সৌভিক মুখার্জী, কলকাতা: সেপ্টেম্বরের শেষ বা অক্টোবরের শুরু নাগাদ অনুষ্ঠিত হবে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের মনিটরি পলিসি কমিটির বৈঠক। আজ সেই বৈঠক ঘিরে অর্থনীতির অন্দরে জল্পনা তুঙ্গে। দেশের সবথেকে বড় রাষ্ট্রয়াত্ত ব্যাঙ্ক এসবিআই এক রিপোর্টে জানিয়েছে, এই বৈঠকে সুদের হার 25 বেসিস পয়েন্ট কমানো (Repo Rate Cut) সবথেকে বড় সিদ্ধান্ত হতে পারে।
কেন কমানো উচিত সুদের হার?
স্টেট ব্যাঙ্কের মতে, বর্তমানে মূল্যস্ফীতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। আর আগামী অর্থবর্ষে মূল্যস্ফীতি আরও কমবে বলে অনুমান করা হচ্ছে। সেই প্রতিবেদনে স্পষ্ট বলা রয়েছে, যদি এবারও রিজার্ভ ব্যাঙ্ক সুদের হার না কমায়, তাহলে তা হবে টাইপ টু এরর। অর্থাৎ, সঠিক সময়ে সিদ্ধান্ত না নিয়ে অকারণে নিরপেক্ষ অবস্থান ধরে রাখবে তারা, যা অতীতে বহুবার ঘটেছে।
ওই প্রতিবেদনে আরও উল্লেখ করা রয়েছে, কেন্দ্রীয় ব্যাঙ্কের স্পষ্ট এবং সঠিক বার্তা এই নীতি নির্ধারণের সবথেকে বড় হাতিয়ার। আর সেপ্টেম্বর-অক্টোবর মাসে সুদের হার না কমালে তা সবথেকে অযৌক্তিক সিদ্ধান্ত হিসেবেই ধরা হবে। তাই 25 বেসিস পয়েন্ট সুদের হার কমানো এখন একমাত্র রাস্তা।
মূল্যস্ফীতি নিয়ে আশার আলো
উল্লেখ্য, সাম্প্রতিক মাসগুলিতে ভোক্তামূল্য সূচক 4% এর কাছাকাছি রয়েছে। আর সেপ্টেম্বর ও অক্টোবর মাসে তা 2% এর নীচে নামতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমনকি জিএসটি যুক্তিসঙ্গতকরণের প্রভাব ধরা হলে তা অক্টোবর মাসে নেমে 1.1% যেতে পারে, যা 2004 সালের পর সবথেকে কম। এদিকে 2019 সালে জিএসটির হার কমানোর পর কয়েক মাসের মধ্যে প্রায় 35 বেসিস পয়েন্ট পর্যন্ত মূল্যস্ফীতি তলানিতে ঠেকেছিল। আর সেই অভিজ্ঞতাও টেনে এনেছে স্টেট ব্যাঙ্ক।
কবে হবে বৈঠক?
রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, আরবিআই-এর মনিটরি পলিসি কমিটির বৈঠক হবে আগামী 29 ও 30 সেপ্টেম্বর এবং নীতিগত সিদ্ধান্ত নেওয়া হবে 1 অক্টোবর, 2025-এ। তাই বাজার বিশেষজ্ঞরা মনে করছে, এই বৈঠকেই সুদের হার অনেকটাই কমানো হতে পারে, যা শিল্প এবং বিনিয়োগ খাতে নতুন করে গতি আনবে। এখন দেখার রিজার্ভ ব্যাঙ্ক ঠিক কোন সিদ্ধান্তের পথে হাঁটে।