লাগু নয়া নিয়ম! মোবাইল নম্বরের সাথে এই ছোট্ট ভুল করলেই বুক হবে না তৎকাল টিকিট

সৌভিক মুখার্জী, কলকাতা: মাসে শুরুতেই লাগু হচ্ছে একগুচ্ছ নতুন নিয়ম। আর তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হল রেলের তৎকাল টিকিট বুকিং (IRCTC Tatkal Ticket Booking) সংক্রান্ত নিয়ম। হ্যাঁ, যদি আপনার IRCTC অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা না থাকে, তাহলে আজ থেকে আর কাটতে পারবেন না তৎকাল টিকিট।

মোবাইল নাম্বারের অসাবধানতায় হতে পারে গোলমাল

অনেকে নিজের মোবাইল নম্বর দীর্ঘদিন ধরে রিচার্জ না করে রেখে দেন। হয়তো সেটি এখন আর ব্যবহারই করেন না, আবার ডুয়াল সিম হিসাবে ফোনে পড়ে রয়েছে। তবে এই ছোট্ট ভুলেই ডেকে আনতে পারে বিরাট সমস্যা। কারণ যদি ওই নম্বর IRCTC অ্যাকাউন্টে ব্যবহার করে থাকেন এবং যদি ওই নম্বরে আধার কার্ড লিঙ্ক করা না থাকে, তাহলে OTP পেতে সমস্যায় পড়তে পারেন। আর OTP না আসলে আধার ভেরিফিকেশনও হবে না।

এখন বাধ্যতামূলক আধার ভেরিফিকেশন

রেলের নয়া নিয়ম অনুযায়ী, IRCTC অ্যাকাউন্ট থেকে তৎকাল টিকিট কাটার আগে এবার বাধ্যতামূলক আধার ভেরিফিকেশন করতে হবে। আর এই ভেরিফিকেশন করতে গেলে প্রয়োজন হবে OTP, যা আপনার আধার লিঙ্কড নম্বরেই পাঠানো হবে। তাই যদি আপনার আধার নাম্বারের সঙ্গে যুক্ত নম্বরটি দীর্ঘদিন রিচার্জবিহীন হয়ে থাকে, তাহলে আর OTP পাবেন না এবং টিকিটও কাটতে পারবেন না।

আরও পড়ুনঃ চিনের উপর নির্ভরতার দিন শেষ! ভারতের কয়লা খনিতেই বিপুল পরিমাণ রেয়ার আর্থের হদিশ

এখন তাহলে কী করবেন?

এই সমস্যা থেকে বাঁচতে হলে অবশ্যই IRCTC অ্যাকাউন্টে আধার লিঙ্ক করা আছে কিনা, তা চেক করুন এবং সেই নম্বরটি চালু আছে কিনা দেখুন। পাশাপাশি IRCTC-র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রোফাইলে আধার আপডেট করুন এবং প্রয়োজনে বছরে একবার হলেও নম্বরটিকে রিচার্জ করুন।

আর শুধু মোবাইল নম্বর IRCTC অ্যাকাউন্টে নয়, বরং ইউপিআই, ব্যাঙ্ক, প্যান কার্ড থেকে শুরু করে ড্রাইভিং লাইসেন্স সহ একাধিক গুরুত্বপূর্ণ পরিষেবার সঙ্গে যুক্ত থাকে। তাই নম্বর বন্ধ হয়ে গেলে একাধিক সিস্টেম বাতিল হতে পারে। তাই আগেভাগেই সতর্ক হোন।

Leave a Comment