মিথ্যা বলেছে BCB, নিজের ইচ্ছায় BPL ছেড়েছি! জানালেন ঋধিমা পাঠক

Ridhima Pathak BPL she reacts on BCb’s lies

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বুধবার সকাল থেকেই এক ভারতীয়কে বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে বাদ দেওয়ার খবরে শোরগোল পড়েছে নানা মহলে (Ridhima Pathak BPL)। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছিল, ভারতের ঋধিমা পাঠককে BPL থেকে বাদ দেওয়া হয়েছে। অনেকে ধরেই নিয়েছিলেন, মুস্তাফিজুর রহমানের বদলা নিয়েছে BCB। তবে সেই খবর যে সত্যি নয় তা প্রকাশ্যে আনলেন খোদ ভারতীয় সঞ্চালিকা ঋধিমা। জানালেন, বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে তাঁকে বাদ দেওয়ার আগে তিনি নিজেই দায়িত্ব থেকে সরে গিয়েছেন।

মিথ্যা বলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড?

সদ্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে বাদ পড়ার বিষয় নিয়ে মুখ খুলেছেন ভারতের ঋধিমা পাঠক। তিনি লিখেছেন, “কয়েক ঘন্টা ধরে একটা বিষয় খুব শুনতে পাচ্ছি। আমাকে নাকি BPL থেকে বাদ দেওয়া হয়েছে। কিন্তু এটা সত্যি নয়। আমি ব্যক্তিগত বিশ্বাসের জায়গা থেকে BPL ছেড়ে দিয়েছি। আর যাই হোক আমার কাছে আমার দেশ সবার আগে-সব সময়।”

অবশ্যই পড়ুন: ১৩ বছর আগেকার বিশ্বরেকর্ড গুঁড়িয়ে দেওয়ার অপেক্ষায় বৈভব সূর্যবংশী

এদিন ভারতের ওই সঞ্চালিকা এও জানান, তিনি অন্যান্য সবকিছুর থেকে ক্রিকেট খেলাকে সবচেয়ে বেশি মূল্যবান মনে করেন। সেই ভাবনা চিন্তা থেকেই বিগত দিনগুলিতে ক্রিকেটের সাথে যুক্ত থেকে নিজের দায়িত্ব পালন করে এসেছেন ঋধিমা। বছরের পর বছর ধরে এই খেলায় সেবা করার সুযোগ পেয়েছেন তিনি। আগামীতেও সেটাই করে যাবেন। এদিন, বাংলাদেশ প্রিমিয়ার লিগ ছাড়ার পর যারা তাঁকে সমর্থন জানিয়েছিলেন তাঁদের সকলের উদ্দেশ্যে ধন্যবাদ জ্ঞাপন করেছেন ঋধিমা।

বলাই বাহুল্য, মুস্তাফিজুর রহমানকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে বাদ দেওয়ার পর জন্ম নেওয়া বিতর্কের মাঝেই গতকাল বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে ভারতীয় উপস্থাপক ঋধিমা পাঠককে সরিয়ে দেওয়ার দাবি করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবার সে বিষয়ে মুখ খুলে ওপার বাংলার ক্রিকেট বোর্ডের দাবি নস্যাৎ করে দিলেন ভারতীয় সঞ্চালিকা। বলে রাখি, এর আগে ইন্টারন্যাশনাল টি20 লিগ সহ বিশ্বের একাধিক ক্রিকেট লিগে কাজ করেছেন ঋধিমা।

অবশ্যই পড়ুন: শুধু চাল নয়, রেশন কার্ডে মিলবে আরও কিছু! নতুন নিয়ম আনল সরকার

উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশে হিন্দু হত্যার খবরে চটে ছিলেন দেশবাসী। তাতে নতুন মাত্রা যোগ করে কলকাতা নাইট রাইডার্সের মুস্তাফিজুর রহমানকে কেনা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলাম থেকে ওপার বাংলার কাটার মাস্টারকে 9 কোটি 20 লাখ টাকায় দলে নেওয়ার পর থেকেই তীব্র বিরোধিতা জানিয়েছিলেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। আর তারপরই শেষ পর্যন্ত বাংলাদেশের ক্রিকেটারকে IPL থেকে বাদ দেওয়ার নির্দেশ দেয় BCCI। যা নিয়ে এখনও নেভেনি বিতর্কে আগুন।

1 thought on “মিথ্যা বলেছে BCB, নিজের ইচ্ছায় BPL ছেড়েছি! জানালেন ঋধিমা পাঠক”

Leave a Comment