সৌভিক মুখার্জী, কলকাতা: পাসপোর্ট বানাতে গিয়ে দিনের পর দিন লাইনে দাঁড়িয়ে থাকার দিন শেষ। সরকারের নতুন উদ্যোগে এবার পাসপোর্ট বানাতে আর কোনও জায়গায় যেতে হবে না। পাসপোর্ট ভ্যানই চলে আসবে আপনার দোরগোড়ায়। শুনতে অবাক লাগলেও একেবারে সত্যি। শুধুমাত্র অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিলেই হবে। নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে আপনার এলাকায় হাজির হবে মোবাইল পাসপোর্ট ভ্যান।
কী এই পাসপোর্ট ভ্যান পরিষেবা?
মিডিয়া রিপোর্টস অনুযায়ী, এই মোবাইল পাসপোর্ট সেবা মূলত সেই সমস্ত মানুষদের জন্যই তৈরি, যাদের বয়স বেশি বা অফিসে কাজের চাপে সময় পায় না, কিংবা যারা দূরদূরান্তের অঞ্চলে বাসে বসবাস করে। আর এই পরিষেবায় থাকবে বারোমেট্রিক মেশিন, ডকুমেন্ট স্ক্যানিং সিস্টেম, ক্যামেরা সহ আধুনিক সমস্ত সেটআপ।
এবার আপনি যখন অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন, তখন নির্ধারিত দিনে ভ্যানটি আপনার বাড়ির সামনে বা এলাকায় নির্দিষ্ট জায়গায় চলে আসবে। সেখানে আপনার নথিপত্র যাচাই করা হবে, ছবি তোলা হবে, বায়োমেট্রিক ও ফিঙ্গারপ্রিন্ট যাচাই করা হবে। এরপর ঠিক কিছুদিনের মধ্যেই তৈরি হয়ে যাবে আপনার পাসপোর্ট।
কারা পাবে এই পরিষেবা?
এই পরিষেবা মূলত প্রবীণ নাগরিক, কাজের চাপে ব্যস্ত পেশাজীবী এবং প্রত্যন্ত অঞ্চলের মানুষজনদের জন্যই নেওয়া হয়েছে। তবে হ্যাঁ, যে কেউ চাইলে সুবিধা নিতে পারে।
আরও পড়ুনঃ ১২,৫০০ টাকা বিনিয়োগ করে ১.০৩ কোটি রিটার্ন! বিরাট অফার দিচ্ছে PPF
কীভাবে পাবেন এই পরিষেবা?
পাসপোর্ট ভ্যানের পরিষেবা পেতে গেলে প্রথমে আপনাকে পাসপোর্ট সেবার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নতুন অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তারপর ‘Apply for Fresh Passport/Reissue’ অপশন বেছে নিতে হবে। এরপর প্রয়োজনীয় সমস্ত তথ্য সঠিকভাবে ইনপুট করতে হবে এবং ভেরিফাই করতে হবে। তারপর অ্যাপয়েন্টমেন্ট বুক করার সময় মোবাইল পাসপোর্ট সেবা অপশনটিকে সিলেক্ট করে দিতে হবে। তারপর সুবিধাজনক সময় এবং তারিখ বেছে নিলেই কাজ শেষ।
তবে জানিয়ে রাখি, এই পরিষেবা প্রথম শুরু হয়েছে মধ্যপ্রদেশের ভোপাল এবং তার আশেপাশের কিছু গ্রামীণ এলাকায়। এছাড়াও কাশ্মীরের কার্গিল, চেন্নাই এবং গোয়াতেও চালু হয়েছে পাসপোর্ট ভ্যান পরিষেবা। খুব শীঘ্রই এটি গোটা দেশে চালু হবে বলে মনে করা হচ্ছে। এখন শুধু সময়ের অপেক্ষা।