রাজ্যের সব কলেজের ইউনিয়ন রুম বন্ধের নির্দেশ হাইকোর্টের

প্রীতি পোদ্দার, কলকাতা: আর চলবে না দাদাগিরি! আজ থেকেই বন্ধ থাকবে সব কলেজের ইউনিয়ন রুম! রাজ্যের উচ্চ শিক্ষা দফতরকে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এইমুহুর্তে রাজ্য জুড়ে কসবা ল কলেজে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে উথাল পাথাল গোটা রাজ্য। আরজি কর কাণ্ডের স্মৃতি যেন স্পষ্ট ফুটে এল কসবার ল’ কলেজে। আর এই আবহে এবার কলেজের ইউনিয়ন রুম নিয়ে উঠে আসছে একাধিক অভিযোগ।

কেস ডায়েরি জমা দেওয়ার নির্দেশ আদালতের

ঘটনা সূত্রে জানা গিয়েছে গত ২৯ জুন, কসবা ল কলেজে এক আইনি ছাত্রীর গণধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে এক জনস্বার্থ মামলা দায়ের করেছিল কলকাতা হাইকোর্ট। আজ, বৃহস্পতিবার সেই মামলা শুনানির জন্য বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চে ওঠে।

তদন্তের সমস্ত নথি ভালো করে পর্যবেক্ষণের পর এদিন দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ রাজ্যকে তদন্ত রিপোর্ট এবং কেস ডায়েরি জমা দেওয়ার নির্দেশ দেয়। শুধু তাই নয় আদালত আরও স্পষ্ট জানিয়েছে যে, এই ঘটনা নিয়ে সংশ্লিষ্ট কলেজকেও হলফনামা জমা দিতে হবে। তখনই ওঠে কলেজের ইউনিয়ন রুমের প্রসঙ্গ।

ছাত্র সংসদ নির্বাচন নিয়ে প্রশ্ন!

আসলে গত কয়েক বছরে রাজ্যের প্রায় প্রতিটি কলেজে ছাত্র সংসদ নির্বাচন করা হয়নি। তাই প্রতিটি কলেজে যাতে ছাত্র সংসদ নির্বাচনের আয়োজন করা হয় তার দাবি জানিয়ে কয়েক বছর আগে একটি মামলা করা হয় কলকাতা হাইকোর্টে। জানা গিয়েছে সেই মামলা আজ বিচারপতি সৌমেন সেনের বেঞ্চে ওঠে। আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে এও উল্লেখ করেন,কোনও নির্বাচন না হওয়া সত্ত্বেও ইউনিয়ন চলছে কলেজগুলোতে, যা বেআইনি।

অনির্দিষ্টকালের জন্য বন্ধ হল ইউনিয়ন রুম!

তখনই পাল্টা প্রশ্ন করেন বিচারপতি সৌমেন সেন। তিনি আইনজীবি সায়ন বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করেন যে নির্বাচন না হলেও কি কলেজে অ্যান্টি র‍্যাগিং কমিটি থাকছে? তখন আইনজীবী বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানান যে কোনও কলেজে এমন কিছু দেখেননি তিনি।

সমস্ত মন্তব্য শোনার পর বিচারপতি সেন নির্দেশ দেয় যে, নির্বাচন না হওয়া পর্যন্ত আজ থেকে গোটা রাজ্যের সব কলেজের ছাত্র ইউনিয়নের রুম বন্ধ থাকবে। একমাত্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের অনুমতি নিয়েই ছাত্র ইউনিয়নের রুম খোলা যাবে।

আরও পড়ুন: ‘বিয়ের পর জোর করে আমাকে’, হাইকোর্ট খোরপোশের রায় দিতেই শামিকে নিয়ে বিস্ফোরক হাসিন

পরবর্তী শুনানি কবে?

এছাড়াও এদিন বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ রাজ্যকে নির্দেশ দিয়েছে যে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে কী ভাবছে রাজ্য সরকার, তা হলফনামা আকারে পরবর্তী শুনানির কয়েকদিন আগেই পেশ করতে হবে সরকারকে। জানা গিয়েছে আগামী ১৬ জুলাই মামলার পরবর্তী শুনানি হবে। অর্থাৎ তার আগে হলফনামা জমা দেবে রাজ্য।

এদিকে আদালতের এই সিদ্ধান্তে স্বাগত জানিয়েছেন যে SFI-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য। তাঁর বিশ্বাস এবার হয়ত কলেজের ইউনিয়ন রুমের চিত্র পরিবর্তন হবে।

3 thoughts on “রাজ্যের সব কলেজের ইউনিয়ন রুম বন্ধের নির্দেশ হাইকোর্টের”

  1. আদালতকে কঠোর সিদ্ধান্ত নেয়ার জন্য ধন্যবাদ জানাই

    Reply
  2. আদালত কঠোর সিদ্ধান্ত নিয়েছে এটা জেনে খুবই আনন্দিত হলাম

    Reply

Leave a Reply to sanjayadhikari2291975 Cancel reply