শনিতেও দুর্যোগের ঘনঘটা! অতি ভারী বৃষ্টিতে ভাসবে ৫ জেলা, আগামীকালের আবহাওয়া

প্রীতি পোদ্দার, কলকাতা: অবশেষে শক্তি হারিয়েছে নিম্নচাপ (West Bengal Weather Update)। ঝাড়খণ্ডের দিকে ধীরে ধীরে নিম্নচাপ সরে যাচ্ছে৷ তবে রেশ এখনও কাটেনি। এখনো মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে। সবমিলিয়ে তাই আগামী কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। তবে এখনই আর্দ্রতাজনিত অস্বস্তিকর আবহাওয়ার হাত থেকে রেহাই নেই রাজ্যবাসীর।

সরে যাচ্ছে নিম্নচাপ

আবহাওয়া দফতর জানিয়েছে, বাংলাদেশের উপর সক্রিয় হয়েছে মৌসুমী অক্ষরেখা। সঙ্গে রয়েছে একটি সুস্পষ্ট নিম্নচাপ, যা বর্তমানে ঝাড়খণ্ডের দিকে সরে গেছে। পাশাপাশি, পাঞ্জাব থেকে অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি অক্ষরেখা। আর এই তিনটির প্রভাবে রাজ্যের উত্তর ও দক্ষিণবঙ্গজুড়ে আগামী কয়েকদিন বৃষ্টি চলবে। একনজরে দেখে নেওয়া যাক আগামীকাল কেমন থাকবে রাজ্যের আবহাওয়া।

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে আগামীকাল ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়নি। জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকে বেশ কিছু জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। হাওয়া অফিসের তরফ থেকে জানা গিয়েছে অতিভারী বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়ায়। বৃষ্টিতে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নিচে।

এছাড়াও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে বীরভূম, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, মুর্শিদাবাদ এই জেলাগুলিতে। তবে শুধু বৃষ্টি নয় তার সঙ্গে ৩০–৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে হলেও জানা গিয়েছে। এদিকে সকালের দিকে মনোরম পরিবেশ হলেও বাতাসে জলীয় বেশি থাকায় বেলা বাড়লে অস্বস্তি হতে পারে।

আরও পড়ুন: ১০ হাজার টাকা নিয়ে গেলে হয়ে যাবেন রাজা! ভারতীয় রুপির সামনে শিশু ইরানি রিয়াল

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

আগামীকাল অর্থাৎ শনিবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কোনও সতর্কতা জারি করা হয়নি। তবে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রবিবার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকি মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

Leave a Comment