শান্তিপুরে ৫০-৬০টি প্রতিমা ভাঙচুর! ঘটনার নিন্দা জানিয়ে ‘জঙ্গল রাজ’ আখ্যা অমিত মালব্যের

Amit Malviya on Shantipur Idol Vandalism

সৌভিক মুখার্জী, শান্তিপুর: রাজ্যে দিনের পর দিন টার্গেট হচ্ছে হিন্দু ধর্ম। মাস কয়েক আগে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে কালীমূর্তি ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গোটা রাজ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এমনকি সেই ভাঙা মা কালীর মূর্তি পুলিশ ভ্যানে করে নিয়ে যাওয়ারও অভিযোগ ওঠে। তবে এবার প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটল নদিয়ার শান্তিপুরে। হ্যাঁ, একনাগাড়ে কালী ও সরস্বতী প্রতিমা ভাঙচুর হয়েছে। এমনকি এক-দুটো নয়, বরং ৫০ থেকে ৬০টি প্রতিমা ভাঙা হয়েছে। আর এই ঘটনাকে এবার ‘জঙ্গল রাজ’ আখ্যা দিলেন অমিত মালব্য (Amit Malviya on Shantipur Idol Vandalism)।

শান্তিপুরে প্রতিমা ভাঙচুর

ঘটনাটি শান্তিপুরের নন্দীপাড়ার। সেখানকার আগমেশ্বরী স্টেটের বাসিন্দা জয়ন্ত দাস, যিনি প্রায় ৩০ বছর ধরেই প্রতিমা তৈরি করেন। অভিযোগ উঠছে, তাঁর তৈরি ৬০ থেকে ৭০টি মা কালী এবং সরস্বতী প্রতিমা ভেঙে ফেলেছে দুষ্কৃতীরা। আর সবথেকে বড় ব্যাপার, মূর্তিগুলোকে মাটিতে ফেলে ভাঙচুর করা হয়েছে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ভিড় জমায় বাসিন্দারা এবং এই ঘটনার তীব্র নিন্দা জানায়। তবে এ বিষয়ে মৃৎশিল্পী অভিযোগ করে, ঠাকুর বানানোর সময় এলাকার এক ব্যক্তি তাঁকে হুমকি দিয়ে গিয়েছিল। পরবর্তী সময়ে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা যায়, অমিত দে এবং তাঁর ভাই অসিত দে এই ঘটনা ঘটিয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় শান্তিপুর থানার পুলিশ এবং তদন্ত শুরু হয়।

আরও পড়ুন: ‘জমি অধিগ্রহণ, NOC, টেন্ডার নেই!’ হবে না গঙ্গাসাগর সেতু? প্রকাশ্যে বিস্ফোরক তথ্য

ক্ষোভ উগড়ে দিলেন অমিত মালব্য

শান্তিপুরের এই প্রতিমা ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে সরব হয়েছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন, মমতার জঙ্গল রাজে সনাতন ধর্মের উপর আবারও হামলা। শান্তিপুরের মাতালগড়ের কাছে লোকনাথ মন্দিরের সামনে জয়ন্ত দাসের কর্মশালার বাইরে ৫০ থেকে ৬০টি কালি মূর্তি ভাঙচুর করা হয়েছে। দুষ্কৃতীরা সাতসকালে এই হামলা চালিয়েছে। পুজোর জন্য তৈরি পবিত্র প্রতিমাগুলি ভেঙে ফেলেছে। তৃণমূল শাসিত বাংলায় দিনের পর দিন হিন্দুদের উপর নিকৃষ্ট ঘটনা। মা কালীর মূর্তি শিরচ্ছেদ থেকে শুরু করে মন্দির বাজারে জগধাত্রীর মূর্তির মাথা কাটা, আর এবার কালী-সরস্বতী মায়ের প্রতিমা ধ্বংস করা হল। এভাবে আর কতদিন?

আরও পড়ুন: কেকে ভেজাল! শিয়ালদার ২টি বেকারিকে নোটিশ পাঠাল KMC

এমনকি তিনি আরও দাবি করেছেন, এটা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং রাজ্যে হিন্দু ধর্ম এবং প্রতিমাকে লক্ষ্য করেই শাসক দল দিনের পর দিন ধারাবাহিকভাবে হামলা চালাচ্ছে। ভোট ব্যাঙ্কের ‘দুধের গায়’কে খুশি করার জন্যই প্রতিমা ভাঙচুর করা হচ্ছে আর মন্দিরগুলিকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। বাংলার হিন্দুদের জেগে ওঠার সময় এসেছে। ২০২৬ সালে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে এবং সনাতন ধর্ম ফের মাথা উঁচু করে দাঁড়াবে।

1 thought on “শান্তিপুরে ৫০-৬০টি প্রতিমা ভাঙচুর! ঘটনার নিন্দা জানিয়ে ‘জঙ্গল রাজ’ আখ্যা অমিত মালব্যের”

Leave a Reply to axiebet888 Cancel reply