মার্চ মাস পর্যন্ত হাওড়া, কলকাতা, সাঁতরাগাছি থেকে বাতিল একগুচ্ছ ট্রেন

Indian Railways cancelled train list from Howrah Kolkata and other divisions

বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত ডিসেম্বর থেকেই শুরু হয়েছে ঠান্ডার নতুন ইনিংস। তাতে ভারী পোশাক ছাড়া টেকা দেয়। বেলা পেরিয়ে রাত গড়ালেই ঘন কুয়াশায় ঢেকে যায় রাস্তাঘাট। তাতে সড়কপথে যাতায়াতে যেমন যানবাহনের সমস্যা হয় তেমনই বিঘ্ন ঘটে ট্রেন চলাচলেও। ঘন কুয়াশা এবং তীব্র ঠান্ডার কারণে দৃশ্যমানতা কমে যায়। ফলে ট্রেনের চালকের পক্ষে রেলগাড়ির ছোটানো বেশ কষ্টকর হয়ে পড়ে। এবার সেসব কথা ভেবেই যাত্রীদের নিরাপত্তার স্বার্থে কমানো হয়েছে ট্রেনের গতি। তবে এখানেই থেমে থাকেনি রেল (Indian Railways)। ইতিমধ্যেই বাতিল করা হয়েছে একগুচ্ছ ট্রেন। কিছু ট্রেন সাময়িক ভাবে বাতিল করা হলেও কয়েকটি ট্রেন সম্পূর্ণরূপে বাতিল করে দেওয়া হয়েছে রেলের তরফে। তাতে বেশ সমস্যায় পড়তে হচ্ছে নিত্য যাত্রীদের।

মার্চ মাস পর্যন্ত বাতিল থাকবে একাধিক ট্রেন

রেল সূত্রে খবর, প্রচন্ড ঠান্ডা এবং ঘন কুয়াশার কারণে যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল করা হচ্ছে 20টি ট্রেন। এছাড়াও আগামী মার্চ মাস পর্যন্ত বেছে বেছে কয়েকটি ট্রেন বাতিল করেছে রেল। সেই তালিকায় নাম রয়েছে, পাটনা, হাওড়া, প্রয়াগরাজ, অমৃতসর, কামাক্ষা, কলকাতা, আম্বালা এমনকি আজমেড় সহ একাধিক বড় রুটের ট্রেনের। চলুন এক নজরে দেখে নেওয়া যাক মার্চ মাস পর্যন্ত কোন কোন ট্রেন বাতিল থাকছে।

এই ট্রেনগুলি বাতিল রয়েছে

হাওড়া-দেরাদুন

হাওড়া থেকে দেরাদুন উপাসনা এক্সপ্রেস আপ এবং ডাউন দুই ট্রেনের প্রথমটি আগামী 27 ফেব্রুয়ারি এবং দ্বিতীয়টি 28 ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল থাকবে।

কলকাতা-ঝাঁসি

বীরাঙ্গনা লক্ষীবাঈ ঝাঁসি-কলকাতা এক্সপ্রেস এবং কলকাতা থেকে বীরাঙ্গনা লক্ষীবাঈ ঝাঁসি এক্সপ্রেস ট্রেন দুটির মধ্যে প্রথম ট্রেনটি 27 ফেব্রুয়ারি পর্যন্ত এবং দ্বিতীয় ট্রেনটি 1 মার্চ পর্যন্ত বাতিল থাকবে।

মালদা-নয়া দিল্লি

14003 মালদা টাউন-নয়াদিল্লি এক্সপ্রেস আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল থাকবে। একইভাবে 14004 নয়া দিল্লি থেকে মালদা টাউন এক্সপ্রেস 26 ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল থাকবে।

বারাউনি-আম্বালা

ট্রেন নম্বর 14523 বারাউনি-আম্বালা হরিহর এক্সপ্রেস আগামী 26 ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল থাকবে। একইভাবে ট্রেন নম্বর 14524 আম্বালা-বারাউনি হরিহর এক্সপ্রেস আগামী 24 ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল থাকবে।

পূর্ণিয়া-অমৃতসর

14617 পূর্ণিয়া কোর্ট থেকে অমৃতসর জনসেবা এক্সপ্রেস আগামী 2 মার্চ পর্যন্ত বাতিল থাকবে। একইভাবে 14618 অমৃতসর-পূর্ণিয়া কোর্ট জনসেবা এক্সপ্রেস 28 ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল থাকছে।

ডিব্রুগড়-চন্ডিগড়

15903 ডিব্রুগড়-চন্ডিগড় এক্সপ্রেস এবং 15904 চন্ডিগড় থেকে ডিব্রুগড় যাওয়ার এক্সপ্রেস ট্রেন দুটি যথাক্রমে 27 ফেব্রুয়ারি এবং 1 মার্চ পর্যন্ত বাতিল থাকবে।

কামাখ্যা-গয়া/আনন্দ বিহার

15620 কামাখ্যা-গয়া এক্সপ্রেস ট্রেনটি 23 ফেব্রুয়ারি পর্যন্ত এবং 15619 গয়া-কামাখ্যা এক্সপ্রেস 24 ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল থাকছে। এছাড়াও 15621 কামাখ্যা-আনন্দ বিহার এক্সপ্রেস 26 ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল থাকবে। 15622 আনন্দ বিহার-কামাখ্যা এক্সপ্রেস 27 ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল থাকবে।

অবশ্যই পড়ুন: ফের ঝটকা টিম ইন্ডিয়ায়! পন্থের পর সিরিজ থেকেই বাদ তারকা অলরাউন্ডার

হাতিয়া-আনন্দ বিহার

হাতিয়া-আনন্দ বিহার এক্সপ্রেস ট্রেনটি 26 ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল থাকবে। একইভাবে আনন্দ বিহার-হাতিয়া এক্সপ্রেসটি 27 ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল থাকবে।

সাঁতরাগাছি-আনন্দ বিহার

সাঁতরাগাছি থেকে আনন্দ বিহার যাওয়ার আপ এবং ডাউন অর্থাৎ 22857 ও 22858 দুটি ট্রেন যথাক্রমে আগামী 2 মার্চ এবং 3 মার্চ পর্যন্ত বাতিল থাকবে।

টাটা-অমৃতসর

18103 টাটা-অমৃতসর এক্সপ্রেস আগামী 25 ফেব্রুয়ারি এবং অমৃতসর-টাটা 18104 এক্সপ্রেস ট্রেনটি 27 ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল থাকবে।

Leave a Comment