মিলবে না কোনও গ্যারান্টি! ডিজিটাল সোনায় বিনিয়োগ নিয়ে সতর্কবার্তা SEBI-র

Digital Gold

সৌভিক মুখার্জী, কলকাতা: বিনিয়োগকারীদের জন্য বড় খবর। সম্প্রতি শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া বা SEBI অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ডিজিটাল সোনা (Digital Gold) বা ই-গোল্ড পণ্য লেনদেনের বিরুদ্ধে বিনিয়োগকারীদের সতর্ক করল। হ্যাঁ, পাবলিক অ্যাডভাইজারি জারি করা হয়েছে সেবির তরফ থেকে। আর সেখানে স্পষ্ট বলা হয়েছে, এই বিনিয়োগ সংস্থাগুলি সেবি দ্বারা নিয়ন্ত্রিত নয়। তাই বিনিয়োগকারীদের ভবিষ্যতে পড়তে হতে পারে সমস্যায়।

কী বলা হল সেবির তরফ থেকে?

গত ৮ নভেম্বর ডিজিটাল সোনা বা ই-গোল্ডে বিনিয়োগ নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আর সেখানে স্পষ্ট বলা হয়েছে যে, শেয়ার বাজার ও মিউচুয়াল ফান্ডে বিক্রি হওয়া ডিজিটাল সোনার সঙ্গে অনলাইন প্ল্যাটফর্মে লেনদেন হওয়া হলুদ ধাতুর আকাশ পাতাল তফাৎ। কারণ, অনলাইন প্ল্যাটফর্মের সোনার কোনওরকম সিকিউরিটিজ বা ডেরিভেটিভ স্বীকৃতি নেই। তাই সোনার মূল্য কীভাবে নির্ধারিত হচ্ছে, তা বাজার নিয়ন্ত্রণকারী সংস্থা জানতে পারে না।

এমনকি এও উল্লেখ করা হয়েছে যে, নিয়ন্ত্রিত সোনার পণ্যগুলি শুধুমাত্র সেবিতে নিবন্ধিত মধ্যস্থতাকারীদের মাধ্যমেই লেনদেন করা যাবে। আর সেগুলি সেবি দ্বারা নির্ধারিত নয়। তাই ডিজিটাল সোনা বা ডিজিটাল ই-গোল্ডে লেনদেন সম্পূর্ণ সেবির নিয়ন্ত্রণের বাইরে। এদিকে সম্প্রতি কিছু অনলাইন প্ল্যাটফর্ম বিনিয়োগকারীদের ডিজিটাল সোনা বা ই-গোল্ডে বিনিয়োগের প্রস্তাব দিচ্ছে। এমনকি তারা এও বলছে, ডিজিটাল সোনা বাজারজাত করে বিক্রি করা হবে। তবে আসলে সব ভাওতাবাজি।

এদিকে সেবির তরফ থেকে বলা হয়েছে, এই ধরনের ডিজিটাল সোনার পণ্যগুলি সম্পূর্ণ নিয়ন্ত্রক সোনার পণ্য থেকে আলাদা। কারণ, এগুলি সিকিউরিজ হিসেবে নিয়ন্ত্রিত হয় না। এমনকি সেবির তরফ থেকে সতর্ক করা হয়েছে যে, এই পণ্যগুলি যেহেতু সেবির আওতায় বাইরে, তাই এগুলো দিয়ে বিনিয়োগ করলে ভবিষ্যতে সমস্যা হতে পারে।

আরও পড়ুনঃ সোনা, রুপোর দাম নিয়ে খারাপ খবর! আজকের রেট

বিনিয়োগকারীদের ঝুঁকির কারণ ই-গোল্ড

বিজ্ঞপ্তিতে সেবি জানিয়েছে যে, অনলাইন প্ল্যাটফর্ম থেকে ডিজিটাল সোনা কিনলে কোনওরকম রক্ষাকবচ পাওয়া যাবে না। অর্থাৎ, আপনার সোনার উপুর কোনও গ্যারান্টি দেওয়া হবে না। প্ল্যাটফর্ম বন্ধ হয়ে গেলে বা সাইবার অ্যাটাকের শিকার হলে সোনা বা টাকার কোনও সুরক্ষা দেওয়া হবে না। পাশাপাশি বাজার নিয়ন্ত্রক সংস্থা এই অনিয়ন্ত্রিত উপকরণগুলির বিনিয়োগের উপর নিষেধাজ্ঞাও জারি করছে। এই ধরনের ডিজিটাল সোনার পণ্য বিনিয়োগকারীদের জন্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই অবশ্যই বিনিয়োগের সময় মাথায় রাখুন এই বিষয়।

Leave a Comment