ্রিগেজ! কী তাঁর পরিচয়?

Delcy Rodríguez

সৌভিক মুখার্জী, কলকাতা: মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের পর ভেনেজুয়েলার রাজনীতিতে এখন তীব্র বিতর্ক। রাজধানী কারাকাস থেকে শুরু করে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো এবং তাঁর স্ত্রীকে নিউইয়র্কে নিয়ে যাওয়ার পর প্রশ্ন উঠছে, তাহলে এবার দেশ চালাবেন কে? তবে সেই প্রশ্নের উত্তর দিল দেশের সুপ্রিম কোর্ট। হ্যাঁ, সর্বোচ্চ আদালতের নির্দেশে ভেনেজুয়েলার উপ-রাষ্ট্রপতি ডেলসি রদ্রিগেজকে (Delcy Rodríguez) অন্তর্বর্তী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিতে বলা হল। আর পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তিনিই প্রশাসনিক দায়িত্বে থাকবেন।

কী বলল ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট?

আদালতের রায়ে স্পষ্ট জানানো হয়েছে, দেশের প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখার জন্য এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য ভেনেজুয়েলার উপ-রাষ্ট্রপতি ডেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করতে হবে। আর এই নির্দেশ কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি ভেনেজুয়েলার ক্ষমতার শীর্ষে উঠে এসেছেন।

আরও পড়ুন: এক একটি বন্দে ভারত স্লিপার কোচের দাম কত? কিছুদিন পরেই চলবে হাওড়া থেকে

কে এই ডেলসি রদ্রিগেজ?

একাধিক রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, ডেলসি রদ্রিগেজ ভেনেজুয়েলার রাজনীতিতে পরিচিত এবং প্রভাবশালী এক নাম। ২০১৮ সাল থেকে তিনি ভেনেজুয়েলার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন। আর তিনি পেশায় একজন আইনজীবী। পাশাপাশি কারাকাসের সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ ভেনেজুয়েলা থেকে আইন বিষয়ে পড়াশোনা করেছিলেন তিনি। এমনকি তিনি চাভিসমো রাজনৈতিক আন্দোলনের সঙ্গে যুক্ত প্রায় ২ দশকের বেশি সময় ধরে। আর প্রয়াত রাষ্ট্রপতি হুগো চাভেজ এবং বর্তমান রাষ্ট্রপতি মাদুরোর ঘনিষ্ঠ সহযোগী হিসাবে তিনি নাম কামিয়েছেন। মাদুরো নিজেই রদ্রিগেজকে তাঁর রাজনৈতিক লড়াইয়ের শক্ত ভরসা বলে উল্লেখ করেছিলেন এবং একাধিকবার সিংহিনী বলেও আখ্যা দিয়েছেন। পাশাপাশি তিনি ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী হিসেবেও একসময় দায়িত্ব পালন করেছিলেন।

আরও পড়ুন: ভারতের ১০ হাজার টাকা ভেনেজুয়েলায় কত? জানালে চমকে যেতে পারেন

উল্লেখ্য, মার্কিন বিদেশসচিব মার্কো রুবিওর সঙ্গে অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন ডেলসি রদ্রিগেজ। কিন্তু তিনি স্পষ্ট বলেছেন, নতুন দায়িত্ব গ্রহণ করলেও নিকোলাস মাদুরোকেই তিনি ভেনেজুয়েলার প্রকৃত রাষ্ট্রপতি হিসেবে মানেন। ডেলসির দাবি, এই অবস্থায় দেশের স্থিতাবস্থা ফেরানোই তাঁর প্রধান কাজ হবে।

Leave a Comment