সৌভিক মুখার্জী, কলকাতা: নাম এক, সবকিছু এক, তবে মানুষ দু’জন! শোনা যাচ্ছে, মার্ক জুকারবার্গ (Mark Zuckerberg) নাকি আরেক মার্ক জুকারবার্গের বিরুদ্ধেই মামলা করেছেন। একদিকে বিশ্ব বিখ্যাত টেক জায়ান্ট মেটার প্রধান মার্ক জুকারবার্গ, আর অন্যদিকে আমেরিকার ইন্ডিয়ানার এক আইনজীবী মার্ক এস জুকারবার্গ। নামের সঙ্গে মিল থেকেই শুরু হয়েছে জোর চাঞ্চল্য, যা ঘিরে সোশ্যাল মিডিয়ায় এখন ব্যাপক শোরগোল।
কেন মামলা করলেন আইনজীবী মার্ক এস জুকারবার্গ?
আসলে সম্প্রতি আইনজীবী মার্ক এস জুকারবার্গ দাবি তুলছেন, গত আট বছরে অন্তত পাঁচবার তাঁর ফেসবুক অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়েছে। কারণ হিসেবে ফেসবুক জানিয়েছে, তিনি নাকি অন্য কারো নাম ব্যবহার করছে। তবে বাস্তবে তাঁর নাম সম্পূর্ণ আলাদা। এই বারবার ব্লক হওয়ার ফলেই তাঁর পেশাগত জীবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিজ্ঞাপন দেওয়ার জন্য তিনি হাজার হাজার ডলার খরচ করেছিলেন। আর ফেসবুক সেই বিজ্ঞাপনও মুছে ফেলে। তাঁর দাবি, প্রায় ১১ হাজার ডলার যা ভারতীয় মুদ্রায় ৮.২ লক্ষ টাকা ক্ষতি হয়েছে তাঁর।
Attorney Mark Zuckerberg is suing Facebook CEO Mark Zuckerberg because his Facebook account keeps getting deleted
Facebook believes he’s impersonating Mark Zuckerberg because his name is Mark Zuckerberg pic.twitter.com/TXjgZnGcN9
— Dexerto (@Dexerto) September 4, 2025
এমনকি স্থানীয় টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে আইনজীবী মার্ক এস জুকারবার্গ বলেছেন, এটা ঠিক যেমন আপনি টাকা হাতে হাইওয়েতে বড় কোনো হোর্ডিং লাগালেন, আর কেউ এসে সেই হোর্ডিং কাপড় দিয়ে ঢেকে দিল, এমনটাই। আমি যে পরিষেবার জন্য টাকা দিয়েছিলাম, তার কোনো সুবিধাটুকুও আমি পাইনি।
আইনজীবী দাবি করছেন, তিনি তাঁর পরিচয় প্রমাণ করতে সর্বত্র চেষ্টা করেছেন। ফটো আইডি থেকে শুরু করে ক্রেডিট কার্ড, এমনকি নিজের ছবি পর্যন্ত ফেসবুকে লাগিয়েছেন। তিনি বলেছেন, আমার নাম তো সবসময় মার্ক ছিল। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ খ্যাতি পাওয়ার অনেক আগেই এই নাম আমার। তবুও ফেসবুক আমার কথা বিশ্বাস করছে না।
মেটার তরফ থেকে ভুল স্বীকার
তবে অবশেষে এই মামলার পর মেটা নিজেদের ভুল স্বীকার করেছে। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে যে মার্কের অ্যাকাউন্ট ভুলবসতই ব্লক করে দেওয়া হয়েছিল। এর জন্য তাঁর ক্ষমাপ্রার্থী। এমনকি তাঁর অ্যাকাউন্ট আবার চালু করে দেওয়া হয়েছে, আর মেটা আরো বলেছে, ভবিষ্যতে যাতে এরকম কোনো ভুল আর না হয় তার জন্য কড়া ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুনঃ ‘আজকের পরীক্ষাতেও আছে অযোগ্যরা, মামলা হবেই!’ বিস্ফোরক সুমন বিশ্বাস
আইনজীবী মার্ক এস জুকারবার্গ নিজের অভিজ্ঞতা তুলে ধরতে একটি ওয়েবসাইটও তৈরি করে ফেলেছেন। আর সেখানে তিনি লিখেছেন, নামের কারণে তাঁকে কীভাবে অকারণে সমস্যায় পড়তে হয়েছে। শুধু তাই নয়, একবারে ওয়াশিংটন রাজ্য সরকার ভুল করে এই মামলার নোটিশ পাঠিয়ে দিয়েছিল।