মিথ্যে বলে ৬ কোটি বাড়িয়েছে! অজি ব্যাটারকে নিয়ে BCCI র কাছে অভিযোগ PBKS-র

IPL Auction PBKS on Josh Inglis complained to BCCI

বিক্রম ব্যানার্জী, কলকাতা: মিটেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মিনি নিলাম। সব দলই কম-বেশি নিজেদের পছন্দের খেলোয়াড় কিনে দল ভরেছেন। তবে অখুশি শুধুই প্রীতি জিন্টার পাঞ্জাব কিংস। IPL শুরু হওয়ার আগেই এক বিদেশি ক্রিকেটারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করে ভারতীয় ক্রিকেট বোর্ডের দ্বারস্থ হলো PBKS (PBKS On Josh Inglis)। তাঁদের অভিযোগ, “অস্ট্রেলিয়ান ক্রিকেটার জস ইংলিস একেবারে মিথ্যে কথা বলে নিজের দাম 6 কোটি টাকা পর্যন্ত বাড়িয়ে নিয়েছেন।”

ঠিক কোন কারণে অজি তারকার বিরুদ্ধে এমন অভিযোগ?

গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পাঞ্জাব দলের হয়ে খেলেছিলেন অস্ট্রেলিয়ার তারকা উইকেট কিপার ব্যাটসম্যান ইংলিস। আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও পাঞ্জাব কিংসের হয়েই খেলার কথা ছিল তাঁর। সেই মতোই তাঁকে পুনরায় সই করানোর সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল শ্রেয়স আইয়ারের দল। তবে রিটেনশন তালিকা প্রকাশ করার ঠিক 45 মিনিট আগে অস্ট্রেলিয়ান ক্রিকেটার পাঞ্জাব ম্যানেজমেন্টকে জানান, 2026 সালে বিয়ের পরিকল্পনা রয়েছে তাঁর। সেক্ষেত্রে IPL এর একটা দীর্ঘ সময় দলকে দিতে পারবেন না তিনি। একথা শোনার পরই তড়িঘড়ি ইংলসকে ছেঁটে ফেলে PBKS।

আর তারপরই বাড়ল বিতর্ক। পাঞ্জাব দল থেকে বাদ পড়লেও মিনি নিলামের মঞ্চে অস্ট্রেলিয়ান ক্রিকেটারকে কেনার জন্য একেবারে কাড়াকাড়ি লেগে গেল। সানরাইজার্স হায়দরাবাদ এবং লখনউ সুপার জায়ান্টসের মধ্যে একটানা লড়াইয়ের পর শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ান ক্রিকেটারকে 8 কোটি 60 লাখ টাকা দিয়ে কিনে নেয় সঞ্জীব গোয়েঙ্কার LSG। সব মিলিয়ে, গত বছরের তুলনায় এবার অন্তত 6 কোটি টাকা বেশি পাচ্ছেন ইংলিস। আর সেটাই এবার পাঞ্জাব কিংসের ক্ষোভের কারণ হয়ে দাঁড়াল।

নিলামে বেশি বেশি অর্থে অস্ট্রেলিয়ান ক্রিকেটার বিক্রি হয়ে যাওয়ার পর পাঞ্জাব কিংসের সহ মালিক নেস ওয়াদিয়া একেবারে ক্ষোভ জাহির করে জানান, “জস আগে থেকেই জানতো যে আমরা ওকে রিটেইন করিয়ে নিতে পারি। তারপরেও ও রিটেনশন তালিকা প্রকাশ করার 45 মিনিট আগে যেভাবে আমাদের ফোন করে ওর সিদ্ধান্তের কথা জানালো, সেটা একেবারেই পেশাদারের মতো আচরণ নয়।” PBKS দলের অন্যতম মালিকের কথায়, মিথ্যে বলেছেন ইংলিস!

অবশ্যই পড়ুন: বদলে যাচ্ছে KKR-র মালিক! বিক্রি হয়ে যাবে শাহরুখের দল?

বোর্ডের দারস্থ PBKS

বেশ কয়েকটি সূত্র দাবি করছে, অস্ট্রেলিয়ান ক্রিকেটার আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলবেন সে কথা পাঞ্জাব কিংসের কাছে গোপন করে গিয়েছিলেন। তিনি আগে থেকেই জানতেন, নিলামে কোন দল তাঁকে বেশি অর্থ দিয়ে কিনে নিতে পারে। সেজন্যই বিয়ের প্রসঙ্গ তুলেছিলেন তিনি। শোনা যাচ্ছে, আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বেশি দাম পাওয়ার কারণে নিজের বিয়ের ছুটিতেও নাকি কাটছাঁট করতে পারেন এই অস্ট্রেলিয়ার উইকেট কিপার ব্যাটার। তাতে আখেরে লাভই হবে লখনউয়ের। এদিকে জসের এমন আচরণের কারণে এবার সরাসরি ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে অভিযোগ জানিয়েছে প্রীতির পাঞ্জাব কিংস। পরবর্তীতে দেখার বোর্ড এই অস্ট্রেলিয়ান ক্রিকেটারকে নিয়ে কোন পথে হাঁটে।

1 thought on “মিথ্যে বলে ৬ কোটি বাড়িয়েছে! অজি ব্যাটারকে নিয়ে BCCI র কাছে অভিযোগ PBKS-র”

Leave a Reply to bussbet Cancel reply