সৌভিক মুখার্জী, কলকাতা: আগামী 2 ডিসেম্বর ভারতে লঞ্চ হতে চলেছে Vivo X300 এবং Vivo X300 Pro। চিনে লঞ্চ হওয়া এই ফ্লাগশিপ সিরিজ (Vivo X300 Series) ইতিমধ্যেই ক্রেতাদের মধ্যে উত্তেজনার পারদ পাঁচগুণ বাড়িয়ে তুলেছে। আর সেই আগ্রহকে আরও বাড়াতে সামনে এসেছে ভারতের বাজারে সম্ভাব্য দাম। সম্প্রতি জনপ্রিয় এক টিপস্টারের ফাঁস করা তথ্য অনুযায়ী এই সিরিজের দাম জানা গিয়েছে।
কত হতে পারে Vivo X300 এবং Vivo X300 Pro মডেলের দাম?
এক্স হ্যান্ডেলে টিপস্টার অভিষেক যাদব দাবি করছে, Vivo X300 এর দাম শুরু হতে পারে মোটামুটি 75,999 টাকা থেকে এবং এই দাম 12GB + 256GB ভেরিয়েন্টের জন্যই। অর্থাৎ, OnePlus 15 বা Oppo Find X9 এর তুলনায় Vivo X300 হতে পারে সবথেকে বেশি দামি ভেরিয়েন্ট। তবে প্রতিটি ভেরিয়েন্টগুলি নিয়ে যদি কথা বলি তাহলে—
- 12GB + 256GB ভেরিয়েন্টের দাম হতে পারে 75,999 টাকা।
- 12GB + 512GB ভেরিয়েন্টের দাম হতে পারে 81,999 টাকা।
- 16GB + 512GB ভেরিয়েন্টের দাম হতে পারে 85,999 টাকা।
অন্যদিকে আমরা যদি Vivo X300 Pro নিয়ে কথা বলি, তাহলে এর দাম দাঁড়াতে পারে মোটামুটি 1,09,999 টাকা থেকে। আর এটি 16GB RAM + 512GB ভেরিয়েন্টই পাওয়া যাবে। Oppo Find X9 Pro এর মতো শুধুমাত্র একটাই ভেরিয়েন্টে Pro মডেলটি বাজারে আসবে বলে অনুমান করা হচ্ছে।
তবে হ্যাঁ, আগে Vivo X300 এর একটি দাম ফাঁস হয়েছিল। সেখানে বলা হয়েছিল, এই মডেলের দাম শুরু হতে পারে মোটামুটি 74,999 টাকা থেকে। তবে নতুন লিক হওয়া দামে আরও 1000-2000 টাকা বেশি দেখানো হচ্ছে। যদিও লঞ্চের পর সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে।
দামের সঙ্গে থাকবে চোখ ধাঁধানো ফিচার
ভিভো ইতিমধ্যেই নিশ্চিত করেছে যে, ভারতে তারা এবার প্রিমিয়াম ক্যামেরা অ্যাক্সেসরি হিসাবে আনতে চলেছে Telephoto Extender Kit। আর এর দাম হতে পারে 20,999 টাকা। এই কিটের ভেতরে থাকবে Zeiss-এর 2.35x টেলিকনভার্টার লেন্স এবং আরও উন্নত অপটিক্যাল জুম। পাশাপাশি ক্যামেরা অ্যাপে আলাদা Teleconverter Mode থাকবে। আর NFC সাপোর্টও দেওয়া থাকবে।
আরও পড়ুনঃ বাদ ভারতসুন্দরী মণিকা বিশ্বকর্মা! মিস ইউনিভার্স ২০২৫-র খেতাব জয় মেক্সিকোর ফাতিমা বোশের
বিশেষ করে ক্যামেরা প্রযুক্তিতে এবার বিশাল আপগ্রেড করছে Vivo X300 সিরিজ। পাশাপাশি Zeiss লেন্সের সঙ্গে পার্টনারশিপ, প্রিমিয়াম এবং AI-ভিত্তিক উন্নত ফটো প্রসেসিং-এর জন্য সবার নজর কেড়েছে এই সিরিজ। আর সবথেকে বড় ব্যাপার, এই ফোনটি এখন OnePlus 15 ও Find X9 এর সরাসরি প্রতিদ্বন্দ্বী। তাই শুধু আগামী 2 ডিসেম্বরের অপেক্ষা।