লাগবে না আধারের ফটোকপি! পরিচয় যাচাইয়ে নয়া পন্থা আনছে UIDAI

Aadhaar Verification

সৌভিক মুখার্জী, কলকাতা: স্কুল কলেজে বাচ্চাদের ভর্তি বলুন বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা কিংবা যে কোনও গুরুত্বপূর্ণ কাজে আধার কার্ড আমাদের দৈনন্দিন জীবনে সবথেকে অপরিহার্য ডকুমেন্ট। তবে সেই আধার নিয়েই এবার বিরাট পদক্ষেপ নিল ইউআইডিএআই বা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। এবার থেকে আর আধার কার্ডের জেরক্স কপি বা হার্ডকপি নিয়ে ঘুরতে হবে না। অনলাইনেই হবে সবকিছু যাচাই (Aadhaar Verification)।

সম্প্রতি ইউআইডিএআই-এর সিইও ভুবনেশ কুমার পিটিআইকে জানিয়েছে, একটি কাঠামো তৈরি করা হচ্ছে, যার মাধ্যমে অফলাইনে আধার যাচাই সম্পূর্ণ বন্ধ করা হবে এবং কিউআর ভিত্তিক আধুনিক আধার কার্ড চালু করা হবে। পাশাপাশি সরকারি অ্যাপের মাধ্যমেই যাচাই হবে আধারের পরিচয়। আমাদের মূল উদ্দেশ্য হবে কাগজভিত্তিক আধার যাচাইকরণ বন্ধ করা। ইতিমধ্যেই এই নতুন নীতির অনুমোদন সম্পন্ন হয়েছে।

বন্ধ হবে হোটেল, ইভেন্ট বা অন্যান্য জায়গায় অফলাইন যাচাইকরণ

এতদিন যাবৎ কোনও হোটেল, ইভেন্ট বা অন্য যে কোনও জায়গায় অফলাইনের মাধ্যমেই আধার যাচাই করা হতো। তবে সেক্ষেত্রে তাদের কাছে আধার কার্ডের হার্ড কপি বা জেরক্স কপি দিতে হতো। যার ফলে নিজের পরিচয় চুরির ভয় থেকে যেত। কিন্তু এবার নতুন অ্যাপের মাধ্যমে ডিজিটাল ভাবেই আধার কার্ড যাচাই করা হবে। ফলে নিজের তথ্য চুরির কোনওরকম সম্ভাবনা থাকবে না।

আরও পড়ুন: ইন্ডিগো বিভ্রাটের মাঝে নতুন এয়ারলাইন্স লঞ্চ করছে আম্বানির Jio? সোশ্যাল মিডিয়ায় উঠল ঝড়

অফলাইন যাচাইকরণের জন্য আসছে নতুন অ্যাপ

বলাবাহুল্য, ইতিমধ্যেই ইউআইডিএআই অফলাইনে আধার যাচাইকরণের জন্য একটি নতুন অ্যাপের বেটা টেস্ট করেছে। আর এই অ্যাপের ডেটা সম্পূর্ণ কেন্দ্রীয় ডেটাবেসের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করবে। এটি বিমানবন্দর থেকে শুরু করে যে কোনও ইভেন্ট বা হোটেলে যাচাইকরণ আরও ঝঞ্ঝাটমুক্ত করে তুলবে তা বলার অপেক্ষা রাখে না। পাশাপাশি ঠিকানা আপডেট করা বা মোবাইল নম্বর আপডেট এখন বাড়িতে বসেই করা যাবে। আরে গোটা সিস্টেম আগামী ১৮ মাসের মধ্যেই সম্পূর্ণভাবে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

Leave a Comment