রাজধানী, শতাব্দী হোক বা বন্দে ভারত! এবার থেকে ট্রেনে ফ্রিতেই মিলবে এই জিনিস

Indian Railways (1)

সৌভিক মুখার্জী, কলকাতা: করোনা মহামারির পর ভারতীয় রেলে (Indian Railways) ভ্রমণের ক্ষেত্রে বেশ কয়েকটি পরিবর্তন আনা হয়েছে। তার মধ্যে সবথেকে বড় পরিবর্তন হল রাজধানী, শতাব্দী ও বন্দে ভারত এক্সপ্রেসে খাবার ঐচ্ছিক। অর্থাৎ, আপনার ইচ্ছা হলে খাবার নিতে পারবেন, আবার না হলে বাদ দিতে পারেন। এখন টিকিট বুক করার সময় খাবার চান কিনা তা নির্বাচনে করতে হবে। যদি আপনি ‘হ্যাঁ’ নির্বাচন করেন, তাহলে ভাড়ার সঙ্গে অতিরিক্ত ক্যাটারিং চার্জ যুক্ত হবে। যদি ‘নো ফুড’ নির্বাচন করেন, তাহলে শুধুমাত্র ভাড়া কাটা হবে।

সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে গুজব

তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কিছু গুজব ছড়াচ্ছিল যে, আপনি যদি প্রথমে ‘নো ফুড’ বিকল্পটি বেছে নেন, অর্থাৎ যদি খাবার অর্ডার না করেন, তাহলে হয়তো বিনামূল্যে এক লিটারের রেল নীর জলের বোতল পাবেন না। আসলে সোশ্যাল মিডিয়ায় এই ধরণের যা পোস্ট হচ্ছে তার কোনও বাস্তব ভিত্তি নেই। এই বিষয়ে রেলের আধিকারিকরাই স্পষ্ট বিবৃতি জারি করেছে।

সম্পূর্ণ বিনামূল্যে মিলবে এক লিটার জল

সম্প্রতি আইআরসিটিসি’র একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন যে, প্রত্যেক যাত্রী বিনামূল্যে একটি করে এক লিটার রেল নীর জলের বোতল পাবে, সে তারা খাবারের বিকল্প বেছে নিক বা না নিক। মোদ্দা কথা, জল আপনার খাবারের সাথে যুক্ত নয়। ট্রেনে ওঠার পরেই প্রতিটি সিটে একটি করে এক লিটারের জলের বোতল রাখা রাখা হবে।

আরও পড়ুনঃ লাল কেল্লায় বিস্ফোরণের পর দিল্লির স্কুল ও আদালতে ছড়াল বোমাতঙ্ক!

এদিকে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকজন পোস্ট করছেন যে, টিকিট কাটার সময় ‘নো ফুড’ অপশনটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর এতে ট্রেনের খাবার বাধ্যতামূলকভাবে খেতে হচ্ছে। আইআরসিটিসি হয়তো ‘নো ফুড’ অপশনটিকে ইচ্ছাকৃতভাবে সরিয়ে দিয়েছে। তবে আসলে তা নয়। কারণ, আইআরসিটিসি কিছু কৌশল করেই ‘নো ফুড’ বিকল্পটিকে টিকিট বুকিং এর জায়গা থেকে সামান্য সরিয়ে নীচের দিকে নিয়ে গিয়েছে। আগে যেখানে নাম, বয়স, লিঙ্গ, আসন পছন্দের পরেই ‘নো ফুড’ অপশন থাকত, সেক্ষেত্রে এখন একটু নীচের দিকে রাখা হয়েছে এই অপশন।

Leave a Comment