প্রীতি পোদ্দার, কলকাতা: নতুন বছরে বিয়ের সানাই বাজতে চলেছে গান্ধী পরিবারের! তবে রাহুল নয়, এবার তাঁর ভাগ্নে অর্থাৎ প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi) এবং রবার্ট বঢরার পুত্র রাইহান বঢরা দীর্ঘ দিনের প্রেমিকা আভিভা বেগের সঙ্গে বাগদান সারতে চলেছেন। অনুষ্ঠানটি হতে চলেছে অত্যন্ত গোপনীয়। সেক্ষেত্রে তাই কবে এই অনুষ্ঠানটি হতে চলেছে এই নিয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
সানাই বাজতে চলেছে গান্ধী পরিবারে
কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীর ছেলে রাইহান বঢরা সম্প্রতি তাঁর দীর্ঘদিনের বান্ধবী আভিভা বেগকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। সেই সময় নাকি রাজি হন তিনি। বিভিন্ন সূত্রের দাবি, দু’জনের পরিবারই এই সম্পর্কে সম্মতি জানিয়েছে। কিন্তু কবে তাঁদের বিয়ের অনুষ্ঠান হবে, তা নিয়ে আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা হয়নি দুই পরিবারের তরফে। কিন্তু জানা গিয়েছে আগামী কিছুদিনের মধ্যেই বাগদান হবে রাজস্থানে, তবে সেই অনুষ্ঠানটি হতে চলেছে অত্যন্ত গোপনীয়। যেখানে শুধুমাত্র উভয় পরিবারের ঘনিষ্ঠ সদস্যরাই উপস্থিত থাকবেন।
কে এই আভিভা বেগ?
জানা গিয়েছে আভিভা এবং তার পরিবার দিল্লিতেই থাকেন। দুই পরিবারই বেশ ঘনিষ্ঠ। আভিভা বেগ দিল্লির একজন পেশাদার ফটোগ্রাফার। রাইহান বঢরাকে মা প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে বেশ কয়েকবার দেখা গিয়েছে তাঁকে। এমনকি একবার রাহুল গান্ধীর সঙ্গেও একটি ভিডিওতে দেখা গিয়েছে। তবে রাজনীতি থেকে দূরেই থাকেন তিনি। অন্যদিকে একই পেশা রাইহানের। তাঁর বন্যপ্রাণের প্রতি ছোটবেলা থেকেই একটা টান রয়েছে। দশ বছর বয়স থেকেই ছবি তোলার প্রতি আগ্রহ ছিল রাইহানের। হাতে তুলে নিয়েছিলেন ক্যামেরা। তার পর থেকে সেটিকেই তাঁর জীবনের পেশা করেছেন।
আরও পড়ুন: আরও দামি হবে গ্যাস সিলিন্ডার? LPG-র ভর্তুকির নিয়মে বড় বদল আনার পথে সরকার
রাইহান এবং আভিভার আলাপ হয় কয়েক বছর আগে কর্মসূত্রেই। দু’জনেরই ভ্রমণ এবং ফটোগ্রাফির প্রতি আগ্রহ রয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সাত বছর ধরে রাইহান এবং আভিভার সম্পর্ক ছিল। তা অবশেষে পরিণতি পেতে চলেছে। আভিভা বেগ দিল্লির মর্ডান স্কুল এবং ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটিতে সাংবাদিকতা বিষয়ে পড়াশোনা করেছেন। তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইল সূত্রে জানা গিয়েছে তিনি একজন প্রযোজক বটে। অন্যদিকে রাইহান ভঢরা ফটোগ্রাফির পাশাপাশি শিল্পকলার সঙ্গেও জড়িত। এবার দেখার পালা কবে প্রিয়াঙ্কা-তনয় রাইহান বাগদান পর্ব সাড়েন।